Kazi Tv

Kazi Tv মানুষের তরে মানুষ আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে ❤️💞

27/04/2025

যে যতো নগ্ন হতে পারে
সে ততো বড় সেলেব্রিটি। 😥

08/04/2025

হুজুগে বাঙালি।
কিসের জিহাদ কিসের প্রতিবাদ,
খালি চুরি করার সুযোগ খোঁজে। ফিলিস্তিনের জন্য আন্দোলনটা ঢিলেঢালা সস্তা করে ফেলছে কিছু সুবিধাবাদী বাটপার।

07/04/2025

আহারে ফিলিস্তিন 😭
আহারে বিশ্ব মানবতা
আহারে বিশ্ব বোবা বধির বিবেক। 😥

03/04/2025

॥ সফ্ট রিমাইন্ডার ॥
শাওয়াল মাসের ছয়টি নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ।
বছর ঘুরে শুধু একবার শাওয়ালের এই নফল রোজার সুযোগ পাওয়া যায়।

মধু মধু করতে করতে কদু নিয়ে আইছে 😊😜😛
03/04/2025

মধু মধু করতে করতে কদু নিয়ে আইছে 😊😜😛

24/05/2024
12/05/2024

যারা পাপ করবে দুনিয়াতেই তারা এর শাস্তি ভোগ করে।
হয় দু'দিন আগে নয় পরে, তবে মরার আগেই লাঞ্চিত হয় এবং এর কিঞ্চিৎ ফল ভোগ করতে হয়। পরকালের হিসাব তো রয়েছেই।
মিল্টন সমদ্দার যে শুরু থেক বাটপার আমি তার অতিভক্তি আচরণ দেখেই সন্দেহ করেছি। আজ জাতির সামনে ক্লিয়ার হয়ে গেল। পাপ বাপেরেও ছাড়েনা।
যারা ক্ষমতার বড়াই, পেশি শক্তি কিংবা টাকা কড়ির দাম্ভিকতা নিয়ে অন্যের প্রতি জুলুম করে তাদের জন্য
এসব পাপী দের উজ্জ্বল দৃষ্টান্ত।
এখন বুঝ আপনার ?

09/05/2024

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন।
ব্যস্ততার কারণে পেইজে আসতে পারছিনা। 🌹

বিজ্ঞাপনটার কথা কি আপনাদের মনে আছে ?বর্তমানে দেশের তীব্র দাবদাহের প্রেক্ষাপটে খুব মনে পড়ছে।কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূ...
25/04/2024

বিজ্ঞাপনটার কথা কি আপনাদের মনে আছে ?
বর্তমানে দেশের তীব্র দাবদাহের প্রেক্ষাপটে খুব মনে পড়ছে।

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এবং খ্যাতিমান অভিনেতা আবুল খায়ের অভিনীত একটা বিজ্ঞাপন শৈশবে বিটিভিতে প্রায়ই দেখতাম। যতদূর মনে পড়ে, কবিরাজ আবুল খায়ের গ্রামের একটি জায়গায় লোকজন জড়ো করে বলতে থাকেন-

“আল্লাহর দান এই গাছ। যারা চিনতে পারে, তারা নিজেই নিজের চিকিৎসা করতে পারে, আর যারা চিনতে পারে না তাদের জন্য আছি আমি। আমি কবিরাজ। গাছ নিয়ে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন।”

কবিরাজ – “গাছ আমাদের কি কামে লাগে?”
জনতা — “গাছ আমাগো অনেক কামে লাগে।”
কবিরাজ –“যেমন?”
জনতা –“গাছ আমাদের নানা রকম ফল দেয়।”
কবিরাজ — “আর?”
জনতা — “গাছ আমাদের ছায়া দেয়।”
কবিরাজ — “আর?’
জনতা — “লাকড়ি দেয়, চুলা জ্বালাই।”
কবিরাজ – “আর?”
জনতা — “কাঠ দিয়া খাট পালঙ্ক বানাই।”
কবিরাজ — “হের লাইগা-বেবাক গাছ কাইটা ফালাইতাসে। কিন্তু আসল কথাটা কেউ কইলেন না। দমের কথা ! প্রতিটা নিঃশ্বাসের লগে আমরা যে অক্সিজেন নেই, সেটা কে দেয়?”

“ভাইসব… একেকটা গাছ একেকটা অক্সিজেনের ফ্যাক্টরি। আর দেয় ওষুধ যা আমি আপনাগো পৌঁছাইয়া দেই। সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?”

বৃক্ষ মালিক — “কি গো কবিরাজ, কি খোঁজতাসেন?”
কবিরাজ — “আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?”
বৃক্ষ মালিক — “আছিলো, কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ।”
বৃক্ষ মালিক — “আছিলো , কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “আপনের গাছ?”
বৃক্ষ মালিক — “হ । টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।”
কবিরাজ — “গাছ লাগাইছিলো কে?”
বৃক্ষ মালিক — “আমার বাবায়।”
কবিরাজ — “আপনি কী লাগাইছেন ?”
বৃক্ষ মালিক — “আমি কী লাগাইছি?”
কবিরাজ — “হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে।”

কবিরাজ আবারো সবাইকে জড়ো করে বলতে শুরু করেন —
“আমি আর আপনাগোর কবিরাজ নাই। আপনারা চাইলেও আমি আর ওষুধ দিতে পারুম না।
প্রশ্ন করতে পারেন কেন? উত্তর একটাই। সাপ্লাই শেষ। গাছ নাই তো আমার ওষুধও নাই। লাকড়ি বানায়া চুলায় দিছি, খাট পালঙ্ক বানায়া শুইয়া রইছি, টেকার দরকার পড়ছে গাছ কাটছি। যা কাইটা ফালাইসি তা কি পূরণ করছি? বাপ দাদার লাগানো গাছ কাটছি। নিজেগো সন্তানের জন্য কী রাখছি?
অক্সিজেনের ফ্যাক্টরি ধীরে ধীরে শেষ হইতাসে। চোখ ভইরা সবুজ দেখি না। ভবিষ্যতে কেমনে দম লইবেন?”

জনতা- “আহো, মিয়া ভাই তোমারে নিয়া একটা চারা গাছ লাগাই আর মনে মনে কই সবুজ দুনিয়া দেখতে চাই, বুক ভইরা দম নিতে চাই। আর আমাদের সন্তানেরা, তোমাগোর লাইগ্যা টাকার গাছ লাগাইলাম। অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম।“

Collected

কি আশ্চর্যজনক আবিষ্কার! সুবহানাল্লাহ.. বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্র...
05/04/2024

কি আশ্চর্যজনক আবিষ্কার! সুবহানাল্লাহ..

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পরে তাদের বাসাগুলিতে সংরক্ষণ করার আগে সেই বীজগুলির প্রতিটি অর্ধেক ভাগ করে ফেলে :
এর কারণ সেগুলিকে অর্ধেক করে ভেঙ্গে বৃষ্টির মধ্যেও অঙ্কুরোদগম করা থেকে বিরত রাখে ।

কিন্তু বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন যখন তারা আবিষ্কার করেছিলেন যে পিঁপড়ার বাসাটিতে সংরক্ষিত ধনের বীজ 2 টুকরার পরিবর্তে 4 টুকরো হয়ে গেছে। গবেষণার পরে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটি ধনে বীজ দুটি ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে, তবে এটি চার ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে না।

তাহলে এই ক্ষুদ্র প্রাণীরা কিভাবে এই সব জানে!!? সুবহানাল্লাহ ওয়াবিহামদি সুবহানাল্লাহ আজীম।

Address

Jeddah

Telephone

+966508337926

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Tv:

Share