Qaf ق World

Qaf ق World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qaf ق World, Digital creator, Jeddah.

ইসলাম শরীর ও মনের সুস্থতাকে গুরুত্ব দেয়। যেই খেলাগুলো শারীরিক সক্ষমতা বাড়ায়, যা মুসলিমদেরকে তাদের দায়িত্ব পালনে এবং প্রয়োজন হলে দেশ রক্ষায় সাহায্য করে।খেলাধুলা মানসিক চাপ কমাতে এবং শৃঙ্খলাপরায়ণ হতে সাহায্য করে।
যতক্ষণ না তা শরিয়তের সীমা লঙ্ঘন করে।

18/07/2025

একজন ইসলামি ব্যবসায়িক উদ্যোগ্তার জন্য গাইডলাইন
--অধ্যায়:৪

৪: د - دعوة (Da’wah – Ethical Business is Da’wah)-
(দাওয়াহ – নৈতিক ব্যবসাই হলো দাওয়াহ)

Core Message:,

“যে ব্যবসা ইসলামী আদর্শে পরিচালিত হয়, তা নিজেই হয়ে যায় এক জীবন্ত দাওয়াহ। শুধু কথায় নয়, চরিত্রে ইসলাম পৌঁছে দেওয়া—এটাই সেরা দাওয়াহ।”

১. ‘দাওয়াহ’ শব্দের ব্যাখ্যা:

دعوة (Da’wah) অর্থ আহ্বান—

মানুষের চিন্তা ও আচরণকে সত্য ও হকের পথে ডাকা

ইসলামি মূল্যবোধের দিকে আহ্বান জানানো

নিজের আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ করা

ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দাওয়াহ:

সততা, আদর্শ, সহানুভূতি ও ইনসাফ—এই চারটি বিষয় কেউ যদি বাস্তবায়ন করে, সে দাওয়াহ দিচ্ছে।

২. কুরআনের আলোকে দাওয়াহ ও ব্যবসা:

قال الله تعالى:
"وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ"
(সূরা ফুসসিলাত: ৩৩)

অনুবাদ:
“কথায় ও কাজে তার চেয়ে উত্তম আর কে হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, ‘আমি মুসলিম’।”

এই আয়াতে তিনটি দাওয়াহর পিলার:
১. আল্লাহর দিকে ডাকা
২. ভালো কাজ করা (ব্যবসার আদর্শ আচরণ)
৩. পরিচয় প্রকাশ: “আমি মুসলিম”

৩. রাসূল ﷺ এর ব্যবসায়িক দাওয়াহ:

রাসূল ﷺ নবুওয়াতের আগেই "الصادق الأمين" (সত্যবাদী ও বিশ্বস্ত) নামে পরিচিত ছিলেন ব্যবসা দিয়ে।

হযরত খাদিজা রা. তাঁর ব্যবসায়িক সততা দেখে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে—তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রাসূল ﷺ-এর ব্যবসা ছিল দাওয়াহের প্রস্তুতি ময়দানে সফলতার প্রমাণ।

৪. ব্যবসার মাধ্যমে দাওয়াহের কিছু দিক:

বিষয়::সত্যভিত্তিক প্রচার

দাওয়াহর রূপ::
কাস্টমারকে প্রতারণাহীনভাবে প্রোডাক্টের তথ্য দেওয়া
বিষয়:: টাইম পালন

দাওয়াহর রূপ:: ওয়াদার প্রতি আন্তরিকতা
বিষয়:: সঠিক মাপ ও ওজন

দাওয়াহর রূপ:: ইনসাফের শিক্ষা

বিষয়:: ক্রেতার খেদমত

দাওয়াহর রূপ:: ইসলামের হুসনে আখলাক
বিষয়:: হালাল ইনকাম

দাওয়াহর রূপ::ইসলামের অর্থনৈতিক আদর্শ

৫. হাদীসের আলোকে দাওয়াহর মানদণ্ড:

قال رسول الله ﷺ:
"بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً"
(বুখারী)

অনুবাদ:
“আমার পক্ষ থেকে পৌঁছে দাও—even যদি তা একটি আয়াত হয়।”

এই হাদীসের শিক্ষা:
– একজন ব্যবসায়ীও এক আয়াত, এক আচরণ, এক ইনসাফ দিয়েও ইসলামের দাওয়াহ দিতে পারে।

-হযরত উসমান রা. মদীনার বি'রে রুমা একজন ইয়াহুদীর থেকে কিনে নিয়ে খুবই সামান্য মূল্যে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন।

