18/06/2025
আচ্ছালামুয়ালাইকুম" শুভ সকাল সবাইকে।
১- সৌদি শ্রম মন্ত্রনালয়ের ঘোষনা মতে ক্ষুদ্র প্রতিষ্ঠান তথা ছোট মোহাসাসা ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে,আবার নতুন করে মেয়াদ বাড়াবে কিনা তা ২০২৮ সালেই বুঝা যাবে।
২০২৮ পর্যন্ত বিনদাস শর্তসাপেক্ষে একজন কফিল ৪ জন কর্মীর ১০০ রিয়াল মক্তব আল আমেল দিয়ে ইকামা করতে পারবে।
আপডেট-২
নতুন আরবি বছর থেকে ১০০ রিয়াল সকল ছোট মোহাসাসায় নামতে শুরু করবে।
আর মাত্র ৮ দিন পর আরবি ১৪৪৭ হি. শুরু হবে।
ছোট মোহাসাসায় ১০০ রিয়াল মক্তব আল আমেল ফি নামার শর্ত সূমহ নিম্মে দেওয়া হলো।
১- কফিল কোথাও তার তামিনাত ইউজ করতে পারবে না,সহজ করে বললে কফিল নিজেও মোহাসাসায় থাকতে হবে,সে কোথাও চাকরি করলে,তার তামিন কোথাও নিবন্ধন করা থাকলে ১০০ রিয়াল আসবে না।
২- কফিল নিজে মোহাসাসায় থাকবে,সাথে আরেকজন বেকার সৌদিকে মোহাসাসায় নিয়োগ দিলে ৪ জন কর্মীর ১০০ রিয়াল মক্তব আল আমেল আসবে।
যদি সৌদি নিয়োগ না দিয়ে শুধু কফিল থাকলে ২ জনের ১০০ রিয়াল আসবে।
শুধুমাত্র ১০০ রিয়াল মক্তব আল আমেল ফি দিয়ে ইকামা হয় না,এর সাথে জাওয়াযাত ফি তথা ইকামা ফি ৬৫০ রিয়াল,ইন্সুইরেন্স খরচ যুক্ত হবে।
সর্বমোট একটা ছোট মোহাসাসায় কর্মীর ইকামা করতে কফিলের সরকারি ফি হলো ৭৫০ রিয়াল।
এর সাথে কফিল ফায়দা,মোহাসাসা খোলার খরচ,সৌদির খরচ সহ আরো বেশকিছু খরচ যুক্ত হতে পারে।
এছাড়াও আরো বেশিকিছু ছোটখাটো শর্ত মানতে হয়।
বিদ্র:- যারা বলে ইকামা হয় না,তারা কম টাকায় ইকামা করতে পারছে না তাই মিথ্যা বলছে।
ইকামা চাইলে বেশি টাকা দিয়ে যেকোন সময় করতে পারে।