31/08/2025
অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কঠোর শাস্তি ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন,
اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ وَ اَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ
যারা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি দুনিয়া ও আখেরাতে। আল্লাহ জানেন আর তোমরা জান না। (সুরা নুর: ১৯)
যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, তারা নিজেদের গুনাহের পাশাপাশি তাদের গুনাহের জন্য দায়ী হয়, যারা তাদের কথা-কাজে প্ররোচিত হয়ে গুনাহে জড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন,
لِیَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً یَّوْمَ الْقِیٰمَةِ وَ مِنْ اَوْزَارِ الَّذِیْنَ یُضِلُّوْنَهُمْ بِغَیْرِ عِلْمٍ اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ.
কেয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট! (সুরা নাহল: ২৫)
🤲🤲
,আল্লাহ 😭আমরা হারাম দেখাতে, হারাম শুনাতে,হারাম মুসলিম উম্মার মাঝে ছড়িয়ে দিতে আসক্ত হয়ে পড়েছি, কোনটা ভালো কাজ,কোনটা মন্দ কাজ এটা চিন্তা না করে,নিজের প্রতি দিনের পর দিন জুলুম করছি,কতো মুসলিম ভাইয়ে বোনের প্রতি জুলুম করছি,এবং আমাদেরই কোনো মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করছি,আল্লাহ এ হারামের,এমন জুলুমের আনন্দ থেকে আমাদের হেফাজত করুন।এবং আমাদের উত্তমরুপে হেদায়েত দিন।
(আমিন)