Sajib cricketer 2.0

Sajib cricketer 2.0 i am cricket pleyar and worker in saudi mecca al haram

এই জিনিস টা একটা নেশা,,কার কার যেমন আমার নেশা
17/12/2023

এই জিনিস টা একটা নেশা,,কার কার যেমন আমার নেশা

ক্রিকেট কে ভালবাসি 🏏🥰 কোন মেয়ে কে নয়
20/11/2023

ক্রিকেট কে ভালবাসি 🏏🥰 কোন মেয়ে কে নয়

2nd match scorecard  Gold star 🏏🇧🇩🇸🇦        #
18/11/2023

2nd match scorecard Gold star 🏏🇧🇩🇸🇦 #

14/11/2023

তানজিদ তামিম তার প্রথম বিশ্বকাপ শেষ করলো ১৬ গড় ও ৯৫ স্ট্রাইকরেটে।

তামিম ইকবাল তার প্রথম বিশ্বকাপ শেষ করেছিলেন ১৯ গড় ও ৬৫ স্ট্রাইকরেটে।

গড়ে পিছায়ে থাকলেও তানজিদের স্ট্রাইকরেটটা আমাকে আশা দেয়। মাত্র ১৪ ম্যাচের ক্যারিয়ারে তানজিদকে শুরু থেকেই ওয়ার্ল্ড ক্লাস সব বোলিং আক্রমণের এগেইন্সটে পিট করা হয়েছে, তাকে ওপেনিংয়ে ফার্স্ট স্ট্রাইক দেওয়া হয়েছে। বাট কোন একটা ইনিংসেও তার সাহস বা ইন্টেন্টের কোন সমস্যা দেখিনি। শামি বুমরাহ সিরাজ কামিন্স হেজলউড সাউদি বোল্ট রাবাদা... এমন কোন বোলার নাই যার এগেইন্সটে তানজিদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হইছে "আমি এরে মারতে পারবো না!"... এমনও না যে হুদা স্লগ করছে, প্রপার বেসিকের সাথে ও সবার এগেইন্সটে আই প্লিজিং সব শটস খেলছে। প্লাস মাথায় রাখতে হবে ওর রোলটাই ছিল চার্জ করার! সেটা ও প্রতি ম্যাচে করার চেষ্টা করেছে!

তানজিদের মেইন সমস্যাটা হচ্ছে টেকনিক্যাল এবং খুবই ছোট! ও অনেক বেশি ফ্রন্টফুটে কমিটেড থাকে তাই এক্সট্রা পেস হলে আর বাউন্স করলে সেটা নেগোশিয়েট করতে পারেনা! এটুকু বাদ দিলে ওর টেকনিকে আর কোন বড় সমস্যা আছে বলো মনে হয়না। এইরকম সমস্যা আমাদের সবারই শুরুতে থাকে, এরচেও বড়বড় সমস্যা থাকে। বাট এতো শটের রেঞ্জ থাকে না। এতো প্রপার বেসিকও থাকে না! তামিমের ক্যারিয়ারের শুরুতে লেগসাইডে শট ছিল না, সৌম্যর হাতে ইমেন্স শট পাওয়ার ছিল বাট এখনো কোন ফুট মুভমেন্ট নাই, অফস্পিনে কানা... তানজিদ অন্তত এইসব দিক দিয়া আগায়ে আছে!

আমি চাই তানজিদের উপর সেই ভরসাটা রাখা হোক যেটা তামিম আর সৌম্যর উপর রাখা হয়েছিল। তানজিদের যেটুকু সমস্যা তা আমাদের ঘরোয়া ক্রিকেট খেলে ইম্প্রুভ হবে না, এই জিনিসগুলা দূর হবে ন্যাশনাল টিমের কোচের কাছে, আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলতে খেলতে।

একবার ব্যাকফুটে খেলা শিখে গেলে তানজিদ তামিম এমন ওপেনার হবে, যেমনটা হয়তো বাংলাদেশ কোনদিন পায়নি! কথা গুলা আমার নাহ একটা ভাই এর তার কিছু জবাব দিব।

অনেক মানুষ দেখছি তামিম ইকবাল ১ম বিশ্ব কাপ নিয়ে তানজিদ তামিম এর তুলনা করছে শুধু স্টাইক্রেট দেখে আরে ভাই আপনাকে এইটা ত বুঝতে হবে আগে ক্রিকেট এ কত রান হত এখন কত হয়,,, আগে ক্রিকেটার কম ছিল,,, আগে ব্যাটিং এর ভাত ছিল নাহ,,, পিচ থাকত সব বোলিং আর ২০০+ রান করলে টিম জিতে যাইত। এখন সম্পুর্ন উলটা ভাই এখন ৪০০ রান,, ৩০০+ সব টিম ই করে আগের যোগে ত 2 টাকা দিয়ে জালমুরি দিত এখন কি দেয় এখন ক্রিকেট অনেক উন্নত। তামিম জুনিয়র ভাল খেলবে এক সময় কিন্ত তাকে এত আগে বিশ্ব কাপ ঠিক হয় নাই যেহেতু অভিজ্ঞতা বলে একটা কথা আছে।

Address

Mecca

Alerts

Be the first to know and let us send you an email when Sajib cricketer 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share