Anar's Kitchen & Recipe

Anar's Kitchen & Recipe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anar's Kitchen & Recipe, Digital creator, Alnada uilding-No:59, 7699 Assayyidah Rogiya Street, As Sharafiya Dis:, Jeddah.
(1)

আসসালামু আলাইকুম ।আজ থেকে ১২ বছর আগে২০১৪,সেপ্টেম্বর ,এই পেইজের জন্ম হয়েছিল।খুব শখের বশবর্তী হয়ে পেইজটি ওপেন করি।আপনাদের সবার সহযোগিতায়, এই পেইজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ।আপনাদের সহযোগিতা আমার পথ চলাকে আরো অগ্রগামী করে তোলবে আশা করি।

26/12/2025

ভালো মানুষ হওয়ার জন্য বেশিরভাগ পরিশ্রম করতে হয় না, শুধু নিজের বিবেককে জাগ্রত রাখতে পারলে ভাল মানুষ হওয়ার যায়।
"
"

হে আল্লাহ আমাকে ঐ বৃদ্ধার মত কবুল করে নিয়েন।এক দেশে এক রাজা ছিলেন। তিনি নিয়ত করলেন, সুন্দর একটি মসজিদ বানাবেন। কিন্তু তি...
26/12/2025

হে আল্লাহ আমাকে ঐ বৃদ্ধার মত কবুল করে নিয়েন।

এক দেশে এক রাজা ছিলেন। তিনি নিয়ত করলেন, সুন্দর একটি মসজিদ বানাবেন। কিন্তু তিনি এক কঠিন শর্ত জুড়ে দিলেন,
~ "এই মসজিদ নির্মাণের কাজে কেউ কোনো সাহায্য করে শরিক হতে পারবে না। পুরো খরচ আমি একা দেব।"
মসজিদ নির্মাণ শেষ হলো। রাজা খুব গর্বের সাথে মসজিদের প্রধান ফটকে নিজের নাম বড় করে লিখে দিলেন।

এক রাতে রাজা স্বপ্নে দেখলেন, আকাশ থেকে একজন ফেরেশতা নেমে এলেন। ফেরেশতা মসজিদের দরজা থেকে রাজার নাম মুছে ফেললেন এবং তার জায়গায় এক নারীর নাম লিখে দিলেন।
রাজা ভয়ে ঘুম থেকে জেগে উঠলেন। তিনি সৈন্যদের পাঠালেন দেখতে যে নাম ঠিক আছে কি না। সৈন্যরা ফিরে এসে জানাল,
~ "মহারাজ! আপনার নামই লেখা আছে।"
রাজা ভাবলেন, এটা হয়তো মনের ভুল।

কিন্তু দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাতেও একই ঘটনা ঘটল। এবার রাজা সেই নারীর নামটি মুখস্থ করে ফেললেন, যা স্বপ্নে বারবার লেখা হচ্ছিল।

সকালবেলা রাজা সৈন্যদের ওই নারীকে খুঁজে বের করতে হুকুম দিলেন। অনেক খোঁজাখুঁজির পর সৈন্যরা এক গরিব ও বয়স্ক বৃদ্ধা নারীকে খুঁজে পেল। বৃদ্ধা ভয়ে কাঁপতে কাঁপতে রাজার সামনে উপস্থিত হলেন।

রাজা জিজ্ঞেস করলেন,
~ "তুমি কি আমার এই মসজিদ নির্মাণে কোনো সাহায্য করেছ?"
বৃদ্ধা বললেন,
~ "মহারাজ! আমি গরিব মানুষ। তাছাড়া আমি শুনেছি আপনি নিষেধ করেছেন কেউ যেন সাহায্য না করে। তাই আমি কিছুই করিনি।"

রাজা বললেন,
~ "তোমাকে বলতেই হবে তুমি কী করেছ।"
বৃদ্ধা তখন আমতা আমতা করে বললেন, "আমি তো তেমন কিছুই করিনি। তবে..."
রাজা বললেন,
~ "বলো, তবে কী?"

বৃদ্ধা বললেন,
~ "একদিন আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম, মসজিদের নির্মাণ সামগ্রী বহনকারী একটি পশু (ঘোড়া বা গাধা) খুঁটিতে বাঁধা আছে। পশুটি খুব পিপাসার্ত ছিল এবং কাছেই রাখা পানির বালতি থেকে পানি খাওয়ার চেষ্টা করছিল। কিন্তু রশি ছোট হওয়ায় সে পানি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তার কষ্ট দেখে আমার দয়া হলো। আমি শুধু ওই বালতিটা টেনে তার মুখের কাছে এগিয়ে দিলাম। সে তৃপ্তি সহকারে পানি পান করল। ব্যাস, এটুকুই আমি করেছি।"

