
11/11/2022
সৌদি আরব মঙ্গলবার সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসায় থাকার মেয়াদ তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে।
ট্রানজিট ভিসাধারীদের থাকার মেয়াদ বাড়ানোর জন্যও সংশোধনী আনা হয়েছে। তারা এখন কোন অতিরিক্ত চার্জ ছাড়াই 96 ঘন্টা পর্যন্ত থাকতে পারে এবং এসপিএ অনুসারে এর বৈধতা তিন মাসের জন্য। সৌদি মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই সিদ্ধান্তটি সকল উদ্দেশ্যে একক প্রবেশ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
একক-এন্ট্রি পারিবারিক ভিজিট ভিসা বর্তমানে শুধুমাত্র 30 দিনের জন্য বৈধ, যখন বহু-প্রবেশ ভিসা 90 দিনের জন্য বৈধ।