৬. বাস্তব উদাহরণ (বাংলাদেশ প্রেক্ষাপট):

কুমিল্লার “কুরআনিক হানি” নামের হানি বিক্রেতা ভাই—প্রতিটি প্যাকেটে একটি হাদীস, দোআ ও প্রোডাক্ট ইনফো যোগ করেন।
কাস্টমার প্যাকেট খুলে দেখে বিস্মিত হয়: “ইসলাম এত সুন্দর!”
তিনি বলেন—
“আমার প্রোডাক্টের সঙ্গে ইসলামের বার্তা পৌঁছে দেই। এটাই আমার ক্ষুদ্র দাওয়াহ।”

৭. Step-by-Step: Ethical Business as Da’wah

১. Halaal sourcing নিশ্চিত করো – এটা তোমার প্রথম দাওয়াহ
২. Islamic etiquettes (ইসলামী শিষ্টাচার)
ব্যবহার করো (salaam, jazakAllah, barakah)
৩. প্রতি পণ্যে এক আয়াত বা নৈতিক বার্তা সংযুক্ত করো
৪. দামে ইনসাফ – ভেজাল, বাড়তি লাভ, লুকানো চার্জ নয়
৫. অভ্যর্থনা ও আচরণে মুসকান – মুখে-মনে সৌজন্য রাখো
৬. Feedback-এর মাধ্যমে কাস্টমারদের আদব শেখাও (শোকরিয়া, সুচিন্তা)

৮. টিম ট্রেনিং সেশনের জন্য বিষয়:

টপিক: “ব্যবসা কি শুধু লাভের জন্য, না ইসলামের আহ্বানও?”
অ্যাক্টিভিটি:

প্রতিটি টিম মেম্বারকে ১টি ব্যবসায়িক দৃশ্য দিন।

তারা যেন তা Ethical ও Islamic দৃষ্টিকোণ থেকে সমাধান করে।

৯. বিখ্যাত মুসলিম ব্যবসায়ীদের দাওয়াহমূলক ব্যবসার নজির:

আবদুর রহমান ইবনে আওফ রা.: ব্যবসায়িক ইনসাফ ও দানশীলতার মাধ্যমে ইসলামের বার্তা পৌঁছাতেন

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ইসলামের বিস্তার: আরব ব্যবসায়ীরা সদাচরণ ও ইনসাফে তাদের দাওয়াহ দিয়েছেন, অস্ত্রে নয়!

১০. মোটিভেশনাল থট:

“Your invoice can become an invitation to Islam.”
(তোমার ইনভয়েসও হয়ে উঠতে পারে ইসলামের দাওয়াত পত্র)

উপসংহার:

দাওয়াহ কেবল মিম্বার ও ওয়াজে সীমাবদ্ধ নয়।
একজন ব্যবসায়ী প্রতিদিন তার প্রোডাক্ট, আচরণ, ইনসাফ ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইসলামের বাস্তব রূপ উপস্থাপন করতে পারে।

তাই, হালাল ব্যবসা = সুন্নাহ অনুযায়ী জীবনযাপন = জীবন্ত দাওয়াহ।

16/07/2025

একজন ইসলামি উদ্যোক্তার জন্য পূর্ণাঙ্গ ব্যবসায়িক গাইড"
--- অধ্যায় -৩

অধ্যায় ৩: ص - صدق (Sidq – Truthfulness / Honesty)
(সিদক – সত্যবাদিতা ও সৎচরিত্র)

Core Message:
“সত্যতা ব্যবসার আত্মা। সৎ ব্যবসায়ী কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বরং আখেরে সবার আস্থা অর্জন করে।”

১. শব্দার্থ ও প্রেক্ষাপট:,,

صدق (Sidq) অর্থ:

সত্যবাদিতা

বিশ্বস্ততা

প্রতিশ্রুতি পূরণ

খাঁটি মন-মানসিকতা

ব্যবসায়িক ভাষায়, Truthfulness বা Honesty বলতে বোঝায়—

প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সঠিক তথ্য দেওয়া

দাম ও মানে সত্যতা বজায় রাখা

লেনদেনে ধোঁকাবাজি না করা

কথায় ও কাজে মিল রাখা

২. কুরআনের দিকনির্দেশনা:

قال الله تعالى:
"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ"
(সূরা আত-তাওবা: ১১৯)

অনুবাদ:
“হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।”

আরও আয়াত:
"وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ"
(সূরা আর-রহমান: ৯)

