Ahsan Shohag

Ahsan Shohag ব্রাজিল ফ্যান🇧🇷🇧🇷💪
পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদ ♥️
Neymar Jr. Favourite Footballer🇧🇷♥️

রিয়াল মাদ্রিদ ২০২৫–২৬ মৌসুমের জন্য নীল রঙের নতুন তৃতীয় কিট উন্মোচন করেছে🔥♥️এরই মধ্য দিয়ে ২০১৭–১৮ সালের পর প্রথমবার নীল...
09/08/2025

রিয়াল মাদ্রিদ ২০২৫–২৬ মৌসুমের জন্য নীল রঙের নতুন তৃতীয় কিট উন্মোচন করেছে🔥♥️
এরই মধ্য দিয়ে ২০১৭–১৮ সালের পর প্রথমবার নীল রঙে ফিরল রিয়াল মাদ্রিদ। adidas Originals trefoil লোগোসহ এই জার্সিতে সাদা অ্যাকসেন্ট ও গলার পেছনে হলুদ রঙে RMCF লেখা রয়েছে। ডিজাইনটি সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামের নীল আসন থেকে অনুপ্রাণিত,
আর নিচে রয়েছে কিংবদন্তি হুয়ানিতোর উক্তি, বার্নাব্যু-তে ৯০ মিনিট খুব দীর্ঘ সময়।
রিয়াল মাদ্রিদ জাবি আলোনসোর অধীনে নতুন মৌসুম শুরু করবে ১৯ আগস্ট লা লিগার ম্যাচের মধ্য দিয়ে ♥️

ব্রেকিং :গনজালো নয়, এন্দ্রিক কে দেওয়া হলো নাম্বার নাইন জার্সি ♥️🔥 নতুন সিজনে রিয়াল মাদ্রিদে এন্দ্রিক কে ৯ নম্বর জার্সিতে...
08/08/2025

ব্রেকিং :গনজালো নয়, এন্দ্রিক কে দেওয়া হলো নাম্বার নাইন জার্সি ♥️🔥 নতুন সিজনে রিয়াল মাদ্রিদে এন্দ্রিক কে ৯ নম্বর জার্সিতে দেখা যাবে।

Vini Jr & Raphinha Nominated For Balon D Or 2025🇧🇷♥️♥️শুভকামনা দুইজনের জন্য
07/08/2025

Vini Jr & Raphinha Nominated For Balon D Or 2025🇧🇷♥️♥️
শুভকামনা দুইজনের জন্য

চেলসিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়ে এস্তেভাও বলেন:  আমি ভীষণ খুশি। চেলসির মতো বিশ্বের অন্যতম বড় ক্লাবের প্রতিনিধিত্ব করা স...
06/08/2025

চেলসিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়ে এস্তেভাও বলেন: আমি ভীষণ খুশি। চেলসির মতো বিশ্বের অন্যতম বড় ক্লাবের প্রতিনিধিত্ব করা সত্যিই গর্বের। আমি খুব খুশি এবং আশা করি সর্বোচ্চ চেষ্টা দিয়ে দলকে সাহায্য করতে পারব। এখানে আসতে আমাকে প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছে। তবে এই দেড় বছর আমি কঠোর পরিশ্রম করেছি এবং সর্বোচ্চ দিয়েছি যাতে এখানে পৌছাতে পারি।

২০২৩ সালের পর জোড়া গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র ♥️ফিরেছেন পুরনো ছন্দে 🔥♥️
05/08/2025

২০২৩ সালের পর জোড়া গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র ♥️
ফিরেছেন পুরনো ছন্দে 🔥♥️

রিয়াল বেতিস ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্তনির জন্য একটি ধারের প্রস্তাব দিয়েছে, যেখানে তাকে কেনার কোনো বাধ্যবাধকতা নেই...
04/08/2025

রিয়াল বেতিস ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্তনির জন্য একটি ধারের প্রস্তাব দিয়েছে, যেখানে তাকে কেনার কোনো বাধ্যবাধকতা নেই।

এখন দেখার অপেক্ষা ম্যানচেস্টার ইউনাইটেড কি রিয়াল বেতিস এর প্রস্তাবে রাজি হয় কিনা

স্পানিশ গনমাধ্যম Cadena SER জানায়, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনি জুনিয়র-এর জন্য এবার গ্রীষ্মকালীন ট্রান্সফার উই...
04/08/2025

