
23/07/2025
যেই বাবা-মা কারেন্ট চলে গেলে বাচ্চার গরম লাগবে বলে হাতপাখা দিয়ে বাতাস করে,,,বাচ্চাকে গরমে শান্তি দেওয়ার জন্য বাসায় এসি লাগায়,,যাতে বাচ্চা গরমের কষ্ট না পায়,, গরম ভাতকে ঠান্ডা করে খাওয়ায়, আজকে সেই বাবা মা ফুলের মত নিষ্পাপ শিশুর পোড়া দেহটা দেখে কিভাবে সহ্য করবে,, হে মহান রাব্বুল আলামিন তুমি সকল বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।