অনুবাদ:
“তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন করো এবং ওজনে কম করো না।”

৩. হাদীসের দিকনির্দেশনা:

قال رسول الله ﷺ:
"التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء"
(তিরমিজি, হাদীস: ১২০৯)

অনুবাদ:
“সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী হবেন নবীগণ, সত্যবাদীগণ ও শহীদদের সঙ্গে (কিয়ামতের দিনে)।”
বাস্তবতার আলোকে বুঝি::

রাসূল সা: কে বিভিন্ন ধর্মের লোকেরা শুধু আল আমীন নয় বরং "খুবই বিশ্বস্ত একজন ব্যবসায়ী এজেন্ট" হিসেবে জানতো। ফলে বহু ইনভেস্টর ও পার্টনার পেয়েছিলেন। শুধুমাত্র মুসলিমরা নয় এমনকি বিভিন্ন ধর্মের লোকেরা তাকে দিয়ে ব্যবসা পরিচালনা করিয়েছে। হজরত খাদিজা রা. এর ব্যবসায় ২০০% মুনাফা করার ইতিহাসও রয়েছে।।

27/07/2024

* নিজের ব্রেইনের সাথে সেলফ টকিং যেটা করা হয়। তা থেকে মাইন্ডে বিলিভ তৈরি হয়৷ আর এই বিলিভ বাস্তবায়নে আপনার ব্রেইন আপনাকে তাড়িত করে, সজাগ করে৷ কারণ ব্রেইন এটা একটা টাইম ক্লোক৷ সময়মতো এলার্ম বাজানো এর কাজ।
এরপর আপনার বডি থেকে মাইন্ডের বিলিভ অনুযায়ী attitude (আচরণ)প্রকাশ পায়। যার ফলশ্রুতিতে পুরো ইউনিভার্স আপনার বিলিভের অনুকুল environment (পরিবেশ) বানিয়ে আপনার সামনে হাজির করে।

অতএব সেলফ টকিং সবসময় পজেটিভ করতে হবে এবং যাকিছু ব্রেইনে পুশ করছেন তা মাইন্ডকে বিলিভ করাতে হবে।

এর অর্থ টার্গেট বড় রাখুন। এবং মাইন্ডকে বিলিভ করাতে বার বার ব্রেইনে এর পজিটিভিটি পুশ করান। একশান নিন। লেগে থাকুন৷ দোআ করুন আর তাক্বদীরের উপর ভরসা রাখুন।
ইনশাআল্লাহ অচিরেই আপনার স্বপ্ন বাস্তবে রুপ নিতে বাধ্য।

(নোট::আপনি যা হতে চান, ধরে নিন আপনি তা হয়ে গেছেন৷ এখন আপনি আপনার টার্গেট অনুযায়ী বডি লেন্গুয়েজ ঐভাবে প্রকাশ করার অভিনয় করতে শুরু করুন। বাহ্যিক আকৃতি চেইন্জ করুন। এতে মাইন্ডকে বিলিভ করাতে ও ইউনিভার্সকে প্রভাবিত করতে দারুন হেল্প করবে)।

*********************
27 July 2024 10.33 AM
#সাদেকুর রহমান মক্কা
Abdullah Economic City
Jeddah, Saudi Arabia.

29/06/2024

///নিজে অনুপ্রানিত রাখুন///

১৷ কোন কাজকে শুরু করতে ভয় হলে, অল্প অল্প করে স্টার্ট করুন
২৷ কোন জেদ বাস্তাবায়ন করতে চাইলে, প্রতিশ্রুতি দিন তাহলে আপনাকে তা করতে বাধ্য করবে
৩৷ অন্যের ভাগ্য গড়ে দিন, আপনার ভাগ্য বদলাবে (নামজশের নিয়ত ছাড়া)
৪৷ মন ভালো,চাঙ্গা করতে -কারণ ছাড়াই হাসুন এভাবে অনুশীলন করুন

▬▬▬ ◈◉◈▬▬▬
২৯জুন ২০২৪. শুভ সকাল :. 9.00 AM

সাদেকুর রহমান মক্কা
জেদ্দা সৌদি আরব.

