Sad king

Sad king সবাই আমার ভালোবাসার মানুষ ..
সবার ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদুর

21/09/2025
03/09/2025
29/07/2025

We don't see each other and we don't even walk together. It's been three years today, I miss you brother.

আয় হায়..🤔
27/07/2025

আয় হায়..🤔

21/07/2025
23/06/2025

সৌদিতে এসে নতুন লোক বাঁশ খাওয়ার অন্যতম কারন গুলো হলো:
১ প্রথমত: 👉মনে করে আল্লাহর নবীর দেশ,
কিন্তু এখানে যে আবু জাহেল আবু লাহাব উতবা সায়েবা ওরা ও ছিলো এটা ভুলে যায়,আজ ৩ + বছর সৌদিতে আছি, আমি এক দিনে ৩/৪ টা বাসাই কাজে জাই যেহেতু অনলাইনের এছি মেকানিকেল কাজ করি প্রতিদিন কম করে হলে ও ১৫-২০ জন সৌদির সাথে দেখা সাক্ষাৎ হয়, কই একটা ও আজ পর্যন্ত সাহাবিদের উত্তরসুরি পেলাম না,সবি দেখি আবু জাহেল!

২য়:👉 দেশে থাকতে মনে করে পাক পবিএ দেশ🤣
আরে ভাই এখানে যা চলে ধরেন নেশা-নারি থেকে শুরু করে তা অন্য কোন দেশে এত সহজে পাওয়া যায় আমার মনে হয়না,
তার উপর সিনেমা হল থেকে বার সব কিছু তো আছেই

৩য়👉জুব্বা, আমরা দেশে থাকতে দেখতাম যারা হুজুর তারাই জুব্বা ব্যাবহার করে,আর হুজুর দের কে আমরা অনেক সম্মান করি,আর মনে মনে ভাবি সৌদিরা যেহেতু জুব্বা পরে নিশ্চই তারাও হুজুর ভালো মানুষ🤣
আরে ভাই এই জুব্বা তাদের জাতীয় পশাক,এই জুব্বা পরে তারা চুরি বাটপারি জুলুম সবি করি,আসলে বুঝতে পারবেন

৪র্থ 👉দালাল বা এজেন্সি,ভাই শুনেন দালাল দের ব্যবসাই হলো আপনাকে নিয়ে আসা,তাদের অন্য কোন কাজ নাই,হ্যা যখন অনেক টাকা হয়ে যায় তখন হয়তো দোকান পাট দেই,
দালাল আপনাকে নিয়ে আসতে পারলেই তার পকেটে ডুকে যায় ২-৩ লাখ,যা আপনি টের ও পাবেন না হয়তো,দালাল এর ব্যবসাই হলো একমাএ লোক নিয়ে আসা,এটা আপনাকে বুঝতে হবে,
যদি
(ম্যানপাওয়ার) বড় মাপের দালাল হয় তাহলে তো কথাই নাই,তারা ভিবিন্ন কোম্পানীর সাথে কন্টাক্ট করে থাকে যে তার কোম্পানীতে এত গুলো লোক দিবে,মাথা পিছু কোম্পানী থেকে মাসিক স্যালারি নিবে ২০০০-২৫০০ রিয়াল বা আরো বেশী,কিন্তু আপনার সাপলাই বা দালাল আপনাকে মাসে দিবে ১২০০-১৫০০শ রিয়াল,তার উপর আবার খাবার নিজের,দালাল দেশে থাকতে আপনাকে বলবে ডিউটি ৮-১০ ঘন্টা সাপ্তায় একদিন ছুটি,কিন্তু এখানে আসার পর দেখবেন ডিউটি ১২-১৪ ঘন্টা,সাপ্তাহিক ছুটি পান কিনা সন্দেহ,
পরে আপনি চিন্তা করবেন এত টাকা খরচ করে আসছি কি করার কাজ করি,ফাইশা গেছি,
তারপর দেখবেন ২-৩ বছর পর আর সাপ্লাই হাদিস ও পাবেন না, ইকামা ও করে দিবেন না,তখন অবৈধ হয়ে ভিবিন্ন কাজ খুজবেন,২-৩ বছর পর ঠিকি দেশে যাবেন,হয়তো আরেক দালাল ধরে না হয় পুলিশ কে ধরা দিয়ে,তখন দেখবেন দেশে জাওয়া টাই আপনার জন্য স্বপ্ন,
আর ঐ দিকে দালাল ঠিকি পরিবার সহ সৌদিতে আরাম আয়েশে দিন কাটায়,আর আপনার জীবন রাস্তার কুত্তা থেকে ও খারাপ হয়ে যাবে।