স্পানিশ গনমাধ্যম Cadena SER জানায়, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনি জুনিয়র-এর জন্য এবার গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে সৌদি প্রো লিগ ক্লাবগুলো আর কোনো প্রস্তাব দেবে না। ভিনি জুনিয়র সবসময়ই মাদ্রিদে থাকতে চেয়েছেন, তবে তার চাহিদা করা বার্ষিক বেতন €২৫ মিলিয়ন ক্লাব এখনো মেনে নেয়নি—যার ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

আজকের এই দিনে,ঠিক ৮ বছর আগে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়নে যোগ দিয়েছিলে...
03/08/2025

আজকের এই দিনে,ঠিক ৮ বছর আগে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়নে যোগ দিয়েছিলেন🇧🇷

পিএসজি তে নেইমার জুনিয়র -
১৭৩ ম্যাচে ১৯৭টি গোল ও অ্যাসিস্ট করেছেন।
৫ বার লিগ শিরোপা (Ligue 1) জয়
৪ বার ট্রফি দে চ্যাম্পিয়নস (Trophée des Champions)
৩ বার ফরাসি কাপ (Coupe de France) জয়

সাম্প্রতিক সময়টা খুব খারাপ যাচ্ছে রদ্রিগোর। এরই মধ্যে রদ্রিগোর গার্লফ্রেন্ড ব্রুনা রোত্তা নিশ্চিত করেছেন, রদ্দিগোর সাথে ...
03/08/2025

সাম্প্রতিক সময়টা খুব খারাপ যাচ্ছে রদ্রিগোর।
এরই মধ্যে রদ্রিগোর গার্লফ্রেন্ড ব্রুনা রোত্তা নিশ্চিত করেছেন, রদ্দিগোর সাথে তার ব্রেকআপ হয়ে গেছে 🤭
এমনিতে আছে খুব টেনশনে, রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে। তার উপর গার্লফ্রেন্ড এর সাথে ব্রেকআপ।
কেউ শান্তনা দে তারে😁

এই গ্রীষ্মে আলেকজান্দার ইসাকের জন্য বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় লিভারপুল এখন নতুন আক্রমণভাগের তারকা খুজছে। লুইস দ...
03/08/2025

এই গ্রীষ্মে আলেকজান্দার ইসাকের জন্য বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় লিভারপুল এখন নতুন আক্রমণভাগের তারকা খুজছে। লুইস দিয়াস বায়ার্নে যাওয়ার পর, এবং ডারউইন নুনেস ও ফেদেরিকো চিয়েসার সম্ভাব্য বিদায়ের মাঝে—লিভারপুল আক্রমণভাগে বড় পরিবর্তনের চিন্তায় আছে।
তাদের নজরে রয়েছে রদ্রিগো সহ কয়েকজন তারকা।
কিন্তু রদ্রিগো জানিয়েছেন সে রিয়াল মাদ্রিদেই থাকতে চায়। কিন্তু রিয়ালে রদ্রিগো কে পর্যাপ্ত প্লেয়িং টাইম দেওয়া হয়না। এমন অবস্থায় সে যদি লিভারপুলে যায়,আমি মনে করি সেটা রদ্রিগোর জন্য ভালো অপশন হবে।

এন্দ্রিক এবং গার্সিয়ার মধ্যে যে কোনো একজনকে ধারে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনা করছেন রিয়াল মাদ্রিদ। স্টাইকার/ফরোয়ার্ড পজ...
03/08/2025

এন্দ্রিক এবং গার্সিয়ার মধ্যে যে কোনো একজনকে ধারে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনা করছেন রিয়াল মাদ্রিদ। স্টাইকার/ফরোয়ার্ড পজিশনে এমবাপ্পের বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদ একজনকে রাখতে চাচ্ছে। রিয়াল মাদ্রিদ মনে করে, যদি দুইজনকে স্কোয়াডে রাখা হয়, তাহলে তাদের ক্যারিয়ার ঝুকির মুখে পড়বে। কারন বেশীরভাগ ম্যাচেই তারা পর্যাপ্ত প্লেয়িং টাইম পাবে না। যেখানে মেইন স্ট্রাইকার এমবাপ্পে রয়েছে। তার বদলি হিসেবে একজনকে রাখাটাই সঠিক মনে করছে রিয়াল মাদ্রিদ।
সেক্ষেত্রে গার্সিয়া অথবা এন্দ্রিক কে ধারে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনা করছেন রিয়াল মাদ্রিদ।

ভিনির সাথে কে?😁
03/08/2025

ভিনির সাথে কে?😁

Address

Jubail

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Shohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Shohag:

Share