রাজা অবাক হয়ে বললেন,
~ "সুবহানাল্লাহ! তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য একটু পানি পান করিয়েছ, আর আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। আর আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম শুধু 'রাজার মসজিদ' নাম কামানোর জন্য, তাই আল্লাহ আমার কাজ কবুল করেননি।"

রাজা তখন তওবা করলেন এবং নির্দেশ দিলেন মসজিদের দরজা থেকে নিজের নাম মুছে ওই বৃদ্ধার নাম লিখে দিতে। তিনি ওই বৃদ্ধাকে সম্মানিত করলেন এবং তার বাকি জীবনের ভরণপোষণের ব্যবস্থা করে দিলেন।

রাসূল (সা.) বলেছেন:
~ "নিশ্চয়ই আমল নিয়তের ওপর নির্ভরশীল।"
লোক দেখানো বড় কাজের চেয়ে ইখলাসের সাথে করা ছোট কাজ আল্লাহর কাছে অনেক বেশি দামী।

© Nur Islam
সূত্র: আল কিসাসুল ইরফানিয়্যাহ, আল-মাওয়ায়িজুল উসফুরিয়াহ

One Place, Billion Feelings💝❣️🕋❤️🖤          Day and night view of  the holy kaba ❤️
26/12/2025

One Place, Billion Feelings💝❣️🕋❤️🖤


Day and night view of the holy kaba ❤️

প্রতিটি নতুন সকাল আপনার জীবনের পাতায় নতুন কিছু লেখার সুযোগ করে দেয়। শুভ সকাল! ☀️✨🌱           ゚
26/12/2025

প্রতিটি নতুন সকাল আপনার জীবনের পাতায়
নতুন কিছু লেখার সুযোগ করে দেয়। শুভ সকাল! ☀️✨🌱


ঘরদোর সাফ-সুরত রাখো এমনভাবেযেন কোনো মেহমানের জন্য তোমার ইন্তেজার।দিল সাফ রাখো এমনভাবেযেন মউতের জন্য তুমি রয়েছো তৈয়ার।- ম...
25/12/2025

ঘরদোর সাফ-সুরত রাখো এমনভাবে
যেন কোনো মেহমানের জন্য তোমার ইন্তেজার।

দিল সাফ রাখো এমনভাবে
যেন মউতের জন্য তুমি রয়েছো তৈয়ার।

- মাওলানা রুমি

*গুনাহ ছেড়ে দেওয়া কষ্টকর। ফজরের জন্য জেগে ওঠা কঠিন। চোখের দৃষ্টি নত রাখা এক অবিরাম সংগ্রাম। কিন্তু মনে রেখো— জাহান্নাম...
25/12/2025

*গুনাহ ছেড়ে দেওয়া কষ্টকর। ফজরের জন্য জেগে ওঠা কঠিন। চোখের দৃষ্টি নত রাখা এক অবিরাম সংগ্রাম। কিন্তু মনে রেখো— জাহান্নামের চেয়ে কঠিন কিছু নেই। আর জান্নাতের চেয়ে মিষ্টি কিছু নেই। 🤍*

— সংগৃহিত

সমুদ্রের পাড়ে আমাদের পিকনিকের আয়োজন। ইন্সটেন্ট সব কিছু ইনডাকশন চুলায় করেছে। অনেক আনন্দময় কেটেছে দিন টা আলহামদুলিল্লাহ।  ...
25/12/2025

সমুদ্রের পাড়ে আমাদের পিকনিকের আয়োজন। ইন্সটেন্ট সব কিছু ইনডাকশন চুলায় করেছে। অনেক আনন্দময় কেটেছে দিন টা আলহামদুলিল্লাহ।

゚ #পিকনিক
.

জীবনে প্রতিটি দেরির পেছনে লুকিয়ে আছে আল্লাহ প্রদত্ত এক রহমত। যা তাড়াহুড়া করা মন নয়- বরং ধৈর্যশীল, আস্থাশীল ও বিশ্বাস...
24/12/2025

জীবনে প্রতিটি দেরির পেছনে লুকিয়ে আছে আল্লাহ প্রদত্ত এক রহমত। যা তাড়াহুড়া করা মন নয়- বরং ধৈর্যশীল, আস্থাশীল ও বিশ্বাসের দৃঢ় হৃদয়ই ধীরে ধীরে উপলব্ধি করতে পারে।
কখনো যে দেরি আমাদের কাছে কষ্ট মনে হয়, সময়ের ব্যবধানে সেটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর পরিকল্পনা হিসেবে প্রকাশ পায়।
゚ .

Address

Alnada Uilding-No:59, 7699 Assayyidah Rogiya Street, As Sharafiya Dis:
Jeddah
23218

Alerts

Be the first to know and let us send you an email when Anar's Kitchen & Recipe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anar's Kitchen & Recipe:

Share