৫ম👉কিছু নবাগত কন্টেন্ট ক্রিয়েটর
(যারা তাদের কমেন্ট বক্সে লিখে থাকে পাশে থাকলে পাশে পাবেন🐸
নতুন দের জন্য শুভকামনা🐸
মাশাআল্লাহ🐸)
এই ধরনের আজকাল বাইনচোদের অভাব নাই,
এই ধরনের বেশ কিছু বাইনচোদ ফুড় ডেলিভারিতে কাজ করে আর ভিড়িও বানায়,ভিড়িও তে বলে থাকে দেখেন আমরা সৌদি তে R1-5দিয়ে ফুড় ডেলিভারি দিয়ে থাকে, যে বাইক দেশে তোমাদের স্বপ্ন,,
যারা আমরা কার চালাই তারা সবাই জানি এই দেশে বাইক বাইকার দের কুত্তার দাম ও নাই,সৌদিরা তো বাইকার দের কে মানুষ ও মনে করে না,ইচ্ছা করে রোড়ে বাইক দেখলে চাপ মারে,
বাংলাদেশে একজন রিক্সাওয়ালার যতটুকু দাম বা সম্মান রয়েছে তার ১০০ বাগের ১ বাগ ও সৌদিতে বাইকার দের দাম নাই,আসলে মিলিয়ে নিয়েন,আর এই কথা বাইনচোদ গুলো আবার ব্লগ করে থাকে,আর এদের ভিড়িও গুলো দেখে দেশের বেকার রা মনে করে আরে এরা তো মনে হয় স্বর্গে আছে,শধু বাইকার না আরো বেশ কিছু বাইনচোদ আছে মরুভুমির এস্তারার দোকানের কাজ করে আর ভিড়িও করে থাকে,
সাবধান এই সমস্ত বোকাচোদা দের ভিড়িও দেখে কেউ আসবেন না🙏

৬র্থ👉ভাই আপনার যদি প্রবাসে আসাই লাগবে,যদি আপনার মোটামুটির আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে ইউরুপ আমেরিকা ওই সমস্ত দেশে যাওয়ার চিন্তা করেন,ওই খানে যে সবাই সফল তা বলবো না,তবে আরব কান্ট্রির থেকে হাজার কুটি গুন ভালো হবে,বেশি টাকা ইনকাম করতে না পারলেও অন্তত মানসিক শান্তি পাবেন,ইউরুপ আমেরিকার মানুষ রা আপনাকে মানুষ হিসেবে রেসপেক্ট করবে, সম্মান দিবে,কিন্তু আরব রা আপনাকে কুত্তা বিলাই এর মত ও মনে করবে না,আরব রা আপনার সাথে হাত ও মিলাবেনা,তারা মনে করে আপনার হাতে যদি গন্ধ থাকে,সোজা কথা আপনাকে রাস্তার কুত্তা বিলাই ও মনে করবে না,
(কারন কিছু সংক্ষক ইউরুপ আমেরিকান রা আরব কান্ট্রিটে তাদের বিজনেস এর কারনে আসে,এবং মাঝে মধ্যে তাদের সাথে মিশা হয়,তারা সত্যিকারের মানুষ)

