14/08/2025
১৫ আগস্ট – জাতির পিতার স্বপ্ন ও সাহসের স্মরণে
এই দিনে আমরা কেবল শোক করি না,
আমরা প্রতিজ্ঞা করি –
বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচাবো,
স্বপ্নকে রূপ দিবো,
একা না, কোটি হৃদয়ের সঙ্গে মিলিয়ে।
শ্রদ্ধা জানাই জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের প্রতি।