25/06/2024

/// ধনী হওয়ার বিজ্ঞানি সূত্র ///
১৷ থট- --আপনার মাঝে নিরাকার একটি চিন্তাশক্তি বলতে কিছু আছে। সুতরাং আপনি যা চান তা সর্বাগ্রে আপনার মাইন্ডে নিশ্চিত করুন। ভাবনায় আনুন আপনি ধনি,সেটাকে লালন করুন,বিশ্বাস করুন, য়াই হোক না কেন হাল ছাড়বেন না।
২৷ যা আছে--- তাতে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন।
৩৷ মহত উদ্দেশ্য --রাখুন নিজের সুখ চারপাশের লোকদের কাছে ভাগ করুন
৪৷ সঠিক পদক্ষেপ--- জলদি আজই নিন
৫৷ তর্ক-- করে কখনো জেতা যায়না। পরাজিতরা বিশ্বাস পাল্টায় না। বরং অপমানিত বোধ করে ও শত্রুদের অন্তর্ভুক্ত হয়ে যায়।

▬▬▬ ◈◉◈▬▬▬
২৫জুন ২০২৪. শুভ অপরাহ্ন :. 1.33 PM
সাদেকুর রহমান মক্কা
জেদ্দা সৌদি আরব.

of getting rich

সফল হতে চাইলে ৭টি অভ্যাস  নিজের মধ্যে তৈরি করুন:১৷ be productive ( non reactive) সবসময় নিজেকে পজেটিভ মাইন্ড  রেখে শক্তি,...
19/06/2024

সফল হতে চাইলে ৭টি অভ্যাস নিজের মধ্যে তৈরি করুন:
১৷ be productive ( non reactive)
সবসময় নিজেকে পজেটিভ মাইন্ড রেখে শক্তি,সামর্থ্য ও সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব কাজ করে যাওয়া। নিজের ভুলগুলো শোধরানো। নিজের ভুল ও অযোগ্যতার জন্য অন্যকে বা পরিবেশকে দোষারোপ না করা।

২৷ ভবিষ্যতে আপনি কি বা কেমন হতে চান??
আপনার লক্ষ্য ও টার্গেট পরিস্কার করুন৷ এবং সেই লক্ষ্য পূরণে সঠিক পথে এ্যাকশন নিন ও লেগে থাকুন।

৩৷ ডেইলি কাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে প্রায়োরিটি (,প্রাধান্য) দিন। অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কাজের পিছনে সময় অপচয় বন্ধ করুন।

৪৷ (win+win) এমন স্কিল বা যোগ্যতা যা নিজের কাছে নাই ; কিন্তু অপরজনের আছে। আবার আমার যা আছে অপরজনের নাই। তাহলে পরস্পরেরটা যোগ করে একত্রে লক্ষ্য ও টার্গেট পুরা করলে অধিক পরিমাণে সাকসেস আসতে পারে।

৫৷ কাউকে সহায়তা করতে হলে প্রথমে তাকে বুঝুন, তার কথাগুলো মনযোগ দিয়ে শুনুন, তার প্রবলেমটা আসলে কি তা ফাইন্ডআউট করুন। এরপর এডভাইজ/প্রবলেম সল্ভের জন্য পথ বের করুন। না বুঝে শুনে জ্ঞান দেওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।

৬৷ (synergy) মানে; একাধিক জন মিলে টার্গেট পুরা করার ( টিম ম্যানেজমেন্টর) যোগ্যতা অর্জন করুন। তাহলে অতি সহজে কম টাইমে লক্ষ্য ও টার্গেটে পৌছুতে পারবেন।

৭৷ নিজেকে কেয়ার করুন :
ক) হেলদি খাবার খান, বিশ্রাম নিন, পরিবারকে সময় দিন।
খ) এক্সারসাই করুন কমপক্ষে ৩০ মিনিট,,ধর্মীয় কাজ সমাধায় সময় বরাদ্দ রাখুন, কাউকে হেল্প করুন।
গ) লার্নিং (Self develop) আপনি যে বিষয়ে পদক্ষেপ নিতে চান বা নিয়েছেন সেই বিষয়টির উপর নলেজ বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেটার মাধ্যম হতে পারে কোন কোর্স করা৷ হতে পারে বই পড়া৷ হতে পারে ঐ বিষয়ের অভিজ্ঞ লোকের সাহচর্য লাভ করা।

👉The Seven Habits বইয়ের নির্বাচিত অংশ
▬▬▬ ◈◉◈▬▬▬
১৯জুন ২০২৪. শুভ অপরাহ্ন :. 12.15 PM
সাদেকুর রহমান মক্কা
জেদ্দা সৌদি আরব.
ইমামতির পাশাপাশি আমি প্র্যাক্টিস করছি :
Arabic incense নিয়ে
Product name: Al Arab Oud (বাখুর)