৭ম👉আপনার আশে পাশের অথবা কোন আত্বীয় সৌদিতে এসে অনেক টাকা পয়শার মালিক বনে গেছে,বাড়ি গাড়ি করে ফেলছে,
অমুক পারলে আমি পারবোনা কেন?রিজিক এর মালিক তো আল্লাহ,আচ্ছা ধরেন আপনি যদি সারা দিন কোন শুকনো মাঠে জাল দিয়ে রাখেন মাছ ধরার জন্য মাছ কি ধরা পড়বে?
ঠিক তেমনি দালাল এজেন্সি অমুক তমুক এর ফাদে পা দিয়ে সৌদি তে আসতে ও আল্লাহ বলে নাই,এসে যখন ধরা খাবেন তখন বুঝবেন,শত চেষ্টা করে ও যখন কিছুই করতে পারবেন না,ভাগ্য সোহাই তো হবেই না,তখন আপনার পরিবার ও দেশ থেকে বলবে অমুক তমুক সৌদিতে গিয়ে এটা করতেছে ওইটা করতেছে,তখন আপনি আপনার কষ্ট স্বয়ং আপনার মা বাবা কে বলে বুঝাতে পারবেন না⛔
হতাশায় ভুগতে ভুগতে কোন এক সময় আপনি মানোসিক রুগি হয়ে যাবেন,৪-৫ঘন্টা সব কষ্ট ভুলার জন্য নেশার 🍾আশ্রয় ও হয়তো নিবেন,
কত লোক নিজের চোখে দেখলাম ৩০-৪০ বছর হয়ে গেছে আর দেশে ও যেতে পারে নাই,বিয়ে সাদি ও করে নাই,
হয়তো বলবেন কেন দেশে গেলো না,শুনেন ওই যে দালার মামা আপনাকে নিয়ে এসে সাপ্লাইতে দিয়েছে,আর আপনি হয়তো সাপলাইর কষ্ট সাপলাইর নিয়োম কানুন সইতে না পেরে সাপ্লাই থেকে পালিয়ো যাবেন,তখন দেখা যাবে আপনার ইকামাতে ৪০-৫০ হাজার রিয়ালের একটা মামলা দিয়ে রাখলো,আপনাকে পুলিশ ধরে চেক করার পর আবার ছেড়ে দিবে,বলবে ওই টাকা পরিশোধ করার জন্য,আপনি ওই টাকা জীবনে ও পরিশোধ করতে পারবেন না,শেষমেশ হয়তো রাস্তার পাগল হয়ে যাবেন,না হয় রাগে মরুভুমির দিকে হাটা দিবেন কথায় তিব্র গরমে উপাসে মরে পড়ে থাকবেন,
সাবধান🚫🚫🚫🚫

যাইহোক, তারপর ও বলবো আরব কান্ট্রি তে আসবেন না,সৌদিতে তো স্বপ্নে ও না ভুলে ও না⛔
যদি আপনি নতুন,দেশ থেকে আসার জন্য চিন্তা ভাবনা করে থাকেন,এখনি পরিবর্তন হয়ে যান,
যদি ও টাকা পয়শা দালাল অথবা আপনার আপন লোক রে দিয়ে থাকেন, ওই টাকা নেওয়ার ব্যবস্থা করেন,যদি দালাল টাকা ফেরত না দেয়,প্রয়োজনে ৪-৫ লাখ মার গেলেও জাক কিন্তু জীবন নষ্ট হবে না
বুজলে বুজপাতা না বুজলে তেজপাতা
এস আর প্রবাসী গল্প এই টা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আপনাদের সবার জন্য শুভকামনা রইল আল্লাহ আমাকে সহ আপনাদের সবাই কে সঠিক পথ দান করুক ( আমিন ) আল্লাহ হাফেজ

Address

Riyad Al Oliya
Riyadh
2290

Alerts

Be the first to know and let us send you an email when Sad king posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sad king:

Share