
31/07/2025
আমার স্বামী জেদ্দা শরফিয়া থাকে,ওনি কফিলকে টাকা দেওয়ার জন্য কফিলের মক্তবে যাওয়ার জন্য বের হয়, রাস্তায় গাড়ির জন্য দাঁড়ালে ছিনতাইকারীরা এসে ওনার মোবাইল ইকামা, ৬হাজার রিয়ালের মত টাকা সব নিয়ে যায়,মানি ব্যাগ সহ। ব্যাগে আরো গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টস ছিল,ওনাকে মেরে হাতে,পায়ে জখম করে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে যায়। পুলিশ এসে হসপিটালে নিয়ে যায়। এখন ওনি বাসায় আছেন।
সবাইকে সাবধান এবং সতর্ক থাকার জন্য এই পোস্ট।