26/07/2025
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল করে ভুইপোড় আন্তর্জাতিক ফ্যাসিজম ও গবেষণা ইন্সটিটিউট'র ব্যানার লাগানো হয়েছে,আওয়ামী লীগের দলীয় কার্যালয়,বাংলাদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দলের কার্যালয়,সেটা দখল করে যে ইন্সটিটিউটের নাম দেয়া হলো,জাতি কি এই সংগঠনের নাম আগে কখনো শুনেছে,জেনেছে,দেখেছে?
এভাবে কি কোন রাজনৈতিক দলের সম্পত্তি দখল করা যায়?
আগামি দিনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যদি ইউনুসের গ্রামিন ব্যাংকের যতো শাখা আছে,সব বন্ধ করে এমন শত শত ভুইপোড় সংগঠনের ব্যানার লাগানো হয়,তখন কি অন্যায় হবে?এটা যদি অন্যায় না হয়,আগামিতেও অন্যায় হবার কথা নই।
ধরুন বিএনপি এসে গ্রামীন ব্যাংক দখল করে তার সামনে আন্তর্জাতিক সুদ ও গবেষণা ইন্সটিটিউট ব্যানার স্থাপন করলো,ইউনুস যদি এর প্রতিবাদ করে আইন দেখায়,তাহলে আজকের উদাহরণ কি আনা যাবে না?
বাংলাদেশ কি গাজা?ইউনুস কি নেতানিয়াহু?
কর্মকাণ্ডে তো সেটাই মনে হচ্ছে,সারা দেশে দখলদার রাজনীতি প্রতিষ্টিত হয়েছে গত এক বছরে।
আওয়ামী লীগ কিংবা সাধারণ মানুষের বাড়িঘর,দোকানপাট,ব্যবসা-বাণিজ্য,জমি-জমা দখল চলতেছে গত এক বছর ধরে,এই দখলদার বাহিনী কি চিরকাল ক্ষমতায় রয়ে যাবে?পরিবর্তন তো হবে,তখন নতুন কেউ এসে যদি একই কাজ করে?
গত এক বছরে দেশে কি সংস্কার হলো?
ধর্ষণ,খুন,গুম যেকোন সময়ের চাইতে বেড়েছে,উপদেষ্টাদের এপিএসরা শতশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে,দমনপীড়নের কালচার প্রতিষ্টিত হয়েছে।
প্রতিবাদি মানুষের উপর হামলা,নির্যাতন চলছে,চলছে মব সন্ত্রাস।
দেশ যেনো আইয়ামে জাহিলিয়াতযে হার মানিয়েছে।
এভাবে কি একটা দেশ চলতে পারে?
প্রতিবাদ করতে হবে? নাহয় জন্মভূমি দখলদাররা লুটপাট জরে খেয়ে তারা ইউরোপ,আমেরিকায় উড়াল দিবে।