ᴍᴇʜᴇᴋ'

ᴍᴇʜᴇᴋ' Beauty is power, a smile is its sword �

এক বাসায় গিয়েছিলাম নিমন্ত্রনে,ভাল মন্দ খাবার রান্না হইছে।। বাড়ির বারান্দায় একজন মহিলাকে দেখলামভাতের প্লেট নিয়ে ছালার উপ...
01/12/2024

এক বাসায় গিয়েছিলাম নিমন্ত্রনে,
ভাল মন্দ খাবার রান্না হইছে।। বাড়ির বারান্দায় একজন মহিলাকে দেখলাম
ভাতের প্লেট নিয়ে ছালার উপর বসে আছে,,
সামনে প্লেটে ভাত কয়টা আমার এক মুঠিরও কম হবে হয়তো।।
আমার আবার অভ্যেস খারাপ, কোথাও গেলে বাড়ীর সবাইকে কমবেশি জিগ্যেস করি, তাই সেবারও জিজ্ঞেস করলাম।।
দাদি, ভালো আছেন?
হে ভালো আছি ,,,আপনারে ত চিনলাম না
চিনবেন না,, তয় এই কয়েকটা ভাত নিয়া বসে আছেন কেন..? খান'না কেন? -"বৃদ্ধা বলতে লাগলেন বউ নাকি পোলাও রান্না করেছে,,এজন্য বসে আছি দেখি দেয় কিনা। দিলে পোলাও কিছু খাব"।।
প্রথমে ভেবেছিলাম ভিক্ষুক হবে হয়তো, কিন্তু না যে বাড়িতে বেড়াতে গেছি সে বাড়িরই মুরব্বি।।
গলাদিয়ে খাবার নামবেনা জেনে অন্যদেরকে রেখে আমি আগেই চলে আসলাম৷৷

কিছু কথা আপুদের উদ্দেশ্যেঃ আপু তোমাকেও জন্ম দিয়েছে এক মা। তুমিও কারও মা হবে।। উজার করে না দিয়ো মুখটা বেজার করে দিয়ো,, তবুও দিয়ো নইলে মানুষগুলো যাবে কোথায় বলো।।

তোমারওতো গায়ের চামড়া ঢিলে হবে, তোমারওতো পেটে ভাজ পরবে, তুমিও একসময় অচল হয়ে যাবে একটু দেখো।। মুখে খাবার তুলে না দিতে পারো, প্লেটটা সামনে ঠেলে দিয়ো, এক মুঠোর বেশিতো আর লাগেনা......

ঢাকাবাসী রাত জেগে আপনাদের ওয়েলকাম করার প্রস্তুতি নিচ্ছে। মার্চ টু ঢাকা জিন্দাবাদ ❤️
04/08/2024

ঢাকাবাসী রাত জেগে আপনাদের ওয়েলকাম করার প্রস্তুতি নিচ্ছে।
মার্চ টু ঢাকা জিন্দাবাদ ❤️

04/08/2024

'কক্সবাজার ঈদগাহ'র ইতিহাস! সময়টা মনে রাখবেন।
'04/08/2024'

04/08/2024

বেশির ভাগ মানুষ চুপষে আছে মামলার ভয়ে!

04/08/2024

এরাই ছাত্র 💥

04/08/2024

নেতা দেশ ছাড়তাছে কিন্তু আমার সহ-সভাপতি বন্ধুর পাসপোর্ট ই নাই! :)

28/11/2023

বাবাকে ঠুকরে ঠুকরে খেয়ে আমরা বিলাসিতা করি :)

30/10/2023

মানুষ কেন জানি টক্সিকদেরই ভালোবাসে!😅

হুমায়ুন আহমেদের একটা কথা আছে "না চাইতে পেয়ে গেলে সেই ভালোবাসার ওপর মানুষের মোহ থাকেনা! যেটা পেতে কষ্ট হয় সেটাতেই আমাদের আকর্ষণ"-এই টাইপের! কথাটা একেবারেই সত্যি!😊❤️‍🩹

19/10/2023

পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক, যেখানে দুজন'ই দুইজনের কাছে গুরুত্ব পায়! ❤️

18/10/2023

জীবনে অনেক প্রহর কেটে যাবে কিন্তু
হতা'শার প্রহর কাটবে না...

Address

Medina

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴍᴇʜᴇᴋ' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category