Md Abu Toiyab20

Md Abu Toiyab20 content creator.

11/08/2025

মাজারে ফুল দেওয়া আগরবাতি মোমবাতি জ্বালানো কতটুকু জায়েজ? সম্পূর্ণ ভিডিওটা দেখুন।

11/08/2025

পাপ ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে, আর পাপ ত্যাগ করলে হৃদয়ে প্রাণ আসে।

10/08/2025

নাউ/জু/বি/ল্লাহ ভ/ন্ড মাজার পূজারী কি বলে একটু শুনুন!আল্লাহর সুরত আর নবীর সুরত এক।

কখনো জিন্দা আল্লাহর ওলি দেখছেন? ভবিষ্যতে এদের মাজার করা উচিত 😁
10/08/2025

কখনো জিন্দা আল্লাহর ওলি দেখছেন?
ভবিষ্যতে এদের মাজার করা উচিত 😁

10/08/2025

দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
-সুবাহানাল্লাহ

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁ//তে ফেলার ভিডিও ভাই?/রাল হলেও আসল ঘটনা ভিন্ন।১০ বছর ধরে স্ত্রী খোরশেদাকে ...
09/08/2025

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁ//তে ফেলার ভিডিও ভাই?/রাল হলেও আসল ঘটনা ভিন্ন।

১০ বছর ধরে স্ত্রী খোরশেদাকে একাই সেবা করা খলিলুর রহমান (খোশালপুর, কাকিলাকুড়া) প্লাস্টিকের কমোড চেয়ারের জন্য উঠানে গর্ত করছিলেন। এসময় স্ত্রী বিছানায় প্রাকৃতিক কাজ সেরে ফেললে রাগে তাকে গর্তের কাছে নেন। নাতি খোকন মিয়া উদ্ধার না করে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ায়।

প্রশাসন ও স্থানীয়রা জানান, খলিলুর আগে এমন আচরণ করেননি; দীর্ঘ সেবা ও মানসিক চাপে সাময়িকভাবে ভারসাম্য হারান। তিনি ঘটনার জন্য অনুতপ্ত। তাদের দুই সন্তান প্রবাসে, একজন দৃষ্টি প্রতিবন্ধী। দম্পতিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্যোগ চলছে।

তথ্যসূত্র: সময় নিউজ

09/08/2025

এদেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয়! সেই টাকা ফেরত পাওয়ার সময় নিজের দুঃখ বর্ণনা করে ফেরত চাইতে হয়!😔

মিস্টার বিস্টের এক চ্যালেঞ্জ ভিডিও দেখছিলাম—যেখানে বলা হয়েছে, ১০৯ ফিট মাটির নিচে একটা রুমে ১০০ দিন থাকতে পারলে ৫ লাখ ডল...
09/08/2025

মিস্টার বিস্টের এক চ্যালেঞ্জ ভিডিও দেখছিলাম—
যেখানে বলা হয়েছে, ১০৯ ফিট মাটির নিচে একটা রুমে ১০০ দিন থাকতে পারলে ৫ লাখ ডলার পুরস্কার!
আর ভেতরে সবই আছে—খাবার, বিছানা, ফ্রিজ, বিনোদন—সব কিছু!

ভাবলাম, এই অফার যদি প্রবাসীদের দিত,
১০০ দিনের জন্য ১০ হাজার ডলার দিলেই চলতো।
আমরা তো এমনিতেই রুমে বন্দি,
দিন-রাত কাজ করেই কাটাই।
আর এখানে আবার সব সুবিধাসহ বন্দি?
ভাই, আমি তো আজীবনই সেখানে থেকে যেতাম! 😄

09/08/2025

শিশু বক্তা তো অনেকেই দেখেছেন।
এখন না/বা ল/ক পীর দেখুন।
fans

মরার ক্যামেরা ভালোবাসাটাও বুঝে না!হৃদয়হীন ক্যামেরা একটা।কোন কোন কারনে আপনার জরিমানা আসতে পারে?১- চলন্ত অবস্থায় ড্রাইভিং...
09/08/2025

মরার ক্যামেরা ভালোবাসাটাও বুঝে না!হৃদয়হীন ক্যামেরা একটা।
কোন কোন কারনে আপনার জরিমানা আসতে পারে?
১- চলন্ত অবস্থায় ড্রাইভিং সিটে বসে মোবাইল ইউজ করলে ৫০০/১০০০ রিয়াল।
২- গাড়ির ড্যাশবোর্ডে ভারী কোন কিছু রাখলে,যা ড্রাইভারের সামনে দেখতে সমস্যা করে।
৩- চলন্ত অবসস্থায় গাড়ির সিটে খাবার খেলে।
৪- সিট বেল্ট না পরলে।
এছাড়াও আরো বহু কারনে আপনার জরিমানা আসতে পারে।
সর্বশেষ যুক্ত হয়েছে গাড়িতে বসে ভালোবাসার অপরাধে 500 রিয়াল।
কপি বিন মিশাল

09/08/2025

সবাই লাইভে জয়েন হয়ে যান

08/08/2025

সুন্নিয়তের নয়নমনি এম মন্নানের কর্মকান্ড দেখুন।

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when Md Abu Toiyab20 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abu Toiyab20:

Share