Tanjim Totini fans Group

Tanjim Totini fans Group ❤️


Love isn’t just a feeling, it’s a choice to stay—every day.
(4)

21/10/2025

আমরা বিয়ের জন্য সংসারি মেয়ে খুঁজে আনি, কিন্তু তাদেরকে সংসার দেইনা।

কতো শত সহস্র মেয়ে আছে, যাদেরকে সংসারি দেখে ঘরে আনার পরও বহু বছর কেটে গেছে, কিন্তু শাশুড়ির সংসারেই ঘানি টেনে যাচ্ছে। নিজে এখনো সংসার পায়নি।

এখন অনেকেই বলবে- শাশুড়ির সংসার কি সংসার না?

না, সংসার না।

সংসার বলতে যদি শুধু বুঝে থাকে একটা বেডরুম, শুধু তুমি আমি, দিনে দু বেলা খাবার কোনমতে জুটে যাওয়া, তাহলে সংসার না খুঁজে ভাল কোন হোটেল ভাড়া নিয়ে উঠে গেলেই হয়। সংসার জানা বউ ঘরে আনার দরকার কী?

সংসার বলতে বোঝায় নিজের একটা রান্নাঘর। যেখানে একটা মেয়ে যা খুশি তাই রাধতে পারবে।

-"চায়ে চিনি বেশি দিলা কেন?
- তরকারিতে তেল বেশি হলো কেন?
- দুইবেলা নাস্তা বানাতে হবে কেন?
- এতো বারবার রান্না করতে হবে কেন?"

এগুলো কেউ জিজ্ঞেস করতে আসবেনা। আবার মন না চাইলে হাড়ি উল্টে তিনদিন শুয়ে থাকবো, কিচ্ছু রান্না করবোনা তাও কেউ কিছু বলবেনা।

সংসার বলতে নিজের ছোট্ট একটা ফ্রিজ, যেখানে খাবারের পাশাপাশি নিজের শখের একটা আইসক্রিম থাকবে, দুইটা চকোলেট থাকবে। আবার মুখে দেয়ার জন্য দু'টুকরো শসা থাকবে। কেউ এসব নিয়ে খোচাতে আসবেনা।

সংসার বলতে নিজের একটা টিভি যেখানে ভাত খেতে খেতে গোপালভাড় দেখবে, কেউ নিষেধ করবেনা।

সংসার মানে নিজের মতো করে চলতে পারে নিজের ঘরে। কেউ বলবে না বাবার বাড়িতে কি কি শিখে আসা হয়েছে।

সংসার করার জন্য যখন সংসারি মেয়ে খুঁজে আনবেন তখন এই সব দায়িত্ব তার উপরের ছেড়ে দিন। বরং যদি কাউকে আঙুলের ছড়ি ঘুরিয়ে রাখতে চান তবে বরং অসংসারী মেয়ে খুঁজে আনুন।

যে রাঁধতে জানেনা সে আপনার রান্নাঘরে রান্না করতেও ঢুকবেনা। অকাল কুষ্মাণ্ড খুঁজে বের করুন যেন আপনার কোন কাজে সে নাক না গলায়।

দিনরাত তাকে তিনবেলা খাইয়ে পরিয়ে মানুষ করবেন, আর সেই কমন ডায়লগ যেটা সবাইকে দেন- "বাপের বাড়ি থেকে কিচ্ছুটি শিখে আসোনি" সেটা দিতে থাকবেন। দেখবেন সে কোন প্রতিবাদ করতে আসবেনা।

কিন্তু সংসার জানা সংসারী মেয়েকে ঘরে এনে তাকে সংসার বিহীন জীবন কাটাতে বাধ্য করবেন না।

সংসার বড় মারাত্মক জিনিস। সংসার করার আকাঙ্ক্ষা বড় মারাত্মক। কোন সংসারী মেয়েকে তার সংসার থেকে এতোটাও বঞ্চিত কইরেন না যেন আপনার মৃত্যুতে সে স্বস্তি পায়।
©️

নিরহংকার মানুষ গুলো একটু বেশি সুন্দর  হয় , তাদের ভেতরের শান্তি ও নম্রতা যেন বাহিরেও ঝরে পড়ে। 🖤Arabic dress-এ তার উপস্থিত...
15/10/2025

নিরহংকার মানুষ গুলো একটু বেশি সুন্দর হয় , তাদের ভেতরের শান্তি ও নম্রতা যেন বাহিরেও ঝরে পড়ে। 🖤

