21/10/2025
আমরা বিয়ের জন্য সংসারি মেয়ে খুঁজে আনি, কিন্তু তাদেরকে সংসার দেইনা।
কতো শত সহস্র মেয়ে আছে, যাদেরকে সংসারি দেখে ঘরে আনার পরও বহু বছর কেটে গেছে, কিন্তু শাশুড়ির সংসারেই ঘানি টেনে যাচ্ছে। নিজে এখনো সংসার পায়নি।
এখন অনেকেই বলবে- শাশুড়ির সংসার কি সংসার না?
না, সংসার না।
সংসার বলতে যদি শুধু বুঝে থাকে একটা বেডরুম, শুধু তুমি আমি, দিনে দু বেলা খাবার কোনমতে জুটে যাওয়া, তাহলে সংসার না খুঁজে ভাল কোন হোটেল ভাড়া নিয়ে উঠে গেলেই হয়। সংসার জানা বউ ঘরে আনার দরকার কী?
সংসার বলতে বোঝায় নিজের একটা রান্নাঘর। যেখানে একটা মেয়ে যা খুশি তাই রাধতে পারবে।
-"চায়ে চিনি বেশি দিলা কেন?
- তরকারিতে তেল বেশি হলো কেন?
- দুইবেলা নাস্তা বানাতে হবে কেন?
- এতো বারবার রান্না করতে হবে কেন?"
এগুলো কেউ জিজ্ঞেস করতে আসবেনা। আবার মন না চাইলে হাড়ি উল্টে তিনদিন শুয়ে থাকবো, কিচ্ছু রান্না করবোনা তাও কেউ কিছু বলবেনা।
সংসার বলতে নিজের ছোট্ট একটা ফ্রিজ, যেখানে খাবারের পাশাপাশি নিজের শখের একটা আইসক্রিম থাকবে, দুইটা চকোলেট থাকবে। আবার মুখে দেয়ার জন্য দু'টুকরো শসা থাকবে। কেউ এসব নিয়ে খোচাতে আসবেনা।
সংসার বলতে নিজের একটা টিভি যেখানে ভাত খেতে খেতে গোপালভাড় দেখবে, কেউ নিষেধ করবেনা।
সংসার মানে নিজের মতো করে চলতে পারে নিজের ঘরে। কেউ বলবে না বাবার বাড়িতে কি কি শিখে আসা হয়েছে।
সংসার করার জন্য যখন সংসারি মেয়ে খুঁজে আনবেন তখন এই সব দায়িত্ব তার উপরের ছেড়ে দিন। বরং যদি কাউকে আঙুলের ছড়ি ঘুরিয়ে রাখতে চান তবে বরং অসংসারী মেয়ে খুঁজে আনুন।
যে রাঁধতে জানেনা সে আপনার রান্নাঘরে রান্না করতেও ঢুকবেনা। অকাল কুষ্মাণ্ড খুঁজে বের করুন যেন আপনার কোন কাজে সে নাক না গলায়।
দিনরাত তাকে তিনবেলা খাইয়ে পরিয়ে মানুষ করবেন, আর সেই কমন ডায়লগ যেটা সবাইকে দেন- "বাপের বাড়ি থেকে কিচ্ছুটি শিখে আসোনি" সেটা দিতে থাকবেন। দেখবেন সে কোন প্রতিবাদ করতে আসবেনা।
কিন্তু সংসার জানা সংসারী মেয়েকে ঘরে এনে তাকে সংসার বিহীন জীবন কাটাতে বাধ্য করবেন না।
সংসার বড় মারাত্মক জিনিস। সংসার করার আকাঙ্ক্ষা বড় মারাত্মক। কোন সংসারী মেয়েকে তার সংসার থেকে এতোটাও বঞ্চিত কইরেন না যেন আপনার মৃত্যুতে সে স্বস্তি পায়।
©️