সিদ্দিকী হজ্ব কাফেলা

সিদ্দিকী হজ্ব কাফেলা হজ্ব ও ওমরাহ বুকিং চলছে।
অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা পরিচালিত। Stay with us, benefit from our advice. I wish you the best from Allah.

Through this page, informing people of various information, and creating all kinds of video content, which gives warning messages to people.

*২০২৬ সালের হজ প্যাকেজে যা যা থাকছে*সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।রো...
28/09/2025

*২০২৬ সালের হজ প্যাকেজে যা যা থাকছে*

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। প্রতিবছর আমাদের দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ভাই-বোনেরা হজ পালন করে থাকেন। সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশের তালিকায় আমাদের অবস্থান চতুর্থ। গতবছরও আমাদের দেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করেছেন। সামগ্রিক বিবেচনায় এদেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে যারা হজ পালনের জন্য নিয়্যত করেছেন তাদের মধ্যে হজ প্যাকেজ নিয়ে বিশেষ আগ্রহ ও কৌতূহল রয়েছে। আজ আমরা ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি।

বক্তব্যে তিনি বলেন, হজ দ্বি-রাষ্ট্রিক কার্যক্রম। রাজকীয় সৌদি সরকার ও হজযাত্রী প্রেরণকারী দেশসমূহের ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তবে নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকাই মুখ্য। হজের রোডম্যাপ ঘোষণা, সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয় সৌদি সরকারের এখতিয়ারধীন। ২০২৬ সনের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতের খরচ বৃদ্ধি/হ্রাস করা হলে সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস পাবে। প্যাকেজ মূল্য বৃদ্ধি পেলে হজযাত্রীদেরকে তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য হ্রাস পেলে উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমরা ২০২৫ সনের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দিয়েছি।

তিনি আরও বলেন, _হজ প্যাকেজে সৌদি আরব পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে-_

• মক্কা-মদিনায় বাড়ি/হোটেল ভাড়া,
• পরিবহন ব্যয়,
• জমজম পানি,
• মিনা-আরাফায় সার্ভিস চার্জ,
• ভিসা ফিস,
• স্বাস্থ্যবীমা,
• ইলেক্ট্রনিক্স ফিস,
• গ্রাউন্ড সার্ভিস ফিস,
• মিনার তাঁবু ভাড়া/ক্যাম্প ফিস,
• লাগেজ পরিবহন ব্যয় ও
• দমে শোকর খরচ।

_বাংলাদেশ পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে-_

• বিমান ভাড়া
• হজযাত্রীদের কল্যাণ তহবিল
• প্রশিক্ষণ ফি
• হজ গাইড
• অন্যান্য সার্ভিস
সৌদি আরব ও বাংলাদেশ পর্বের এই সকল ব্যয় যোগ করেই আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি।


ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আসন্ন ২০২৬ সনের হজে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ
মনোযোগ দেয়ার চেষ্টা করেছি। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে আমরা কয়েক দফা মতবিনিময় করেছি। আমি নিজে চারবার বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মতবিনিময় করেছি এবং বহুবার অনানুষ্ঠানিক আলোচনা ও কথাবার্তা বলেছি।

বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন। গতবছর বিমান ভাড়া ছিলো এক লক্ষ ৬৭ হাজার ৮২০ টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ৫৪ হাজার ৮৩০ টাকা অর্থাৎ এবছর হজযাত্রী প্রতি বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমেছে। এছাড়া, বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরো কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এখানে বলে রাখা প্রয়োজন, এবছর যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গতবছরের ন্যায় বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি, এগুলো গতবছর অব্যাহতি দেয়া হয়েছিল। এবছরও আমরা বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্সকে হজযাত্রীদের বিমান ভাড়া বহির্ভূত রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করেছি।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ২০২৬ সনের হজে সৌদি সরকার স্বাস্থ্য বীমার পরিমাণ বৃদ্ধি করেছে ১৩০ সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৭০ টাকা। মিনা ও আরাফায় তাঁবু ভাড়া ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নুসুক মাসার প্লাটফর্মে 'দমে শোকর' বাবদ ৭২০ সৌদি রিয়াল তথা ২৩ হাজার ৬৫২ টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে। এবছর প্রথমবারের মতো দমে শোকর বাবদ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করে প্যাকেজ ঘোষণা করা হচ্ছে।

