বাংলাদেশ জামায়াতি ইসলাম চাঁদপুর

  • Home
  • Saudi Arabia
  • Mecca
  • বাংলাদেশ জামায়াতি ইসলাম চাঁদপুর

বাংলাদেশ জামায়াতি ইসলাম চাঁদপুর হয়তো জিতব না হয় শিখবো

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত১৫ মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ...
16/05/2025

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত

১৫ মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নায়েবে আমীরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো কথা এবং বক্তব্য-মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আশা করি আপনারা সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন।

পরিশেষে তিনি প্রিয় জন্মভূমি বাংলাদেশকে হেফাযত করার জন্য মহান রবের নিকট দোয়া কামনা করে বলেন, সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাযত করুন এবং বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ স্থিতিশীল দেশ হিসেবে কবুল করুন।

এটাই আমি
09/05/2025

এটাই আমি

05/05/2025

৫ই মনে
গনহত্যা কখনো ভুলবো না
আল্লাহ তুমি সকলকে শহীদি মর্যাদা দান করো

22/04/2025

আমার বেলায় সবাই
খারাপ চাইলেও
আমি কারো খারাপ চাই না

15/04/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?

25/03/2025

প্রশ্ন???
কোন একদল বলতো
ঈদের পরে
???

ড. ইউনূস এর প্রশংসা আগে একজন  সহ্য করতে পারতেন না,তিনি পালিয়েছেন তবে রোগ ছড়িয়ে দিয়ে... ড.ইউনূসকে নিয়ে তো বহুত কাঁদা ছোড়া...
25/03/2025

ড. ইউনূস এর প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না,তিনি পালিয়েছেন তবে রোগ ছড়িয়ে দিয়ে...

ড.ইউনূসকে নিয়ে তো বহুত কাঁদা ছোড়াছুড়ি করেন। কাঁদা ছোড়াছুড়ি করতে আরেকটু সহজ করে দেই....
ইউনুস সরকারের অর্জনসমূহ:

(১) বিশ্বের ৭৫ তম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। তাতে সবচেয়ে লাভবান কারা! প্রশ্ন রইল।

(২) লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন।

(৩) পুরো রোজায় কোনও জিনিসপত্রের দাম বাড়েনি।

(৪) আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষার চেষ্টা করেছেন। পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো আছে।

(৫) বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন। এখন রিজার্ভ বাড়ছে।

(৬) রেমিট্যান্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তার সময়ে।

(৭) ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে।

(৮) রপ্তানি প্রবৃদ্ধি ১৫% এর বেশি। ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময়ে।

(৯) বিগত বছরগুলোতে বর্ডার কিলিং গড়ে বছরে ৫০০ এর অধিক ছিল। গতবছর ছিল ৫৭৭জন। (তথাকথিত বন্ধুর দ্বারা হত্যা।) ইউনুস সরকারের সময় তা ৭ মাসে ১০ জন।

(১০) দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি। তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়।

(১১) বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ইউনুস। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাঙালি তিনি।

(১২) বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস একমাত্র প্রফেসর ইউনুসের আছে।

(১৩) সকল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে। কারন তিনি সৎ ও আন্তরিক।

(১৪) বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে একমাত্র তার আমলেই সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে ও ডিজিটাল প্লাটফর্মে তুমুল সমালোচনা ও তার বিরুদ্ধে কুৎসিত ভাষায় অপপ্রচার করা যাচ্ছে। কাউকে তিনি গ্রেফতার করেন নি। যা ফ্যাসিসট জমানায় কল্পনাও করা যেত না।

(১৫) প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন তিনি। ঘোষণা করেছেন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে।

(১৬) তার যোগ্য নেতৃত্বে আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেকসুর খালাস পেয়েছে।

(১৭) জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি মাত্র ৭ সদস্যের প্রতিনিধি নিয়ে যোগদান করেন। ফ্যাসিস আমলে প্রতি বহরে থাকতো প্রায় ৩০০ জন। যার বিপুল খরচ
জাতি বহন করতো।

