
10/03/2024
আহলান ওয়া সাহলান ওহে,
🌙"মাহে রমাজান"🌙
আগামী ১১ই মার্চ ২০২৪ ইং তথা রোজ: সোমবার থেকে সৌদি আরবে প্রথম সিয়াম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
অর্থাৎ আজ রবিবার রাতে তারাবীহের সালাত আদায় ও শেষ রাতে সাহরী খেয়ে আগামীকাল সোমবার সিয়াম রাখতে হবে আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে সুস্থ ও ভালো রাখুন এবং সুন্দর ভাবে সারা মাস সিয়াম পালনের তাওফিক দান করুন।
(আমিন)
تقبل الله منا ومنكم صالح الأعمال.