
20/04/2025
আলহামদুলিল্লাহ!
জীবনের কত স্বপ্ন থাকে—কিছু পূর্ণ হয়, কিছু থেকে যায় অপূর্ণ।
কিন্তু এই পবিত্র মসজিদে নববীতে দাঁড়িয়ে থাকার অনুভূতি—
তা কেবল আল্লাহর রহমতেই সম্ভব হয়।
এই মাটিতে দাঁড়িয়ে, মাথার উপর সবুজ গম্বুজ—
যেখানে চিরনিদ্রায় শায়িত আমাদের প্রিয়নবি (সা.),
এটা যেন এক স্বপ্নের মতো!
হে আল্লাহ, এই শহরের প্রেম আমাদের হৃদয়ে অমলিন করে রাখুন।
প্রত্যেক মুসলমানকে এই পবিত্র ভূমি জিয়ারতের সৌভাগ্য দিন।
আমিন।
#প্রবাসজীবন #ভালোবাসারমদিনা