(১৮) বাংলাদেশের ইতিহাসে

-বিএনপি নেতা ইলিয়াস আলীকে পলিথিনে মুখ পেঁচিয়ে হত্যার পর শরীরের নানা অংশ ছুরি দিয়ে কেটে পেট ফেঁড়ে ভারি কিছু ভিতরে ঢুকিয়ে ...
24/03/2025

-বিএনপি নেতা ইলিয়াস আলীকে পলিথিনে মুখ পেঁচিয়ে হত্যার পর শরীরের নানা অংশ ছুরি দিয়ে কেটে পেট ফেঁড়ে ভারি কিছু ভিতরে ঢুকিয়ে পানিতে ফেলে দেয়া হয়, তিনি মাছের খাবার হয়ে গেছেন বলেছেন পুলিশ কর্মকর্তা।
-সংসদ ভবনের সামনে তৎকালীন বিএনপির চিফ হুইপকে চোরের মত পিটিয়ে প্রায় নগ্ন করে ফেলে, জান বাঁচাতে কাপড় খুলেই পালাতে হয় তাকে।
-বিএনপির অন্যতম শিক্ষিত সুদর্শন স্মার্ট নেতা সালাউদ্দিনকে পাগল বানিয়ে ভারতের শিলং এর রাস্তায় ফেলে রাখা হয়।
- ভুলে গেলে চলবেনা সেই বিখ্যাত বালুর ট্রাক যা এখনকার তুমুল প্রতাপশালী বিএনপির সারাদেশের নেতাকর্মীরা মিলে সরাতে পারেনি।
-১৭ বছর নিজ বাসার বদলে ধানখেতে ঘুমায়ছে অসংখ্য নেতাকর্মী।

আমার মেমরি বেশ দূর্বল, আমজনতা হয়েও বিএনপির দু:সময়ের এই ইভেন্টগুলা আমি কোনভাবেই ভুলতে পারিনা, কিন্তু ওই দলের ত্যাগী নেতা কর্মীরা সব ভুলে গেছে।
মাত্র কয়টা দিন হল এরমধ্যেই ছাত্র জনতার নেতৃত্বে মুক্ত হবার পর তারা সবচাইতে সুবিধাভোগী হলেও আওয়ামী লীগ প্রত্যাবাসনে নেমেছে তারা। আর অকৃতজ্ঞের মত ছাত্রজনতার অবদান ভুলতে চলেছে।

ডঃ ইউনুসের চীন সফর ঘিরে চক্রান্তপ্রফেসর ইউনূসের চীন সফরের আগেই জনগন ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা চ...
23/03/2025

ডঃ ইউনুসের চীন সফর ঘিরে চক্রান্ত
প্রফেসর ইউনূসের চীন সফরের আগেই জনগন ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা চলছে। এর মাধ্যমে দেশে একটা গৃহযুদ্ধ বাধাতে পারলে ডঃ ইউনুসের চীন সফর বানচাল করা সম্ভব। ডঃ ইউনুসের চীন সফরটা একটা যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে যার মাধ্যমে বাংলাদেশে ভারতের আধিপত্যের কবর রচনা হবে।

এই কারনেই ভারত, হাসিনা ও ওয়াকারের মাথা খারাপ। ওয়াকার তার একান্ত অনুগত কিছু সেনা সদস্যের মাধ্যমে জনগনের উপর হামলা করাতে পারে। উদ্যেশ্য হল জনগণকে ক্ষেপিয়ে তোলা যেন জনগণ ক্যান্টনমেন্ট মুখী কর্মসূচি দেয়। এটা হলেই দেশ গৃহযুদ্ধের ফাঁদে পড়ে যাবে।

আমাদের করণীয়:

* আমরা ওয়াকারের বিরুদ্ধে আওয়াজ তুলবো কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। সেনাবাহিনীর সাথে জনগণের ঐক্য ধরে রাখতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে।

