RaihaN-PatwarY

RaihaN-PatwarY অন্যের জন্য দোয়া করুন,,
ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন!!
(2)

22/07/2025

‘দৌঁড়াও, ভয় পেয়ো না৷ আমি আছি।’

—মাহরিন চৌধুরি। নিজে দগ্ধ অবস্থায়, শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছিলেন তিনি।

(রমনী সাহসিকা। মাইলেস্টোন স্কুলের শিক্ষিকা। নিজের পোড়া শরীর নিয়েও, আগুনের মাঝ থেকে অন্তত ২০ টা বাচ্চাকে তিনি উদ্ধার করেছেন। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান রব আমাদের এই মা’কে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।)

22/07/2025

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে। অথচ তারাও এদেশের মানুষ

দেশের যে কোন দুর্যোগের মুহূর্তে রাজনীতিবিদরা আছেন কঠিন বিপদে!😭 তাড়াহুড়ো করে হসপিটালে গেলে বলি আদিখ্যেতা, দেরি করে গেলে ব...
21/07/2025

দেশের যে কোন দুর্যোগের মুহূর্তে রাজনীতিবিদরা আছেন কঠিন বিপদে!😭 তাড়াহুড়ো করে হসপিটালে গেলে বলি আদিখ্যেতা, দেরি করে গেলে বলি খবর নাই, না গেলে তো আর দন্ত থাকবেনা। মহাবিপদ!
কোনো দলের নেতা যদি না যাইতো,তাহলে এদের গুষ্টি এতক্ষণে উদ্ধার করে ফেলতো!
কথা গুলো খারাপ লাগলেও আসলে এটাই বাস্তব।

20/07/2025

২০০৮ সালের নির্বাচনে-
আওয়ামী লীগ ভোট পেয়েছিল মাত্র ৪৮ শতাংশ, অথচ আসন পেয়েছিল ২৩০টি।

বিএনপি পেয়েছিল ৩২ শতাংশ ভোট, কিন্তু আসন পেয়েছিল মাত্র ৩০টি।

যদি সেদিন PR (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হতো

আওয়ামী লীগ পেত আনুমানিক ১৪৪টি আসন।

বিএনপি পেত আনুমানিক ৯৭টি আসন।

তাহলে কী হতো?

আওয়ামী লীগ এককভাবে সংবিধান সংশোধন করতে পারত না।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হতো না।
২০১৪ সালের নির্বাচন হতো অবাধ, নিরপেক্ষ, সবার অংশগ্রহণে।
হয়তো বিএনপি-ই শান্তিপূর্ণভাবে ফিরে আসত ক্ষমতায়।
আর রক্ত ঝরতো না, গণতন্ত্রের গলা টিপে ধরতে পারত না কেউ।
আওয়ামীলীগ স্বৈরাচারী হতে পারত না।

অথচ সেই সুযোগ কেড়ে নেওয়া হলো FPTP (First Past the Post) পদ্ধতির নামে যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট নয়, বিভক্ত আসনভাগই শাসনের অধিকার দেয়।

সুতরাং আজ যারা PR পদ্ধতির বিরোধিতা করেন, তাদের উদ্দেশ্য কী?

গণতন্ত্রকে অন্তঃসারশূন্য রাখা?
সংসদে ভোটের চাইতে আসনের অসাম্য বজায় রাখা?
নাকি ধীরে ধীরে স্বৈরাচার শাসনের পথে হাঁটা?

আজ যারা PR পদ্ধতির বিরোধিতা করেন, তারা আসলে চায় না গণতন্ত্র!

তারা চায়-
ভোটের চেয়ে আসনের ছলচাতুরি
একদলীয় নিয়ন্ত্রণ
প্রশ্নহীন সংসদ
স্বৈরাচারী ব্যবস্থা
নির্বাচনকে তামাশায় পরিণত করা।

তাদের ভয় PR পদ্ধতির প্রতি নয়- তাদের ভয় জনগণের সত্যিকারের রায়।

PR মানে শক্তিশালী বিরোধী দল, সংলাপ ও জবাবদিহিতা।
FPTP (First Past the Post) মানে একবার ক্ষমতায় গেলে সব চাবি নিজের হাতে।

এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকেই একদিন দিতে হবে।

06/09/2023

মাত্র ১ মিনিটে ডাউনলোড করুন ফেজবুক ও ইউটিউব এর ভিডিও

04/09/2023

আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হব।
(৩:১৩৯)

24/08/2023

ফরগেট পাসওয়ার্ড ছাড়া,, যেকোন পাসওয়ার্ড বাহির করুন।

19/08/2023

বিপদে পড়ার আগে অবশ্যই
এই সেটিং টি করে নিবেন।

11/08/2023

মোবাইলের সকল সমস্যার সমাধান একটি সেটিংএ।

05/08/2023

গুপ্তধন যে ভাবে বাহির করা হয়।
দেখুন এই ভিডিও তে।

03/08/2023

মাটির নিচ থেকে পাওয়া গুপ্তধন।

01/08/2023

সেই স্বাদ ...........

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when RaihaN-PatwarY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category