আপডেট পেতে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন।

মানুষ হলো জান্নাতি জীব। স্বভাবতই তার চাওয়াগুলোও হয় সেই লেভেলের। কিন্তু ক্ষুদ্র এ পৃথিবীর সংকীর্ণতা ও আইনের বেড়াজালে তার ...
13/06/2024

মানুষ হলো জান্নাতি জীব। স্বভাবতই তার চাওয়াগুলোও হয় সেই লেভেলের।

কিন্তু ক্ষুদ্র এ পৃথিবীর সংকীর্ণতা ও আইনের বেড়াজালে তার চাওয়াগুলো থোড়াই ফিলাপ হয়! আর স্বাধীনভাবে ভোগও করতে পারে না!!!

اللهم لا عيش إلا عيش الآخرة ...!
(দুনিয়ার জীবন এটা কোন) জীবন!
হে আল্লাহ, পরকাল ছাড়া কোন জীবন নেই...!

10/06/2024

আমি গত 90 দিনে মাসের মধ্যে47 জন ফলোয়ার পেয়েছি, 40টি পোস্ট তৈরি করেছি এবং 217টি প্রতিক্রিয়া পেয়েছি! আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

10/06/2024

/// সফল সেলসম্যানের জন্য ৫টি টিপস্ ///
১৷ আপনি প্রডাক্ট নয় বরং নিজেকে সেল করছেন
২৷ বেশি শুনুন
৩৷ পজেটিভ এ্যাটিচিউড (আচরন)
৪৷ কাস্টমারকে লং-টার্ম ধরে রাখার আপ্রাণ চেষ্টা করুন। কারণ গবেষণায় দেখা গেছে একেকজন কাস্টমার সময় সাপেক্ষে ২৫০ জন রেফার কাস্টমার দেয়৷
৫৷ কাস্টমারের সাথে সর্বদা সঠিক ও সত্য কথা বলুন।

▬▬▬ ◈◉◈▬▬▬
১০জুন ২০২৪. শুভ সকাল :. 9.33 AM

সাদেকুর রহমান মক্কা
জেদ্দা, সৌদি আরব.
ইমামতির পাশাপাশি আমি প্র্যাক্টিস করছি :
Arabic incense নিয়ে
Product name: Al Arab Oud (বাখুর)
আপডেট পেতে পেজটিতে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন।

আজ ৬ জুন২০২৪। সৌদির আকাশে  জ্বিলহজ্জ মাসের  চাঁদ দেখা গেছে।  আলহামদুলিল্লাহ! اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَي...
06/06/2024

আজ ৬ জুন২০২৪। সৌদির আকাশে জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আলহামদুলিল্লাহ!
اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

আগামী ১৬ জুন২০২৪ রোজ রবিবার "পবিত্র ঈদুল আজহা" পূণ্যভূমি সৌদিতে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ

04/06/2024

সামনের মানুষকে ইমপ্রেস করতে নিচের ৫ টিপস্ ফলো করে দেখতে পারেন-
১. আগে তার কথাগুলো মনযোগ দিয়ে শুনে নিন
২.ডাইরেক্টলি তাকে কোন প্রশ্ন না করে ইন্ডাইরেক্টলি জিজ্ঞেস করতে হবে
৩.,চটজলদি রেগে যাবেন না বা খারাপ লাগছে এরুপ ভাব ব্যক্ত করা যাবেনা
৪.নিজেকে নিজের সাথে সুন্দরভাবে কথা বলার প্র্যাক্টিস করা যেতে পারে
৫.সমাজ সংশোধনের চিন্তা ছেড়ে দিয়ে মানুষকে আপন করতে শিখুন ৷ লোকের কথায় কথায় ভুল ধরা বন্ধ করুন। কাউকে তার আচরণে ক্ষুব্ধ হয়ে নেগেটিভ ভবিষ্যৎবাণী ছুড়ে দেওয়া বন্ধ করুন।সমাজ এমনিতেই বদলাবে।

▬▬▬ ◈◉◈▬▬▬
৪ জুন ২০২৪. শুভ সকাল : 10.46 AM

সাদেকুর রহমান মক্কা
জেদ্দা, সৌদি আরব.
ইমামতির পাশাপাশি আমি প্র্যাক্টিস করছি :
Arabic incense নিয়ে
Product name: Al Arab Oud (বাখুর)
আপডেট পেতে পেজটিতে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন।

Address

Jeddah

Telephone

+966593943798

Alerts

Be the first to know and let us send you an email when Qaf ق World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qaf ق World:

Share