SaveBangladeshi Students From Saudi Arabia Provashi

SaveBangladeshi Students From Saudi Arabia Provashi দেশের আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন

25/08/2024

ফালতু পেজ। ১৮+ পোস্ট দিয়ে পেজ প্রমোট করে

25/08/2024
06/08/2024

সাভারে কি ঘটেছে?

ঢাকার প্রবেশমুখ হিসেবে সাভারে পার্শ্ববর্তী মানিকগঞ্জ, টাঙাইল, গাজীপুর থেকেও প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। মোটামুটি সফলভাবেই তারা ঢাকা-আরিচা দিয়ে ঢাকাগামী জনস্রোতকে ঠেকাতে পেরেছে। এমনকি বিকেল পর্যন্ত এই রোডে মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করতে পারেনি।

দ্বিতীয়ত, সাভার আমিনবাজারে আওয়ামী নেতাদের হাতে প্রচুর পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। দিনভর শোডাউনেও সেটা দৃশ্যমান ছিল। বিকেল ৩ টার ঘোষণার পরও সাভারে সংঘর্ষ চলছিল। এসময় উত্তেজিত জনতা থানায় হামলা চালাতে গেলে, পুলিশ গুলি ছোড়ে। আশেপাশের আওয়ামী নেতারাও পালাতে না পেরে থানায় আশ্রয় নেয়। পুলিশ আর আওয়ামী নেতাদের গুলিতে এসময় অনেকে নিহত হয়।

তৃতীয়ত, পুলিশের গাজীপুরগামী একটা অংশ পালাতে গিয়ে সাভার ক্যান্টনমেন্টে অংশ নেয়। চতুর্দিকে বেপরোয়া মানুষের ভয়ে তারা আর্মিদের দিকেও গুলি ছোড়ে। এদের অন্তত একশ জন ক্যান্টনমেন্টের ভেতরে আটকা পড়ে৷ গভীর রাতে সেনাবাহিনী তাদের সেখান থেকে বের করে দেয়। নবীনগরে এখনও উত্তেজিত জনতা রাস্তা দখল করে রেখেছে। সবাইকে চেক করে ঢুকতে-বের হতে দিচ্ছে। ফলে আতঙ্কিত পুলিশ সদস্যরা গুলি ছুড়েছে। এটা ভারতীয় কোন বাহিনী নয়।

Address

Khamis Mushait

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaveBangladeshi Students From Saudi Arabia Provashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share