20/01/2024
আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন,
আজ আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা শেয়ার করতে ছি।।।
গত কাল আমার মেসেঞ্জারে দুবাই থেকে জমজম ইলেকট্রনিক এর পক্ষ থেকে পুরস্কার পেয়েছি বলে একটি মেসেজ আসে, সেখানে জমজম ইলেকট্রনিক এর পক্ষ থেকে পুরস্কার পাইছি তার একটি নাম্বার 7180 দিছে, সেই সাথে হোস্ট এপের লিংক আছে। আমি লিংকে ক্লিক করতেই আমাকে ফোন দেওয়া হয়। সে ফোন দিয়ে বলল ভাই আমাদের কাছে জমজম ইলেকট্রনিক এর পক্ষ থেকে পুরস্কার আছে। তা এখন আপনি সেই পুরস্কার টি কখন এসে নিয়ে যাবেন। তখন আমি বললাম ভাইয়া আমি তো সৌদি আরবে তা কি ভাবে আমি নিবো তখন সে বলে যে আপনার ফোন নাম্বার ও আপনার নাম ও ঠিকানার লোকেশন পাঠিয়ে দিন। আমি দিলাম, তার পর বললো দেখেন আমি তাহলে পুরস্কার টি পাঠিয়ে দিতাছি, আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দিন। আবার একটু পরে ফোন দিয়ে বলল আপনার নিকটবর্তী এয়ার পোর্ট কোন টি। আমি বললাম জিজান এয়ার পোর্ট । তাহলে আপনি এক ঘণ্টার ভিতরে এয়ার পোর্টে গিয়ে বোডিং পাস বানিয়ে তার ছবি উঠিয়ে আমাকে পাঠিয়ে দিন। তা আমি বললাম এখান থেকে এয়ার পোর্টে যাইতে দুই ঘন্টার মতো সময় লাগবে, তাহলে আমি এখন কি করব, তখন বলল আমি কি অনলাইনে বোডিং পাস বানিয়ে দিবো? আমি বললাম দিন, তখন সে বলল তাহলে এখনি ৩০০ রিয়াল আমার একাউন্টে পাঠিয়ে দিন, তাহলে আমি বোডিং পাস পৌঁছে দিতেছি। তখন আমার কেমন সন্দেহ হলো, আমি বললাম আমার কাছে টাকা নাই , সে বলল তাহলে আপনি পুরস্কার টি বাংলাদেশে নিন, আমি বললাম দিন তখন সে আবার বাংলাদেশ থেকে বোডিং পাস নেওয়ার জন্য টাকা চায়। তখন আর আমার বোঝার বাকি রইল না। যে আমি একটি চিঠার বাঠপারের পাল্লায় পড়েছি। আমি শেষে বললাম ঐ আইফোন আমার লাগবে না।
আমার এই বাস্তব সত্য ঘটনা এই জন্যই শেয়ার করলাম যাতে করে আমার মতো আইফোন পাওয়ার আশায় নিজেদের টাকা 💸 পয়সা অন্য কে না দেন।