03/08/2025
ফ্যামিলি জেয়ারা ভিসা তুলতে যা যা লাগবে,যারা আসতে পারবে।
ফ্যামিলি জেয়ারা ভিসার এখন ৯ মাস রাখার সুযোগ পাচ্ছেন।
আবেদন করতে যা যা লাগবে।
১- ইকামার মেয়াদ ২ মাসের উপরে।
২- নাফাত।
৩- যারা আসবে তাদের পাসপোর্ট কপি।
ভিসা উঠতে সময় লাগবে ২ থেকে ৫ দিন।
দেশে যা যা লাগবে ও খরচ?
১- পুলিশ ক্লিয়ারেন্স।
২- NID অথবা জন্ম সনদ।
৩- কাবিন নামা,এজেন্সি নোটারী করে নিবে।
৪- চার কপি সাদাকালো ছবি।
৫- তাসিরা সেন্টারের এপয়েন্টমেন্ট ও ফিঙ্গার,ঢাকা অথবা চট্রগ্রামে দেওয়া যায়।
খরচ-
সৌদিতে ভিসা তোলার খরচ আলাদা,একেক সময় একেক রেট।
দেশে খরচ-
১- তাসিরা সেন্টার বয়সের উপর নির্ভর করে ১৬ হাজার টাকা ২৫ হাজার টাকা নিয়ে থাকে।
২- এজেন্সির প্রসেসিং খরচ নূনতম ২ থেকে ৬ হাজার,যাত্রীর সংখ্যার উপরে নির্ভর করে।
৩- বিমান টিকেট যাত্রীর চাহিদার উপর নির্ভর করে ৫০/৫৫ হাজার টাকা হতে পারে সম্ভাব্য।
🟡সৌদি এন্ট্রি করার পর ৩ মাস পর্যন্ত প্রথম পিরিয়ড,২ মাস ২১ দিনের দিন ম্যাসেজ আসবে মেয়াদ বাড়ানোর জন্য।
৩ মাসের জন্য আবশির থেকে মেয়াদ বাড়ানো যায়।
এইভাবে ২ বার আবশির থেকে মেয়াদ বাড়িয়ে মোট ৯ মাস পর্যন্ত থাকার সুযোগ আছে।
🔷কয়জন আসতে পারে,কারা আসতে পারবে?
সৌদিতে একটা ভিসায় আপনি সর্বোচ্চ ৯ জনের বেশি লোকের ভিসা আবেদন করতে পারবেন।
সৌদিতে ভিসা আবেদন হবে একটা,তবে দেশে যাওয়ার ভিসা হয়ে যাবে পাসপোর্ট বাই পাসপোর্ট।
এখানে এক খরচেই আপনি যতজনের জন্য ইচ্ছা আবেদন করতে পারবেন।
যারা যারা নিয়মের মধ্যে সৌদিতে জেয়ারা ভিসায় আসতে পারে।
নিয়মে বলে স্ত্রী ও স্বামীর রক্তের সম্পর্কের ব্যাক্তিরা এই ভিসার আসতে পারে।
যেমন:- স্বামীর পক্ষের বাবা,মামা,ভাই,বোন।
স্ত্রীর পক্ষের- স্ত্রীর,মা,বোন,ভাই।
অবশ্যই পরিবারের সাথে আসতে হবে,আলাদা করে আসলে তাসিরা সেন্টার ভিসা বাতিল করে দেয়।
রক্তের সম্পর্কে বাহিরের লোকের ভিসা বেশিরভাগ সময় তাসিরা সেন্টার বাতিল করে দেয়।
🔷বিশেষ তথ্য🟢
জেয়ারা ভিসায় আসার জন্য নামের সম্পুর্ন মিল থাকতে হবে।
যেমন স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম উল্লেখ থাকতে হবে,মা-বাবা আসলে তাদের নাম ছেলের পাসপোর্ট ঠিকঠাক থাকতে হবে,নামের মধ্যে সামান্য ভূল থাকলেও ভিসা দেশে বাতিল হয়ে যাবে।
🟡বিদ্র: জেয়ারা ভিসা এখন হাউজ ভিসার লোকেরাও তুলতে পারে।
যারা ৯ মাসের জেয়ারা ভিসা তুলতে চান?
চলে আসুন বিন মিশাল ট্রাভেলসের মক্কা,মদিনা,জেদ্দা,খামিস মোসাইত,রিয়াদ,দাম্মাম ও জুবাইল শাখায়।
0550893716 -
0595505124-
0544693085-
0567765603-
0571476173-