Asik Khan Nitu

Asik Khan Nitu Asik Khan Nitu page

ধন্যবাদ ও কৃতজ্ঞতা গুনীজন কবি ও সম্পাদক বৃন্দজাতির আলো সাপ্তাহিক সাহিত্য পত্রিকায় আজ-  ১ ডিসেম্বর ২০২৫আমার লেখাটি প্রকাশ...
03/12/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা গুনীজন কবি ও সম্পাদক বৃন্দ
জাতির আলো সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়
আজ- ১ ডিসেম্বর ২০২৫
আমার লেখাটি প্রকাশিত করেছে,

💞💞 প্লেটোনিক লাভ 💞💞

অন্তরিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গুনীজন কবি ও সাহিত্যিক এবং আমার একুশ পত্রিকা সম্পাদক বৃন্দ কে,আজ রবিবার ৩০ নভেম্বর ২০২৫...
03/12/2025

অন্তরিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গুনীজন কবি ও সাহিত্যিক এবং আমার একুশ পত্রিকা সম্পাদক বৃন্দ কে,আজ রবিবার ৩০ নভেম্বর ২০২৫ আমার লেখা কবিতা প্রকাশিত করেছেন।

ভালোবাসার হাতিয়ার
---------------
✍️আশিক খান নিতু

কাদের ভয়ে মুখ লুকিয়ে আড়ালে ভালোবাসো?
ঘৃনার থেকে ভালোবাসা যে অনেক বেশি সংক্রামক।

হিংসা ঘৃনার বিরুদ্ধে আজ
ভালোবাসার অস্ত্রে সান দাও,
উন্মুক্ততার রাস্তা অবরোধে
কোরাসে প্রেমের গান গাও।

কেউ আবার প্রকাশ্যে ছড়িয়েছে ঘৃনা,
ভেদাভেদে ঢেঁকে দুর্দশা!
জোটবাধাঁর এইতো সময়
চাষ করি সর্বত্রে ভালোবাসা।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা গনীজন কবি সাহিত্যিক  দৈনিক জনভুমি পত্রিকা, সাহিত্যঙ্গানে আমার লেখাটি প্রকাশিত করার জন্য,আজ শনিবার ২৯ ...
03/12/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা গনীজন কবি সাহিত্যিক দৈনিক জনভুমি পত্রিকা, সাহিত্যঙ্গানে আমার লেখাটি প্রকাশিত করার জন্য,আজ শনিবার ২৯ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে পাক হানাদার বাহিনী মুক্তি দিবস পালিত
03/12/2025

ঠাকুরগাঁওয়ে পাক হানাদার বাহিনী মুক্তি দিবস পালিত

বাংলাদেশর এই সময়ের ধর্ম,রাজনীতি,কটুক্তি,বাউল সঙ্গীত, লেখক,সাংবাদিক এবং নিপীড়িত মানুষ গুলো নিয়ে লেখা কবিতা : আমার নতুন বা...
27/11/2025

বাংলাদেশর এই সময়ের ধর্ম,রাজনীতি,কটুক্তি,বাউল সঙ্গীত, লেখক,সাংবাদিক এবং নিপীড়িত মানুষ গুলো নিয়ে লেখা কবিতা : আমার নতুন বাংলাদেশ।
প্রকাশিত করেছে-- আজকালের আলো
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
সম্পাদক, প্রকাশনা সম্পাদক, স্যাহিত্যিক সম্পাদক
মহাদয়কে..

আমার নতুন বাংলাদেশ
আশিক খান নিতু

আমরা দেখবো, আমরা দেখবো
নিশ্চিত জানি, আমরাও একদিন দেখবো সেই বাংলাদেশ।
সেই দিন, যার প্রতিজ্ঞা করা হয়েছে,
ভাগ্য লিপিতে যা লিখা হয়েছে,
ভাগ্য লিপির বাইরে যেই স্বপ্ন বুনে ছিলাম, এই ভেবে এক নতুন বাংলাদেশ,
আমরা দেখবো সেই বাংলাদেশ।
যেইদিন বাংলাদেশের নির্যাতন -
নিপীড়ন ও নির্মমতার পাহাড় ধংস হবে,
স্রষ্টার সৃষ্টি স্বাধীনতা লাভ করবে,
আমরা দেখবো সেই নতুন বাংলাদেশ।
আমরা দেখবো, আমাদের মতো নীপিড়ীতদের পদভারে
শাসিতদের ও ধৎত্রীর হৃদয় ধরফর করে উঠবে সেই বাংলাদেশ।
আমার দেখবো, ধর্ম-বর্ণ নির্বিশেষে
উজ্জীবিত হবে সকল ধর্মের উল্লাস,
যাহা কুরআন, গীতা, বাইবেল
যাহার যাহার একনিষ্ঠ সাধনার, সেই বাংলাদেশ।
আমরা দেখবো বাউলের একতারা,
কবিতায় গর্জে উঠা কণ্ঠস্বর, লেখকের স্বাধীনতা,
সাংবাদিকতার উন্মুক্ত স্বাধীন কলম,সেই বাংলাদেশ!
আমরা দেখবো প্রজাদের প্রভাব বিস্তারে,
দুষ্ট শাসকের শিরের উপর আকাশপানে
কড়কড়ে বিজলী চমকাবে, সেই বাংলাদেশ।
আমরা দেখবো যখন ঈশ্বরের ঘর থেকে সকল মিথ্যার মূর্তি সরিয়ে ফেলা হবে,
মসজিদ, মন্দির ও গির্জার সনদে বসানো হবে এই আমাদের।
আমরা দেখবো এত দিন পবিত্র স্থান থেকে যারা নির্বাসিত ছিলাম, সেই এক নতুন বাংলাদেশ।
আমরা দেখবো দুষ্ট শাসকদের সকল মুকুট ছুড়ে ফেলা হবে,
সকল সিংহাসন ভেঙ্গে চুরমার করে দেয়া হবে,
সেই বাংলাদেশ।
শুধু টিকে থাকবে ঈশ্বরের নাম,
যিনি অদৃশ্য,আবার দৃশ্যমানও বটে,
যাহা মন্যুষ্যের কর্মের মাধ্যমে।
যিনিই এক দৃশ্য, আবার সেই দৃশ্যের দর্শক বটে ।
আওয়াজ উঠবে ‘আমিই তো পরম সত্য’-
যা আমিও বটে, তুমিও বটে।
আর রাজত্ব করবে তাহারা, যারা ঈশ্বরের সৃষ্টি,কর্মদ্বারা,
যা আমিও বটে, তুমিও বটে।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
26/11/2025

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

25/11/2025
ঠাকুরগাঁওয়ে অগ্নি কান্ড ঘর পুরে মা'নবেতর জীবন যাপন করছেন পরিবার গুলো
15/11/2025

ঠাকুরগাঁওয়ে অগ্নি কান্ড ঘর পুরে মা'নবেতর জীবন যাপন করছেন পরিবার গুলো

15/11/2024

#হাসান

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Asik Khan Nitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asik Khan Nitu:

Share