26/11/2025
সন্তানকে ABC, 123 শেখানোর আগে, এই ৭টি জিনিস শেখান💁♀️
আমরা অনেকেই ভাবি, বাচ্চা ছোট,চল তাকে ABC, 123, রং–আকৃতি শিখাই। পাশের বাচ্চা সব বলতে পারে, ও না পারলে হবে? এসব কম্পিটিশন সাইডে রাখুন, আগে তাকে সঠিক শিক্ষা দিন। আমার সন্তান কারো সাথে তুলানর মানুষ নয়, সে অমূল্য, তাকে গড়বেন আপনার সঠিক পথ নির্দেশনা দিয়ে।
নিউরোসায়েন্স অনুযায়ী, আগে কি শেখাতে হবে?
একটা বাচ্চা প্রথমে মানুষ হওয়া শেখে, তারপর বর্ণমালা।ABC পরে শিখবে।কিন্তু জীবনের ভিত্তি যেগুলো—সেগুলো আগে গড়ে দিতে হবে।
আবেগ চিনতে শেখান (Emotional awareness)✅
বাচ্চা রাগ করছে? দুঃখ পেয়েছে? ভয় পেয়েছে?
তাকে বলুন“এই যে তুমি রাগ করছো, এটা রাগ নামের একটি অনুভূতি।” "তুমও নতুন জামা পেয়ে খুশি?, এটা আনন্দ "। (এভাবে প্রতিটা অনুভূতি কে শেখান, অনুভূতিকে আরো সুন্দর করে কিভাবে শেখাবেন, বা আমি কিভাবে, শেখাই অন্য পোস্ট বা ভিডিওতে শেয়ার করবো।)যে শিশু নিজের আবেগ বুঝে,সে ভবিষ্যতে পড়াশোনা ও জীবনে বেশি সফল হয়। এবং একি সাথে সফল হয়, নিজের ব্যক্তি জীবনে।
নিরাপত্তা ও ভরসা দিন (Secure Attachment)✅
বাচ্চা যখন কাঁদে, ভয় পায়, পড়ে যায়—
তখন পাশে থেকে বলুন: “আমি আছি।”
শিশুর ব্রেইনে এটা এমন এক মেসেজ পাঠায়,
যা তার পুরো জীবনের আত্মবিশ্বাস গড়ে দেয়।
‘না’ বলা শেখান✅
শিশুকে শেখান—“কারো কিছু ভালো না লাগলে তুমি না বলতে পারো।” জেড় করে চুমু দেয়া, আদর করা,তাল টানা, তার ভালো না লাগলেও আন্টি কাঁদব, আঙ্কেল রাগ করবো এসব বলে জোড় করা, কাউকে Allow করবেন না, আর নিজেই শেখাবেন না করতে। আমি নিজেও চুমু দেবার সময় জিজ্ঞেস করি " মা, চুমু দেই, বলে দাও মা, আর ভালো না লাগলে, বলে না দিও না"।
এটা তাকে ভবিষ্যতে শোষণ, চাপ, ভুল বন্ধুত্ব—সবকিছু থেকে রক্ষা করবে। নাহয় ভাবে জোড় করা স্বাভাবিক।
শেয়ার করা ও অপেক্ষা করা শেখানে।✅
বাচ্চাকে অন্যদের সঙ্গে খেলতে দিন।পালাক্রমে খেলতে শেখান। ঘরে খাবার আনলে তার হাতে দিয়েই "সবাইকে দিতে বলুন" সানায়াকে ডার্ক চকলেট দেই, এখন আর বলতে হয়না, সে নিজে গিয়ে টুকরো করে তার মাম্মা কে, দিদুকে, আর পাপাকে দিয়ে আসলো। এটা একদিনেই হবেনা, আস্তে আস্তে হবে।" বাচ্চা খেলেই পেট ভরে যায়", এসব আবেগী ডায়লগ দেবেন না, খাবার, বাসার সবাই শেয়ার করে খাবেন। ভালো খাবার কেবল বাচ্চা একাই খাবে, এসব ভুল শিক্ষা দেবেন না।এটাই ভবিষ্যতের সোশ্যাল স্কিলের ভিত্তি।
প্রয়াসের মূল্য শেখানো (Growth Mindset)✅
ABC না জানলেও সমস্যা নেই,কিন্তু বাচ্চা যদি চেষ্টা করা শিখে যায়,তাহলে একদিন সব শেখার ক্ষমতা তৈরি হবে। চেষ্টা করা শেখান, তার মধ্যে চেষ্টা করার ক্ষমতাকে grow করুন।
তাকে বলুন:“তুমি চেষ্টা করেছো, এটাই তোমার বড় অর্জন সোনা।”
স্বনির্ভরতা শেখান✅
নিজে জামা পরা, খেলনা গুছানো, পানি খাওয়া,
এই ছোট ছোট কাজগুলো তাকে দায়িত্বশীল করে। আহারে ছোট বলে সব নিজে করে দিচ্ছেন, এটা ঠিকনা।মনে রেখুন—Self-reliance is more powerful than early literacy.
নিরাপদ সীমা শেখান (Healthy boundaries)✅
বাচ্চা সবকিছু পাবে না। চাইলেই দিয়ে দেব, এটা ঠিকনা, এক্ষেত্রে একটু কঠোর হবেন।সে জানবে—
কি করা যাবে, কি যাবে না—কিন্তু ভালোবাসার মধ্যে থেকেই।এটাই তাকে পরবর্তী জীবনে স্থির, সংযত মানুষ বানায়। নিয়ম রাখবেন কড়া, যে এটা ভাঙা যাবেনা, তাই বলে আঘাত করে শেখাতে হবেনা। আপনি মানলে সেও নিয়ম মানা, শিখে যাবে।
জীবনের এই ভীষণ জরুরি নীতিমালা শিখেগেলে,ABC, 123 ও বই–খাতা সে খুব সহজেই শিখে নেবে। এতো চিন্তিত হতে হবেনা। আর কোনো কিছু শেখানোকে চাপ বা বোরিং করবেন না। আনন্দ রাখবেন। খেলতে খেলতেই দেখবেন, অনেক কিছু শিখে যাবে।
ধন্যবাদ
Freelancer Sohag
The power of Positive Parenting