
21/01/2024
#সৌদিআরব
পেয়াজের দাম শুধু বাংলাদেশেই অস্থিতিশীল না।সৌদি আরবেও অনেক দাম বেরেছে। আজকে আমরা প্রতি কেজি ৮ রিয়াল ও ভারতীয় পেয়াজ ১০রিয়ালে বিক্রি করছি। যা যথাক্রমে বাংলাদেশি টাকায় ২৬০ও ৩২০ টাকা।তবে পূর্বে এমন ছিলোনা, দাম ২ রিয়াল থেকে ৪ রিয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পেয়াজের দাম আকাশ্চুম্বী। তাতে আমাদেরও পেয়াজ বিক্রিতে ব্যাগ পেতে হচ্ছে।