* ডঃ ইউনুসের চীন সফরের আগ পর্যন্ত দেশে কোন প্রকার অস্থিরতা তৈরি হয় এমন কোন উস্কানিতে পা দেয়া যাবে না।

* আওয়ামীলীগ নিষিদ্ধের কর্মসূচি চলবে, তবে এই কর্মসূচি যেন অন্য কোন কর্মসূচিতে রূপান্তরিত না হয়, আরও সহজ করে বললে, এই কর্মসূচি যেন সেনাবাহিনী বিরোধী কর্মসূচিতে রূপান্তরিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সবাই সতর্ক থাকুন। চোখ কান খোলা রাখুন।


21/03/2025

আওয়ামী লীগকে প্রথম পূর্নবাসন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কাফফারা তিনি জীবন দিয়ে আদায় করেছিলেন।

২য় বার আওয়ামীলীগকে ঠাই দিয়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী, যার কাফফারা হিসেবে দিতে হয় ৫৭ জন সেনাকর্মকর্তার প্রান।

বিএনপি এবং জামায়াতকে বলছি--

যদি এবার আপনারা আওয়ামী লীগ পূর্নবাসনের স্বপ্ন দেখেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার খায়েশ করেন... 🙄🙄,

খোদার কসম করে বলছি,,,,
আমরা তরুন প্রজন্ম আমাদের ভোট টা কিন্তু আওয়ামী লীগকেই দিবো, যাতে আপনাদেরকে পায়ের নিচে পিষে মারতে পারে।।

মেসেজ ক্লিয়ার।।

ফ্যাসিস্ট তাড়াতে রক্ত দিবো আমরা❗

আর,,,
লীগের সাথে আঁতাত করে মধু খাওয়ার ধান্দায় থাকবেন আপনারা... 🙄🙄❗

গনঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসব আর চলবে না...।

SAY NO TO BAL



21/03/2025

আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।

তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে।

জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে।

শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।

৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।

২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।

গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।

আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক। তারপর ফিরে আসুক।

#

জাতিসংঘের মহাসচিব এর কাছে গিয়ে সাহস করে বলতে পারলেন না যে, জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব! এখন আর টাইমটেবিল বলেন...
16/03/2025

জাতিসংঘের মহাসচিব এর কাছে গিয়ে সাহস করে বলতে পারলেন না যে, জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব! এখন আর টাইমটেবিল বলেন নাই, বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন হলে ভালো হয়। কেন মহাসচিবকে কাছে ধমক দিয়ে বলতে পারলেন না? "ডঃ ইউনুসকে জুনের মধ্যে নির্বাচন দিতে বলেন। আমরা এই বছর জুনের মধ্যে নির্বাচন চাই। " এটা বলতে কে মানা করেছিল? যেখানে কথা বলা দরকার সেখানে সুযোগ দিলেও কথা বলতে পারেন না। কি সুন্দর সুযোগ ছিল, জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে যে চুদুর বুদুর করতেছে, সেটা নালিশ করতেন। কিন্তু আপনারা করেন নাই।

নেত্রীকে রোজার মাসে জেলখানায় ৩০ টাকার ইফতারী দিলো সেটার প্রতিবাদ করতে পারেন নাই।
নেত্রীকে বালুর ট্রাক দিয়ে আটকে দিলো সেই ট্রাক সরাইতে পারেন নাই।
হাসিনার তিনটা নির্বাচন ঠেকাইতে পারেন নাই।
ডক্টর ইউনুস নির্বাচন জুন মাসের দিচ্ছে না তার সুদুরবুদুর নিয়ে অভিযোগ দিতে নালিশ করতে পারেন নাই। তাহলে পারেনটা কী? আজকে জনগণ আপনাদের সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছে। সেটা হলো, আপনারা টোটালি ব্যর্থ নেতা। তাহলে প্রতিদিন নির্বাচন নির্বাচন করে এতো জিকির করেন কেনো?

Address

Mecca

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতি ইসলাম চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share