এছাড়া, এবছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে, গতবছর সৌদি রিয়াল ছিলো ৩২.৫০ টাকা, এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩২.৮৫ টাকা। এবছর সরকারি মাধ্যমে একটি হজ প্যাকেজ-১ (বিশেষ), 'হজ প্যাকেজ-২' ও 'হজ প্যাকেজ-৩' শিরোনামে মোট তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি।

*হজ প্যাকেজ-১ (বিশেষ):*

এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেযা হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লক্ষ ৯০ হাজার ৫৯৭ টাকা।

*হজ প্যাকেজ-২:*

এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে ১.২ কিলোমিটার হতে ১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেযা হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮৮১ টাকা। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো- হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। হজযাত্রীদের সৌদি আরব অবস্থানকাল হবে সাধারণত ৩৫-৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৗদি আরবে অবস্থান কাল হবে ২২-৩০ দিন।

*হজ প্যাকেজ-৩:*

এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এই প্যাকেজটি সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনও সরকারি মাধ্যমের হাজীদেরকে আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। তবে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী তিনটি দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার হজযাত্রীদেরকে বহুবছর ধরে আজিজিয়া এলাকাতেই রাখা হয়।

তিনি আরও বলেন, এছাড়া, আমাদের দেশের হজযাত্রীদেরকে দীর্ঘবছর যাবৎ যে এলাকায় রাখা হতো এই এলাকার হোটেল বা বাড়িগুলো সৌদি সরকার ভেঙে ফেলেছে। এ কারণে আগামীতে আমাদের দেশের হজযাত্রীদেরকে আজিজিয়া এলাকায়ই রাখতে হবে। হজ এজেন্সিসমূহের জন্য 'বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ' শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ১৮৫ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই
প্যাকেজটি গ্রহণ করে এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

তিনি যুক্ত করেন, প্রত্যেক হজযাত্রীর খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় হতে পারে। এ হিসাব অনুসারে খাবারের জন্য প্রয়োজনীয় টাকা হজযাত্রীদেরকে সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সনের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আসন্ন ২০২৬ সনে আমাদের দেশ হতে সম্ভাব্য ১২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। ২৭ জুলাই ২০২৫ খ্রি. হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এবং সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ খ্রি. হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি ২০২৬ সনের হজে গমন করতে পারবেন।

তিন লক্ষ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্যাকেজমূল্যের সমুদয় অর্থ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। ৯ নভেম্বর ২০২৫ খ্রি, হজচুক্তি সম্পাদিত হবে। ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি সম্পাদন করতে হবে। ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. হতে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. হতে হজ ফ্লাইট শুরু হবে।

ধর্ম উপদেষ্টা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে এদেশের গণমাধ্যমসমূহ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান।

15/07/2025

এয়ারলাইনসগুলো আবার ডাকাতি শুরু করে দিয়েছে, লাগাম টানার কেউ নেই।

15/07/2025

পাসপোর্ট কিছু কালেকশন করে পল্টনের অলিতে-গলিতে কোথায় ২০০/৫০০টাকা কম পাওয়া যায় এভাবে ঘুরে ঘুরে ওমরাহ বিজনেস করা যায় না বা ভালো কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করা সম্ভব না।
আপনি সফল বা কোয়ালিটি সার্ভিস তখনই দিতে সক্ষম হবেন যখন ভালো কোয়ালিটি সার্ভিস যারা প্রোভাইড করে তাদের সাথে দীর্ঘদিন লেগে থাকবেন।
শেখা হয়ে গেলে আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবেনা, নিজেরটা নিজেই ব্যবস্থা করতে পারবেন তখন। তবুও শুরুর ১/২বছর অন্ততপক্ষে এক জায়গায় লেগে থাকুন ভালো ফিডব্যাক পাবেন। ২০০/৫০০ টাকা কমের জন্য বারবার এদিক সেদিক ছোটাছুটি করা ভালো লক্ষ্মণ নয়!
একজনের জন্য ৩দিন খেটে গ্রুপ নামালেন সে দেখা গেল সেই গ্রুপ আরেকজন থেকে ৪০০/৫০০ কম পেয়েছে সেখান থেকে নিয়ে নিয়েছে। তো এরকম কারো সম্পর্কে যদি জানতে পারেন তাহলে তাকে কিভাবে সার্ভিস দিবেন নেক্সটে।
*বাস্তবতা কঠিন*

