20/07/2025
২০০৮ সালের নির্বাচনে-
আওয়ামী লীগ ভোট পেয়েছিল মাত্র ৪৮ শতাংশ, অথচ আসন পেয়েছিল ২৩০টি।
বিএনপি পেয়েছিল ৩২ শতাংশ ভোট, কিন্তু আসন পেয়েছিল মাত্র ৩০টি।
যদি সেদিন PR (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হতো
আওয়ামী লীগ পেত আনুমানিক ১৪৪টি আসন।
বিএনপি পেত আনুমানিক ৯৭টি আসন।
তাহলে কী হতো?
আওয়ামী লীগ এককভাবে সংবিধান সংশোধন করতে পারত না।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হতো না।
২০১৪ সালের নির্বাচন হতো অবাধ, নিরপেক্ষ, সবার অংশগ্রহণে।
হয়তো বিএনপি-ই শান্তিপূর্ণভাবে ফিরে আসত ক্ষমতায়।
আর রক্ত ঝরতো না, গণতন্ত্রের গলা টিপে ধরতে পারত না কেউ।
আওয়ামীলীগ স্বৈরাচারী হতে পারত না।
অথচ সেই সুযোগ কেড়ে নেওয়া হলো FPTP (First Past the Post) পদ্ধতির নামে যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট নয়, বিভক্ত আসনভাগই শাসনের অধিকার দেয়।
সুতরাং আজ যারা PR পদ্ধতির বিরোধিতা করেন, তাদের উদ্দেশ্য কী?
গণতন্ত্রকে অন্তঃসারশূন্য রাখা?
সংসদে ভোটের চাইতে আসনের অসাম্য বজায় রাখা?
নাকি ধীরে ধীরে স্বৈরাচার শাসনের পথে হাঁটা?
আজ যারা PR পদ্ধতির বিরোধিতা করেন, তারা আসলে চায় না গণতন্ত্র!
তারা চায়-
ভোটের চেয়ে আসনের ছলচাতুরি
একদলীয় নিয়ন্ত্রণ
প্রশ্নহীন সংসদ
স্বৈরাচারী ব্যবস্থা
নির্বাচনকে তামাশায় পরিণত করা।
তাদের ভয় PR পদ্ধতির প্রতি নয়- তাদের ভয় জনগণের সত্যিকারের রায়।
PR মানে শক্তিশালী বিরোধী দল, সংলাপ ও জবাবদিহিতা।
FPTP (First Past the Post) মানে একবার ক্ষমতায় গেলে সব চাবি নিজের হাতে।
এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকেই একদিন দিতে হবে।