Arabic dress-এ তার উপস্থিতি যেন আরও বেশি মর্যাদা, পবিত্রতা ও সৌন্দর্যের ছোঁয়া পেয়েছে। সাদা থোব, মাথায় লাল-সাদা শেমাঘ এবং কালো আগালের সেই লুক—মাশাআল্লাহ, সত্যিই অসাধারণ। 🤍

আল্লাহ, তোমার অসীম করুণা ও দয়া সবসময় যেন তাঁর সঙ্গে থাকে।
তাঁর প্রতিটি দোয়া যেন তুমি কবুল করো, তাঁর হৃদয় যেন সর্বদা শান্তি ও আলোর মধ্যে ভরে থাকে। 🤍

তাঁর জীবন যেন সদা আলোকিত হয়, প্রতিটি পদক্ষেপে রহমত ও বরকত বর্ষিত হয়। 🤲

Musfiq R. Farhan
Maa Sha Allah Musfiq R. Farhan ❤️

ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসারকে কোটি টাকার মোবাইল দেখাচ্ছেন কেয়া পায়েল 😁... "এটা আমাদেরই গল্প "
15/10/2025

ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসারকে কোটি টাকার মোবাইল দেখাচ্ছেন কেয়া পায়েল 😁...

"এটা আমাদেরই গল্প "

With you, I feel life sweetens in its entirety.♡
11/10/2025

With you, I feel life sweetens in its entirety.♡

আবার স্বর্ণে ফিরে আসি। আজ দুই লাখ ছাড়িয়ে গেছে। শুনলাম স্বর্ণের দোকানে প্রচন্ড ভিড়। দাম বাড়তেই থাকবে বলে হুড়োহুড়ি কিনছে স...
10/10/2025

আবার স্বর্ণে ফিরে আসি। আজ দুই লাখ ছাড়িয়ে গেছে। শুনলাম স্বর্ণের দোকানে প্রচন্ড ভিড়। দাম বাড়তেই থাকবে বলে হুড়োহুড়ি কিনছে সবাই। জানেন তো স্বর্ণের উপর পাইপাই করে যাকাত দিতে হয়। কিনলেন, কিনে দিলেন, প্রতি বছর যাকাত দেবে তো!! যাকাত দেয়ার ক্ষমতা আছে তো!! স্বর্ণের কিন্তু আয় নেই, যাকাত আপনাকে দিতেই হবে। মূল্য ধরে লাখে আড়াই হাজার।

স্বর্ণের যাকাত নিয়ে এক সত্য ঘটনা বলে শেষ করছি। মেয়ের বিয়েতে তার বাপ মা স্বর্ণ উপহার দিয়েছে প্রায় একশত ভরি। এটা অনেক আগের কথা। পরের পছর যাকাত দিতে হবে। মেয়ে তার সব স্বর্ণ মায়ের কাছে গচ্ছিত রেখে আসলো।

মেয়ে এক পয়সাও যাকাত দেয়নি। মেয়েকে কারণ জিজ্ঞাসা করা হলে সে বলল, সোনা তো সব মায়ের কাছে। আমার কাছে এক রতি সোনাও নেই। তাই যাকাত দেইনি।

মেয়ের মাকে জিজ্ঞেস করা হলে মায়ের উত্তর, আমি কেন যাকাত দেব!! স্বর্ণ তো সব মেয়ের। আমার তো নয়।

চমৎকার! কাউকেই আর যাকাত দিতে হল না!! কী বুদ্ধি!

আম্মারা আব্বারা স্বর্ণের যাকাত প্রতি বছর গুনেগুনে প্রদান করেন তো!!

বিয়ে হোক স্বর্ণ ছাড়া। কল্যাণ বয়ে আসুক সংসার জীবনে। এই কারণে অনেকের বিয়ে হচ্ছে না। সিস্টেম চেঞ্জ করুন প্লিজ! মানুষ পারে না এমন কিছু নেই।

** যাকাত দিতে না পারলে নিজের ছেলে বা মেয়েকে আযাবের মধ্যে ফেলবেন না। যাকাতের কোন মাফ নেই।

08/10/2025

এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকা! ১টা ওমরাহ খরচ দেড় লাখ!
স্ত্রীকে স্বর্ণ না দিয়ে ওমরাহ উপহার দিন।

‘সোলজার’ সিনেমায় মেগাস্টার শাকিব খানের ফার্স্ট লুক! 🔥
08/10/2025

‘সোলজার’ সিনেমায় মেগাস্টার শাকিব খানের ফার্স্ট লুক! 🔥

💗
08/10/2025

💗

Address

Ahba Najran
Najran
24192

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjim Totini fans Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share