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলকহাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর...
09/06/2025

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক

হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

---

আগের পদ্ধতি:

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।

2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।

---

বর্তমান নতুন পদ্ধতি:

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।

2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।

3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

---

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।

2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।

3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

---

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া

উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা

ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল

---

গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

আরাফাহর ময়দানে পা না রাখলে বোঝা যায় না কী আবেগ আর অপার্থিব সুখ লুকিয়ে আছে এই ক্ষণিকের মুহূর্তটায়। সুবহানাল্লাহ, সে কী অন...
05/06/2025

আরাফাহর ময়দানে পা না রাখলে বোঝা যায় না কী আবেগ আর অপার্থিব সুখ লুকিয়ে আছে এই ক্ষণিকের মুহূর্তটায়। সুবহানাল্লাহ, সে কী অনাবিল প্রশান্তির জায়গা! সে কী নিঃসীম নৈসর্গিক আবহ চারদিকে।

মহান রাব্বে কারীম আমাদের বারংবার এই ময়দানে দাঁড়ানোর তাওফিক দিন। যেন আমরা অসংখ্যবার এই ময়দানে দাঁড়িয়ে, চোখের অশ্রুতে বুক ভাসিয়ে বলতে পারি—

‘ইয়া রব, আমি ছাড়া কতো অগণিত বান্দা আছে আপনার, কিন্তু আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মাবুদ নাই৷ আপনি যদি আমাকে ছেড়ে যান, আমি তো ধ্বংস হয়ে যাব মাবূদ৷ শুভ্র সফেদ কাপড়ে আবৃত আপনার মেহমানদের ভিড়ে, এই পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে হাজীরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইতেছে। আপনি ক্ষমার চাদরে সবাইকে আবৃত করে নিন ইয়া রাব্বাল কা’বা 💛

😶‍🌫️
07/04/2025

😶‍🌫️

🛑 2025 হজ্ব পরবর্তী ওমরাহ গ্রুপ রেডি হওয়ার জন্য প্রস্তুত হউন।🛑 40 জনের  একটি গ্রুপ রেডি হইতেছে।💢 ঠিকানা : ভুশ্চি দক্ষিণ ...
02/04/2025

🛑 2025 হজ্ব পরবর্তী ওমরাহ গ্রুপ রেডি হওয়ার জন্য প্রস্তুত হউন।
🛑 40 জনের একটি গ্রুপ রেডি হইতেছে।
💢 ঠিকানা : ভুশ্চি দক্ষিণ বাজার, আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা। লালমাই, কুমিল্লা।
🆗 যেকোন বিষয়ে পরামর্শ প্রয়োজন : 01629 134312 , ফোন করুন।

হাজীদের কে নিয়ে মদিনা এয়ারপোর্টে,  দেশে আসার অপেক্ষায়।
21/03/2025

হাজীদের কে নিয়ে মদিনা এয়ারপোর্টে, দেশে আসার অপেক্ষায়।

14/03/2025

জুমা, মক্কাতুল মুকাররমা

14/03/2025

মসজিদে হারাম

🛑 সিদ্দিকী হজ্ব কাফেলায় আমাদের গ্রামের মুরব্বি জনাব আবুল খায়ের (আবুল সর্দার),  আমাদের সাথে ওনি এবং ওনার সহধর্মিণী ওমরাহ ...
13/03/2025

🛑 সিদ্দিকী হজ্ব কাফেলায় আমাদের গ্রামের মুরব্বি জনাব আবুল খায়ের (আবুল সর্দার), আমাদের সাথে ওনি এবং ওনার সহধর্মিণী ওমরাহ করতে এসেছেন, আলহামদুলিল্লাহ। হাজি সাহেবের সুসাস্থ এবং নেক হায়াত কামনা করি।
🧊 যাত্রীর ঠিকানা : তুলাতলী বেলঘর, লালমাই, কুমিল্লা।
🛑 আমাদের অফিস : আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ভুশ্চিবাজার, লালমাই, কুমিল্লা।
❤️ মোবাইল : 01629 134312 (হোয়াটসঅ্যাপ ইমুরয়েছে)

Address

Jubail

Telephone

+966539435685

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিদ্দিকী হজ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিদ্দিকী হজ্ব কাফেলা:

Share