KSA Vlogs

KSA Vlogs Digital Content Creator Guldeline

সৌদি আরবে বিদেশিদের জন্য জমি কেনার সুযোগ, যারা শুধু কাজ করত, এবার তারা ঘর গড়তে পারবেএইতো সেদিন পর্যন্তও সৌদি আরব ছিল একট...
11/07/2025

সৌদি আরবে বিদেশিদের জন্য জমি কেনার সুযোগ, যারা শুধু কাজ করত, এবার তারা ঘর গড়তে পারবে

এইতো সেদিন পর্যন্তও সৌদি আরব ছিল একটুখানি বাঁধা দেওয়া দেশ যেখানে মানুষ আসে কাজ করতে, প্রার্থনা করতে, রোজগার করে দেশে পাঠাতে। কিন্তু এবার ইতিহাস বদলালো। সৌদি সরকার প্রথমবারের মতো আইন পাস করেছে, যার আওতায় বিদেশি নাগরিকরাও এখন এই দেশে জমি, ফ্ল্যাট, বাড়ি কিংবা হোটেল কিনতে পারবেন তাদের নিজ নামে। স্থায়ীভাবে। ভবিষ্যতের আশ্বাস নিয়ে। ৮ জুলাই ২০২৫ সৌদি মন্ত্রিসভা আইনের অনুমোদন দেয়

এই আইনের খুঁটিনাটি কী?
আপনি রিয়াদ, জেদ্দা, রেড সি বা NEOM-এর মতো জায়গায় আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবেন। আপনি চাইলে হোটেল, শোরুম, রেস্টুরেন্ট-এর জায়গাও কিনে ব্যবসা করতে পারবেন। কিছু সীমাবদ্ধ এলাকা বাদে প্রায় সবখানেই এই সুযোগ থাকবে। সম্পত্তি কিনতে হলে সরকারি অনুমোদন ও আইনি রেজিস্ট্রেশন লাগবে। আইনটি ধাপে ধাপে ২০২৬ সাল থেকে কার্যকর হবে

কথাটা শুনতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু এই আইনের মানে অসাধারণ। কারণ এতদিন যাদের কাঁধে সৌদি অর্থনীতি ভর দিয়ে দাঁড়িয়ে ছিল, যারা নিজেদের জমি বিক্রি করে বিদেশে এসেছিলেন, যারা বছরের পর বছর রুম ভাড়া করে থেকেছেন,
তাঁদের এবার বলা হচ্ছে “এই দেশেও তোমার নিজের ভিটে হতে পারে।”

এটা শুধু আইনের বদল না, এটা দৃষ্টিভঙ্গির বদল। একটি দেশ এখন বলছে, তুমি কেবল আমার অতিথি নও, তুমি চাইলে আমার ঘরের মানুষ হতে পারো।

সৌদি আরব যে ধীরে ধীরে বিশ্বনাগরিকদের জন্য নিজের দরজা খুলছে, এই আইন তার সবচেয়ে সাহসী পদক্ষেপ।

16/05/2025

Alhamdulillah 💝👍
Sokolke ashar jonno onek onek dhonnobad💝😍

23/04/2025

hiphop_🏎️🎊😳

Address

Riyadh

Website

https://youtube.com/channel/UCA7ukEfNdZ8pFVyoNm

Alerts

Be the first to know and let us send you an email when KSA Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share