08/04/2025
এপ্রিলের ৭, ৮ আর ৯ তারিখ বাংলাদেশের অর্থনীতির জন্য কতোটা গুরুত্বপূর্ণ, সেইটা যারা এই বিষয়ে কিছুটা হলেও বুঝে অনুধাবন করতে পারবে,
এই কয়েকদিনে বাংলাদেশে পৃথিবীর অনেক বড় কোম্পানির গুরুত্বপূর্ণ লোকজন আসবেন দেখিতে যে বাংলাদেশ বিনিয়োগের জন্য কতোটা মানসম্মত। হয়তো অনেক কোম্পানি তাদের ফ্যাক্টরি খুলবেন আমাদের দেশে যদি সব কিছু ঠিক থাকে, এতে করে দেশে অনেক পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হবে। যা আমাদের দেশের বেকারত্ব ঘোচাতে কাজে লাগবে বলে আমি মনে করি।
বর্তমান সরকারের প্রত্যেকটা উদ্যোগ দেখলে মনে অনেকটা শান্তি লাগে যে দেশের হয়তো এইবার কিছুটা উন্নতি হবে।
অনুগ্রহপূর্বক কেউ এমন কোনো কর্মকাণ্ড ঘটাবেন না, যাতে করে বাংলাদেশের উপর বিনিয়োগকারীদের কোনো বিরূপ ধারণা আসে।🙂