Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী

  • Home
  • Saudi Arabia
  • Mecca
  • Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী

Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

04/08/2025

আস্সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ﷺ

25/07/2025

হিজরী নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থান: ওয়াক‌ওয়ে সংলগ্ন মাঠ, শাহরাস্তি, চাঁদপুর।

পরিবেশনায় শায়ের জানে আলম রেজা কাদেরী।

10/07/2025

মদীনায় যাওয়া কি হজ্বের অংশ| Is going to Medina part of Hajj? Sheikh Saiful Islam Azhari

শায়খ আল্লামা ড. সাইফুল ইসলাম আজহারী।

08/07/2025

মদীনায় ত‌ওবা করলে কবুল|| Medina is a place of repentance. Sheikh Saiful Islam Azhari was

24/06/2025

আল্লামা খাজা আব্দুর রহমান চৌহরভী (রহ.)'র ১০৪ তম ও সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)'র ৩৩ তম সালানা ওরস মোবারক।
আলোচক : মুফতি মুহাম্মদ আবুল হাছানাত আল ক্বাদেরী
স্থান : হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম, চাঁদপুর

দামেস্কে একজন দরিদ্র ট্যাক্সি ড্রাইভার ছিল, একদিন তিনি যাত্রাপথে ভুলবশত মেডিসিন বিভাগে অধ্যয়নরত একজন শিক্ষার্থীর উপর দি...
28/05/2025

দামেস্কে একজন দরিদ্র ট্যাক্সি ড্রাইভার ছিল, একদিন তিনি যাত্রাপথে ভুলবশত মেডিসিন বিভাগে অধ্যয়নরত একজন শিক্ষার্থীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলো যার কারণে সেই ছাত্রটি সেখানেই মৃত্যুবরণ করে।

যেহেতু ট্যাক্সি ড্রাইভারটি অনেক দরিদ্র ছিলো তাই শায়খ মুহাম্মাদ আয়ওয়াদ এবং অন্যান্য আলেমগণ সকলে মিলে ছেলেটির বাবার কাছে গিয়েছিলেন। আর ছেলেটির বাবা ও ছিলেন একজন বিচারপতি তাই সকলে মিলে আবেদন করেন যে, বিচারপতির ছেলেকে যে দরিদ্র ট্যাক্সি ড্রাইভার এক্সিডেন্ট করিছিলো তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করলেন এবং তারা তাকে ক্ষতিপূরণ হিসাবে কিছু অর্থ প্রদান করতে চেয়েছিলেন।

সবাইকে অবাক করে বিচারপতি পিতা আশ্চর্যজনকভাবে উত্তর দিলেন, 'আল্লাহর কসম, আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং আমি তার কাছে একটি পয়সাও চাই না। আগামীকাল আমি কারাগারে যাব এবং তাকে আমার নিজের হস্তক্ষেপে তকে বের করে আনব।'

তখন বাবা বললেন, 'শাইখ আয়ওয়াদ, আপনি আমার বাড়িতে এসেছেন এবং আমি আপনাকে হতাশ হয়ে যেতে দেব না!'
তাই ট্যাক্সি ড্রাইভারকে ক্ষমা করা হয়েছে।

বহু বছর পরে, এই বিচারপতি পিতা প্যারালাইজড এবং অসুস্থ হয়ে পড়েন, তাই তার পরিবার তাকে মক্কা শরীফে শেষবারের দর্শনের জন্য নিয়ে যায়। তারা তাকে স্ট্রেচারে বসিয়ে তাওয়াফ করালেন।

যখন তাঁকে তাওয়াফ করানো হচ্ছিল, তখন তিনি অশ্রুসিক্তভাবে বললেন, "হে আল্লাহ, শায়খ 'আয়ওয়াদ আমার কাছে একজন ব্যক্তির জন্য ক্ষমা চাইতে এসেছিল যে আমার ছেলেকে হত্যা করেছে এবং আমি বলেছিলাম, 'আমি আপনাকে আমার বাড়ি থেকে হতাশ হতে দেব না।' আজ, আমি প্যারালাইজড নিয়ে আপনার বাড়িতে এসেছি এবং অনুরোধ করছি যে আপনি আমাকে হতাশ হতে দেবেন না!'

যতক্ষণ পর্যন্ত উনার শরীর সুস্থ হয়নি ততক্ষণ তিনি তার দু'আ শেষ করেননি, এরপর দয়াবান মহান রাব্বুল আলামীন তাকে সুস্থতা দান করেন এবং তিনি এরপর সম্পূর্ণ সুস্থতার সাথে হেটে হেটে পুরো তাওয়াফ সম্পন্ন করেন। (সুবহানাল্লাহ)

সেদিন যারা যারা এই ঘটনার সাক্ষী হয়েছিল তারা সবাই তাকে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন।

এই ঘটনাটি থেকে আমাদের জন্য মূল শিক্ষা হচ্ছে যদি কেউ আপনার সাথে অন্যায় করে তাহলে তাদের ক্ষমা করুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তা'লা আপনাকেও এমন অলৌকিক ঘটনা দেখাবেন

শাইখ আয়ওয়াদ রাহিমাহুল্লাহ দামেস্কে মিম্বরের সিংহ হিসেবে পরিচিত ছিলেন। শায়খ জীবনের শেষ বছরগুলো মদীনায় অতিবাহিত করেছেন।

তথ্য সংগ্রহ: শায়খ মুহাম্মদ আসলাম হাফিজাহুল্লাহ।

14/05/2025

গাজ‌ওয়াতুল হিন্দ কি? কখন সংঘটিত হবে?|| Saiful Azam Babar Azhari|| Ghazwatul Hind

22/04/2025

শায়খ সাইফুল আজম বাবর আজহারীর বার্তা
আগামী ২৬শে এপ্রিল ২০২৫ইং, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য Mass Gathering for Palestine এর দাওয়াত।

Movement for a Free Palestine -Dhaka'র আহ্বানে আয়োজিত এই মহাসমাবেশে আপনিও অংশ নিন।

আসুন, গর্জে উঠি ফি*লি*স্তি*নের নির্যাতিত মানুষের পক্ষে।
উঠে দাঁড়াই গণহ*ত্যার বিরু*দ্ধে, মানবতার পক্ষে।





20/04/2025

আগামী ২৬শে এপ্রিল ২০২৫ইং, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য Mass Gathering for Palestine এর দাওয়াত দিচ্ছেন
আব্দুল কাদের কাওকাব কাদেরী,
পীর সাহেব, শাহপুর দরবার শরীফ, কুমিল্লা।

Movement for a Free Palestine -Dhaka'র আহ্বানে আয়োজিত এই মহাসমাবেশে আপনিও অংশ নিন।

আসুন, গর্জে উঠি ফি*লি*স্তি*নের নির্যাতিত মানুষের পক্ষে।
উঠে দাঁড়াই গণহ*ত্যার বিরু*দ্ধে, মানবতার পক্ষে।



19/04/2025

আগামী ২৬শে এপ্রিল ২০২৫ইং, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য Mass Gathering for Palestine এর দাওয়াত দিচ্ছেন
মুফতি গিয়াস উদ্দিন তাহেরী,
চেয়ারম্যান, দাওয়াতে ঈমানী বাংলাদেশ।

Movement for a Free Palestine -Dhaka'র আহ্বানে আয়োজিত এই মহাসমাবেশে আপনিও অংশ নিন।

আসুন, গর্জে উঠি ফি*লি*স্তি*নের নির্যাতিত মানুষের পক্ষে।
উঠে দাঁড়াই গণহ*ত্যার বিরু*দ্ধে, মানবতার পক্ষে।



19/04/2025

আগামী ২৬শে এপ্রিল ২০২৫ইং, ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য Mass Gathering for Palestine এর দাওয়াত দিচ্ছেন
আল্লামা খাজা আরিফুর রহমান নকশবন্দী,
পীর সাহেব, গাছতলা দরবার শরীফ,চাঁদপুর।

Movement for a Free Palestine -Dhaka'র আহ্বানে আয়োজিত এই মহাসমাবেশে আপনিও অংশ নিন।

আসুন, গর্জে উঠি ফি*লি*স্তি*নের নির্যাতিত মানুষের পক্ষে।
উঠে দাঁড়াই গণহ*ত্যার বিরু*দ্ধে, মানবতার পক্ষে।



হযরত ‘আব্দুল্লাহ বিন মাস‘উদ রা. যখন কুরআন করীম তেলাওয়াত করতেন, তিনি তেলাওয়াত শেষে এভাবে ডাক দিতেন—হে অবিবাহিত পুরুষেরা! ...
18/04/2025

হযরত ‘আব্দুল্লাহ বিন মাস‘উদ রা. যখন কুরআন করীম তেলাওয়াত করতেন, তিনি তেলাওয়াত শেষে এভাবে ডাক দিতেন—হে অবিবাহিত পুরুষেরা! তোমরা কোথায়? আমার কাছে আসো। আমার সাথে এ দো‘য়াটি পড়ো:

اَللّٰهُمَّ ارْزُقْنِيْ اِمْرَأَةً إِذَا نَظَرْتُ إِلَيْهَا سَرَّتْنِيْ، وَإِذَا أَمَرْتُهَا أَطَاعَتْنِيْ، وَإِذَا غِبْتُ عَنْهَا حَفِظَتْ غَيْبَتِيْ فِيْ نَفْسِهَا وَمَالِيْ

আল্লাহুম্মার্ যুক্বনী ইমরা’আতান্ ইযা নাযারতু ইলাইহা ছার্রাতনী, ওয় ইযা আমারতুহা আত্বা‘আতনী, ওয়া ইযা গিবতু ‘আনহা হাফিযাত গাইবাতী ফী নাফছিহা ওয়া মালী।

অর্থ:
“হে আল্লাহ!
আমাকে এমন স্ত্রী দান করুন, যাকে দেখলে আমার আনন্দ লাগবে। আদেশ দিলে, মান্য করবে। আমার অনুপস্থিতিতে নিজেকে এবং আমার সম্পদকে হেফাজত করবে।”

*
অবিবাহিত ভাইয়েরা এ দো‘য়াটি পড়তে পারেন। একজন সাহাবীর শিখানো দো‘য়া৷ মন মতো বউ পাবেন 🙂

নুযহাতুল মুহিব্বীন, ১৪৩পৃ.।

Address

Mecca

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Hasan Reza Qaderi/ মুহাম্মদ হাসান রেজা কাদেরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share