Nur N Nahid

Nur N Nahid This page is all about photography and video creation. I post here photography and crated video.

07/08/2024

মাত্র তিনদিন আগে দেশের মানুষ একটা দলকে দেশ থেকে বিতাড়িত করলো। আর এদিকে আরেকটা দল বসে আছে এই ভেবে দেশের মানুষ তাদেরকে চাচ্ছে।
সরকার পতনের দিন থেকেই একটা মহল দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতেছে। অন্যের বাড়িতে হামলা, ভাংচুর , ডাকাতি, অগ্নি-সংযোগ এসব করে বেড়াচ্ছে। এদিকে তো শুনা যাচ্ছে একটা মহল তাদের নিজেদের দলের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও মানুষদের কাছ থেকে চাঁদা চেয়ে বেড়াচ্ছে।
ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে, কেউ বা নিজের জীবন দিয়ে আবার কেউ বা শরীরে বড় আঘাত পেয়ে পঙ্গুত্ব বরণ করে নিজের দেশকে এনে দিয়েছে স্বাধীনতা । পরেরদিন থেকে তারা দেশকে কিভাবে সুন্দর করে গড়ে তুলতে হয় সেই জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। রাস্তাঘাট, বাজার এবং নিজের আশে-পাশের জায়গাগুলো পরিষ্কার করে সুন্দর করে তুলছে। ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব নিজের কাধে তুলে নিয়ে রাস্তা সামলাচ্ছে।
আর ওই দিকে একটা দল এসব কাজে অংশগ্রহণ না করে, দেশের কথা চিন্তা না করে নিজেদের দল নিয়ে চিন্তা করতেছে। মানুষের বাড়িতে হামলা করতেছে, লুটপাট করতেছে, এলাকায় চাঁদা কে নিবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি করতেছে, ব্যবসায়ী থেকে চাঁদা কতো দিতে হবে সেইটা নির্ধারণ করে দিতেছে। যেখানে তাদের এখন করা উচিৎ ছিলো কিভাবে দেশের উন্নয়ন করতে হয় , কিভাবে মানুষের কাছে নিজেদের ভালো দিকগুলো তুলে ধরবে সেই নিয়ে কাজ করা যাতে করে মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারে। কিন্তু না তারা করছে ঠিক তার উলটো, যতো সময় যাচ্ছে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
এদিক দিয়ে সাধারণ মানুষের যতো চিন্তা , এখন মানুষ চিন্তা করা শুরু করতেছে আগের গুলোই ভালো ছিলো। তাহলে কি লাভ হলো এর আন্দোলন করে , কি লাভ হলো এতোগুলো দেশের ভবিষ্যত নিজের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে ?
যখনই ফেজবুকে ডুকতেছি দেখতেছি কোনো খুনোখুনির খবর, কোথাও ডাকাতি হচ্ছে, কোথাও চাঁদা বাজি হচ্ছে, কোথাও বা কারো বাড়ি পুড়িয়ে দিচ্ছে।
আগে কি হয়েছে এসব বাদ দিয়ে, আমরা কি পারি না সবাই এক হয়ে নিজের দেশটাকে আবার নতুন করে সাজাতে, আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে এমন একটি বাংলাদেশ, যেখানে মানুষের বাক-স্বাধীনতা আছে, যেখানে যে যার যার ধর্ম ,দল নিজের মতো করে অনুসরণ করছে, যেখানে নেই কোনো হিংসা। অন্যান্য উন্নয়নশীল দেশের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

দেশটাকে ভালোভাবে গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।  আমরা মুসলিম,  প্রকৃত মুসলিমরা কখনোই অন্য ধর্মকে অসম্মান করে না। ...
05/08/2024

দেশটাকে ভালোভাবে গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।
আমরা মুসলিম, প্রকৃত মুসলিমরা কখনোই অন্য ধর্মকে অসম্মান করে না। তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের।
সবার উচিৎ দেশটাকে সাজিয়ে তোলা, অনেকেই নাশকতা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, সবাই এগিয়ে আসুন, একসাথে হয় আমরা নিজের দেশটাকে নতুন করে সাজিয়ে তুলি।
অন্য ধর্মের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এরা সবাই আমাদের দেশেরই মানুষ, তাই নিজের দেশের মানুষ বা দেশের সম্পদের যাতে করে কোনো ক্ষতি সাধন না হয় সেদিকে খেয়াল রাখেন সবাই। দেশটা আমার, দেশটা আপনার, সবাই একসাথে এক হয়ে কাজ করেন।
ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন।

20/09/2023

The tale of naruto uzumaki..😊😊
,

12/03/2023

নিজের মতো করে কিছু করার চেষ্টা 😁

29/01/2023

অনেক সময়ই ইচ্ছা জাগে, কোনো একটা সম্পর্কে জড়াতে, কেউ একজনকে নিজের মতো করে পেতে। কারো কাছে নিজের সুপ্ত অনুভুতিগুলো প্রকাশ করতে।
মুভি/নাটকে স্কুল-কলেজের লাভ স্টোরি গুলা দেখলেই মনে হয়, একটা সম্পর্কে জড়ানো উচিৎ ছিলো।
কিন্তু পরক্ষনেই মনে হয়, এসব সম্পর্ক তো হারাম। এসব সম্পর্কে জড়ানো মানেই নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো অপচয় করা। দিনশেষে এ-সব সম্পর্কের পরিণতি কি হয়? প্রচুর পরিমাণে গুনাহ কামাই, আর একটা সময় পর বিচ্ছেদের কষ্ট 😥
এমন নয় যে আমার জীবনে প্রেমের সুযোগ আসেনি! স্কুল কলেজ মিলিয়ে একাধিক প্রেম এসেছিলো।
কিন্তু আমি নিজেকে এসব থেকে বাঁচিয়ে রেখেছি, এখং এই সুন্দর সময়টা পরিবার ও বন্ধুদের সাথে কাটিয়েছি।🥰
© Mohammad Nur Nobi Nahid

একটি রেওমিলের আত্ন কাহিনি 😄 ব্যবসায় শিক্ষা শাখার পোলাপান রিলেট করতে পারবা। ক্যাপশন ভিতরে😵‍💫
22/01/2023

একটি রেওমিলের আত্ন কাহিনি 😄 ব্যবসায় শিক্ষা শাখার পোলাপান রিলেট করতে পারবা। ক্যাপশন ভিতরে😵‍💫

06/01/2023

It’s broken time🙃

31/12/2022

যেভাবে ঠান্ডা পড়তেছে, সামনের পরীক্ষায় A+ পাবে নিশ্চিত 😁✌️

27/12/2022

এরকম বান্ধবী সবার ঘরে ঘরে থাকুক😁

Messi was my All time favourite player❤️. Messi is my All time favourite player❤️.  In future also❤️❤️
18/12/2022

Messi was my All time favourite player❤️. Messi is my All time favourite player❤️. In future also❤️❤️

04/12/2022

Song: Ferate paini, Heart broken💔💔 song by: Rasul

Video: Nur N Nahid

Do support😇

আজকের ম্যাচের জন্য শুভকামনা ❤️❤️  😍
03/12/2022

আজকের ম্যাচের জন্য শুভকামনা ❤️❤️

😍

Welcome to my page. Hope you all stay with me. And do support❤️
01/12/2022

Welcome to my page. Hope you all stay with me. And do support❤️

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Nur N Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category