Imam uddin piam extra

Imam uddin piam extra পেইজ এ লাইক দিয়ে চলুন একসাথে পথ চলি।

09/06/2025

লিজেন্ডরা বুজবে অন্যরা খুজবে। ঘোড়ার ছবিতে কি ভুল আছে?
09/06/2025

লিজেন্ডরা বুজবে অন্যরা খুজবে।
ঘোড়ার ছবিতে কি ভুল আছে?

08/06/2025

আমাদের আনন্দ পার্টির অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম ভাই  আজ বিমান বাংলাদেশ  এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাতৃভূ...
08/06/2025

আমাদের আনন্দ পার্টির অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ আলম ভাই আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
একটি সুস্থ সুন্দর নিরাপদ যাত্রা প্রত্যাশা করি ।
ফি আমানিল্লাহ।

একটু সময় নিয়ে পড়েন। فَصَلَّ لِرَبِّكَ وَانحَرঅতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর.....।অর্থাৎ কুরবানী কর।🐂🌸🥰এই...
07/06/2025

একটু সময় নিয়ে পড়েন।
فَصَلَّ لِرَبِّكَ وَانحَر

অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর.....।

অর্থাৎ কুরবানী কর।🐂🌸🥰

এই ছবির বক্তব্য হলো: “কুরবানির প্রকৃত উদ্দেশ্য যদি শুধুই লোক দেখানো হয়, তাহলে তা কেবল গোস্ত লাভের উদ্দেশ্যই রয়ে যায় — তা ইবাদত নয়।”

1. "কুরবানি শুধু গোস্তের জন্য নয়, আত্মত্যাগ ও তাকওয়ার প্রতীক। লোক দেখানোর কুরবানি আল্লাহ্‌র কাছে গ্রহণযোগ্য নয়।"

2. "প্রচার নয়, প্রার্থনা হোক কুরবানির মূল উদ্দেশ্য।"

3. "যেখানে নিয়ত নেই, সেখানে কুরবানি নয়—শুধু গোস্তের আয়োজন!"

4. "উজ্জ্বল পোশাক নয়, পরিশুদ্ধ হৃদয় চাই কুরবানিতে।"

5. "কুরবানি মানে আত্মত্যাগ, কুরবানি মানে তাকওয়া — শুধু ছবি তোলা নয়।"

6. "যে কুরবানিতে তাকওয়া নেই, তা শুধুই পশুহত্যা।"

7. "কুরবানি লোক দেখানোর মাধ্যম নয়, আল্লাহর সন্তুষ্টির পথ।"

🌙তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম,ঈদ মোবারক 🫂

বিবাহিত ব্যাচেলরদের ঈদ মানে এতটুকু ই।আমরা ঈদের আনন্দ খুঁজে নিই  রান্নার পাতিলে।
06/06/2025

বিবাহিত ব্যাচেলরদের ঈদ মানে এতটুকু ই।
আমরা ঈদের আনন্দ খুঁজে নিই রান্নার পাতিলে।

আরাফাতের ময়দানে কান্নাভেজা চোখে হাজিদের মোনাজাত।আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাতের ময়দানে এসেছেন লাখ লাখ হাজি। সারাদিন আরা...
05/06/2025

আরাফাতের ময়দানে কান্নাভেজা চোখে হাজিদের মোনাজাত।

আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাতের ময়দানে এসেছেন লাখ লাখ হাজি। সারাদিন আরাফাতের ময়দানে থাকবেন অবস্থান করবেন তারা। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন সবাই। এরপর রওনা হবেন মুযদালিফার উদ্দেশ্যে। যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে।

সৌদি আরবের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা ওয়াদি হানিফা।
02/06/2025

সৌদি আরবের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা ওয়াদি হানিফা।

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam uddin piam extra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share