All Media 0.9

All Media 0.9 Stay active by liking the page for all kinds of news including daily news, travel, entertainment and

পুরাতন কাপড় গরীবকে দেয়া যাবে নাকি ফেলে দিবে?১০৩২৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিত্যাক্ত কাপড় কি করা উচিত?উত্ত...
17/05/2025

পুরাতন কাপড় গরীবকে দেয়া যাবে নাকি ফেলে দিবে?

১০৩২৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিত্যাক্ত কাপড় কি করা উচিত?

উত্তরঃ
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاتهبسم الله الرحمن الرحيم
নিজের পুরাতন কাপড় কোনো গরিবকে দেওয়া সওয়াবের কাজ।
তবে এ কথাও স্বীকৃত যে, সাদকার বিভিন্ন স্তর রয়েছে, আর উত্তম সাদকাগুলোর মধ্যে অন্যতম হলো নিজের প্রিয় বস্তু আল্লাহর রাহে দান করা। তাই আমাদের উচিত, পুরাতন কাপড়ের পাশাপাশি নিজের প্রিয় জিনিসপত্রও সাদকা করা যেমনটি আল্লাহ তাআলা কুরআন মজীদেও নির্দেশ দিয়েছেন।
لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ ۬ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ
তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে (আল্লাহর জন্য) ব্যয় করবে। তোমরা যা-কিছুই ব্যয় কর, আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবগত। সূরা আলে ইমরান, আয়াত নং ৯২।

তাফসীরঃ
পূর্বে সূরা বাকারার (২ : ২৬৭) নং আয়াতে
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا کَسَبۡتُمۡ وَمِمَّاۤ اَخۡرَجۡنَا لَکُمۡ مِّنَ الۡاَرۡضِ ۪ وَلَا تَیَمَّمُوا الۡخَبِیۡثَ مِنۡہُ تُنۡفِقُوۡنَ وَلَسۡتُمۡ بِاٰخِذِیۡہِ اِلَّاۤ اَنۡ تُغۡمِضُوۡا فِیۡہِ ؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَنِیٌّ حَمِیۡدٌ
নির্দেশ দেওয়া হয়েছিল যে, দান-সদকায় কেবল খারাপ ও রদ্দী কিসিমের মাল দিও না। বরং আল্লাহর পথে উৎকৃষ্ট মাল ব্যয় করো। এবার এ আয়াতে আরও আগে বেড়ে বলা হচ্ছে যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে উৎকৃষ্ট মাল ব্যয় করবে তাই নয়; বরং যে সব বস্তু তোমাদের বেশি প্রিয়, তা থেকেই আল্লাহর পথে ব্যয় করো, যাতে যথার্থভাবে তাঁর জন্য ত্যাগ ও কুরবানীর জযবা প্রকাশ পায়। এ আয়াত নাযিল হলে সাহাবীগণ তাদের সর্বাপেক্ষা প্রিয় বস্তু সদকা করতে শুরু করলেন। এ সম্পর্কিত বহু ঘটনা হাদীস ও তাফসীর গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। দেখুন মাআরিফুল কুরআন, ২য় খণ্ড, ১০৭-১০৮ পৃষ্ঠা।
তাফসীরে তাওযীহুল কুরআন, সূরা আলে ইমরান, ৯২।

হাদীসে ইরশাদ হয়েছে,
عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ لَبِسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عنه ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي . ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ لَبِسَ ثَوْبًا جَدِيدًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي ثُمَّ عَمَدَ إِلَى الثَّوْبِ الَّذِي أَخْلَقَ فَتَصَدَّقَ بِهِ كَانَ فِي كَنَفِ اللَّهِ وَفِي حِفْظِ اللَّهِ وَفِي سَتْرِ اللَّهِ حَيًّا وَمَيِّتًا " .
আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার উমর (রাযিঃ) একটি নতুন কাপড় পরিধান করলেন। এরপর বললেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে পরিধান করিয়েছেন যাদ্বারা আমি আমার লজ্জাস্থান আচ্ছাদিত করি এবং আমার জীবন করি শোভিত।
এর পর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, কেউ যদি নতুন কাপড় পরিধান করে এই দুআ পাঠ করেঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي পরবর্তীকালে কাপড়টি পুরাতন হওয়ার পর সে যদি সেটি সাদ্‌কা করে দেয়, তবে সে জীবনে ও মরণে (সর্বাবস্থায়) আল্লাহর আশ্রয় এবং তাঁরই হেফাযতে ও আচ্ছাদনে অবস্থান করবে।
জামে' তিরমিযী, আন্তর্জাতিক নং: ৩৫৬০

عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا مُسْلِمٍ كَسَا مُسْلِمًا ثَوْبًا عَلَى عُرْىٍ كَسَاهُ اللَّهُ مِنْ خُضْرِ الْجَنَّةِ وَأَيُّمَا مُسْلِمٍ أَطْعَمَ مُسْلِمًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ مِنْ ثِمَارِ الْجَنَّةِ وَأَيُّمَا مُسْلِمٍ سَقَى مُسْلِمًا عَلَى ظَمَإٍ سَقَاهُ اللَّهُ مِنَ الرَّحِيقِ الْمَخْتُومِ " .
আবু সা’ঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেনঃ যে মুসলমান কোন বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ রেশমী কাপড় পরিধান করাবেন। আর যে মুসলমান কোন ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। আর যে মুসলমান কোন তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করাবে মহামহিম আল্লাহ তাকে জান্নাতের পবিত্র প্রতীকধারী মদ পান করাবেন।
সুনানে আবু দাউদ, আন্তর্জাতিক নং: ১৬৮২

فتح الباری :
"وفي رواية عيسى فاتقوا النار ولو بشق تمرة أي اجعلوا بينكم وبينها وقاية من الصدقة وعمل البر ولو بشيء يسير".
(باب ما جاء في الرقاق، باب من نوقش الحساب عذب، 11/ 405، ط:دار المعرفة)
والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ- মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
জিম্মাদার, 'মুসলিম বাংলা' ইফতা বিভাগ

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاتهبسم الله الرحمن الرحيمনিজের পুরাতন কাপড় কোনো গরিবকে দেওয়া সওয়াবের কাজ। তবে .....

17/05/2025

আজকের হাদিস
হাদীস নং- ২৬১ শামদেশের এক ব্যক্তি থেকে বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে এসে আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমি কি অমুক মহিলাকে বিবাহ করতে পারি? তিনি তাকে এ ব্যাপারে নিষেধ করেন। এরপর দ্বিতীয়বার লোকটি আসলে তিনি পূর্বের ন্যায়। তাকে নিষেধ করেন। অতঃপর তৃতীয়বার লোকটি এসে রাসূলুল্লাহকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি এবারও তাকে নিষেধ করেন। এরপর তিনি বললেন: কালো সন্তান জন্মদানকারী মহিলা আমার নিকট সুন্দরী বন্ধ্যা মহিলার থেকে উত্তম ও পসন্দনীয়।

17/05/2025

হাত দেখালে কি ভাগ্য পরিবর্তন হয় 😂😂😂 #প্রবাসী #বিনোদন

14/05/2025

আদালত মামুন - লায়লা । অভিনয় করলেন প্রবাসীরা
#প্রবাসী

10/05/2025

মানুষের অহংকার নিয়ে কি বললেন মিজানুর রহমান আজহার #প্রবাসী

08/05/2025
22/12/2024

সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কি বললেন হুজুর #কোটাসংস্কার #প্রবাসী #সাংবাদিক #ইলিয়াস #শুধুফাইজলামি

07/12/2024

ড. ইউনুছ কে নিয়ে আন্দালিব রহমান পার্থ কি বললেন #কোটাসংস্কার #প্রবাসী #বিনোদন #শুধুফাইজলামি

07/12/2024

হুজুর কেন রেগে গেল দেখুন #কোটাসংস্কার #প্রবাসী #বিনোদন #শুধুফাইজলামি

Address

Dammem Road
Riyadh
13252

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Media 0.9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All Media 0.9:

Share