Ahsan Shohag

Ahsan Shohag ব্রাজিল ফ্যান🇧🇷🇧🇷💪
পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদ ♥️
Neymar Jr. Favourite Footballer🇧🇷♥️

ইনজুরি নিয়ে মাঠে নেমে গোল + অ্যাসিস্ট করলেন নেইমার জুনিয়র ❤️🇧🇷ডাক্তারের পরামর্শ ছিল বিশ্রামে থাকা। কিন্তু সবকিছু উপেক্ষা...
29/11/2025

ইনজুরি নিয়ে মাঠে নেমে গোল + অ্যাসিস্ট করলেন নেইমার জুনিয়র ❤️🇧🇷

ডাক্তারের পরামর্শ ছিল বিশ্রামে থাকা। কিন্তু সবকিছু উপেক্ষা করে ইনজুরি নিয়েই সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামলেন নেইমার জুনিয়র, জেতালেন দলকে।

ইচ্ছে গুলো অপূর্নই থেকে যাবে হয়তো। ইনজুরির কারনে চলতি বছরে আর মাঠে দেখা যাবে না নেইমার জুনিয়র কে 😢🇧🇷২০২৬ সালে বিশ্বকাপ, ...
26/11/2025

ইচ্ছে গুলো অপূর্নই থেকে যাবে হয়তো।
ইনজুরির কারনে চলতি বছরে আর মাঠে দেখা যাবে না নেইমার জুনিয়র কে 😢🇧🇷

২০২৬ সালে বিশ্বকাপ, এখন বিশ্বকাপে নেইমার জুনিয়র এর উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

18/11/2025

অনুর্ধ ১৭ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল 🇧🇷🇧🇷🇧🇷

সান্তোসে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত নেইমার জুনিয়র প্রতি চার ম্যাচে গড়ে ১ টি করে গোল পেয়েছেন। বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ ম...
11/11/2025

সান্তোসে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত নেইমার জুনিয়র প্রতি চার ম্যাচে গড়ে ১ টি করে গোল পেয়েছেন।
বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ মাস, নেইমার কি পারবে নিজেকে ছন্দে ফিরিয়ে এনে, দলে কামব্যাক করতে?

হান্সি ফ্লিক: আমি মনে করি রাফিনিয়া এবং জোয়ান গার্সিয়া আন্তর্জাতিক বিরতির পর ফিরে আসবে... হয়তো পেদ্রিও ফিরতে পারে। দে...
10/11/2025

হান্সি ফ্লিক: আমি মনে করি রাফিনিয়া এবং জোয়ান গার্সিয়া আন্তর্জাতিক বিরতির পর ফিরে আসবে... হয়তো পেদ্রিও ফিরতে পারে। দেখা যাক।

অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে রাফিনহার 🇧🇷

এন্ড্রিককে দলে নেওয়ার দৌড়ে বর্তমানে Lyon সবচেয়ে এগিয়ে আছে, তবে এখনো চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়নি।এছাড়া এন্ড্রিকের প্রতি ...
10/11/2025

এন্ড্রিককে দলে নেওয়ার দৌড়ে বর্তমানে Lyon সবচেয়ে এগিয়ে আছে, তবে এখনো চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়নি।

এছাড়া এন্ড্রিকের প্রতি প্রিমিয়ার লিগের অনেক ক্লাবের আগ্রহ আছে, কিন্তু এন্দ্রিক বিশ্বাস করে জাবি অ্যালানসোর অধিনে সে তার যোগ্যতা প্রমান করতে পারবেন। প্রকৃতপক্ষে, সেই আশা ও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে,
আগামী কয়েক ম্যাচে যদি তিনি খেলায় সুযোগ না পান, তাহলে তিনি নিশ্চিতভাবেই জানুয়ারিতে দল ছেড়ে যাবেন।

নেইমার কে ব্রাজিলের জার্সি গায়ে দেখার ইচ্ছে টা কি পুরন হবে আমাদের?
10/11/2025

নেইমার কে ব্রাজিলের জার্সি গায়ে দেখার ইচ্ছে টা কি পুরন হবে আমাদের?

Goalllll...Gabriel marteneli🇧🇷🇧🇷Brazil : 2Jspan : 0
14/10/2025

Goalllll...Gabriel marteneli🇧🇷🇧🇷
Brazil : 2
Jspan : 0

ব্রাজিলের প্রথম গোল -Goal By paulo Henrique 🇧🇷Brazil : 1Japan : 0
14/10/2025

ব্রাজিলের প্রথম গোল -
Goal By paulo Henrique 🇧🇷
Brazil : 1
Japan : 0

অবশেষে ৫-০ গোলের ব্যবধানে ব্রাজিলের জয়❤️🇧🇷
10/10/2025

অবশেষে ৫-০ গোলের ব্যবধানে ব্রাজিলের জয়❤️🇧🇷

10/10/2025

৪৯ মিনিটেই ৪ গোল ব্রাজিলের 🇧🇷❤️
নতুন রেকর্ডের অপেক্ষায়

10/10/2025

প্রথমার্ধ শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ব্রাজিল। ব্রাজিল কি পারবে সাউথ কোরিয়াকে ৫ গোল দিতে? #ব্রাজিল

Address

Jubail

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Shohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Shohag:

Share