Md Rasel khan

Md Rasel khan Hello Everyone this is official page follow me

12/06/2024

দুইটি মানুষের অপেক্ষার সমাপ্তি মিলে এই সময়ের অনুভুতি কাউকে বোঝানোর মতো নয়🥀❤️

Send a message to learn more

31/05/2024

বাহরাইন,দুবাই,এবং ওমান এর পর মালেশিয়াতে ও আজ থেকে বাংলাদেশীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ভিসা,
বাকি থাকলো শুধু সৌদি আরব

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান।* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন।* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলে...
09/05/2024

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান।
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন।
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন।
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন।
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন।
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন।
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি।
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন।
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প।
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...
* ৬৫ বছর বয়সে তিনি আত্ম/ হ/ ত্যা করতে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।
* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন!

22/03/2024

বিশ্বনবী বলে জুমার দিন বরকতময় দিন এই দিনে আমার উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়বা।🤲🌸

16/03/2024
07/03/2024

•ক্যারিয়ারের জন্য হাজারো ছেলে-
•সবার মাঁয়া ত্যা'গ করে প্রবাসে চলে যায়.!🙂💔🥀

06/03/2024

ঠিক হলো ফেসবুক কত হলো লস

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি , ঢাকাবাসীর জন্য হৃদয়বিদারক একটি কালো রাত..!ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বেইলি রোডে ...
01/03/2024

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি , ঢাকাবাসীর জন্য হৃদয়বিদারক একটি কালো রাত..!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বেইলি রোডে আগুন লাগার কিছু মুহূর্ত আগেও কেউ জানতো না কি হবে কিছুক্ষণ পর। রাজধানীর ব্যাস্ততম জায়গা। কেউ হয়তো খাচ্ছিলো পছন্দের খাবার, কেউ হয়তো কিনতেছিল শখের জামা, কেউ হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো, কেউ হয়তো বাসায় ফোন করে বাচ্চাকে বলেছে, বাবা আসতেছি বাসায় তুমি চিন্তা করো না মা। মুহূর্তে তছনছ হয়ে গেলো সব।

আমরা আজ সারাদিন হিসাব কষলাম চার বছর পর আমরা কে কোথায় থাকবো? কী করবো ইত্যাদি৷ অথচ একবারও কী আমরা ভেবেছি যে জীবনের চার সেকেন্ডের ভরসা নাই, সেই জীবন নিয়ে চার বছরের ভবিষ্যত কল্পনা করা নিচক হাস্যকর।

বেইলি রোডে আগুন লাগলো, দাউদাউ করে জ্বললো প্রায় দুই ঘন্টা। জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে কতো মানুষের জীবন বদলায়ে গেলো, জীবন শেষ হয়ে গেলো। এই পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পেলাম। জানিনা সংখ্যাটা আরো বাড়বে কিনা।

সকাল বিকাল আমাদের দিকে ধেঁয়ে আসে যমদূত। আচমকা আমাদের মাথায় বর্ডার ভেঙে পড়ে, ট্রাক উঠে যায় বুকের উপর, আগুন লেগে পুড়ে যায় স্বপ্ন, পুড়ে যাই আমরাও মুহূর্তেই। জীবনের কোনো নিশ্চয়ইতা নাই।

হাসি মুখে বাড়ি থেকে বের হয়ে কে কখন কোথায় লাশ হয়ে বাড়ি ফিরবো কেউ জানিনা আমরা; কেউ না...

27/02/2024

ত্রিশাল উপজেলা নিয়ে গান ভালো লাগলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Md Rasel khan publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager