Rokibul Hasan Hridoy

Rokibul Hasan Hridoy আমি খুব সাধারণ একটা মানুষ,,,
আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন,তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো,,,
আমি একজন সৌদি আরব প্রবাসী

12/03/2025

মেয়ের নাম 'জেমি বিনতে আরোহী'
ভোটার আইডি কার্ডে আসছে,
'জমি কিনতে আগ্রহী'🤗🫣

আমার পেইজ এ কি সমস্যা,,, যদি কেউ জানেন একটু বলেন
07/03/2025

আমার পেইজ এ কি সমস্যা,,, যদি কেউ জানেন একটু বলেন

01/03/2025

যাবালে নূর পাহাড়,,,,

মুসলমানদের অন্যতম আবেগের স্থান জাবালে সুর বা সাওর পর্বতমহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় অ...
01/03/2025

মুসলমানদের অন্যতম আবেগের স্থান জাবালে সুর বা সাওর পর্বত

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন, তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ ও শ্রদ্ধার। এমনই এক স্থান জাবালে সুর বা সাওর পর্বত। কারণ এতে আছে গারে সাওর বা সাওর গুহা। এটি একটি পাহাড়। ইংরেজিতে এর নাম Mount Bull বা Jabal hawr।

পর্বতটি নবী প্রেমীদের কাছে খুবই আবেগের। মক্কার নেতারা হত্যার ষড়যন্ত্র করলে হিজরতের উদ্দেশ্যে মদীনায় যাত্রা করেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম। হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন সাওর পর্বতের গুহায়। সাথে ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু।

সাওর পর্বতটি মক্কা থেকে কিছুটা দূরে মিসফালাহ জেলার দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা ৭’শ ৫০ মিটারের বেশি। মসজিদুল হারম থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে সাওর পর্বত বা গারে সাওর। তখনকার প্রায় ৫’শ কিলোমিটার দূরের পথ মদীনা’র অবস্থান ছিল মক্কার উত্তরে। অথচ নবীজী গিয়েছিলেন দক্ষিণে। এতেই বুঝা যায় তিনি কৌশল অবলম্বন করেছিলেন।

মহান খোদা তায়ালার ইচ্ছায় গারে সাওর অর্থাৎ সাওর পর্বত গুহার মুখে বাসা বেঁধেছিল কবুতর। মাকড়সা জাল বুনেছিল, যেন বাইরে থেকে মানুষের উপস্থিতি কেউ বুঝতে না পারে। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দেখা যায় সেই কবুতরের বংশধরদেরকে। একারণে তাদের জন্য খাবার নিয়ে আসেন গারে সাওর দেখতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা।

রমজান মোবারক,,,, পবিত্র মক্কা থেকে
28/02/2025

রমজান মোবারক,,,, পবিত্র মক্কা থেকে

14/08/2024

ঘটনা কি সত্যি? 😆
কোস্টগার্ড আনিসুলকে ধরে চলে যাচ্ছিলো, দরবেশকে চিনতে পারছিলো না ৷

আনিস বললো, উনি সালমান এফ রহমান, উনাকেও ধরেন।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্ব-প্রকার জ...
08/08/2024

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি।

সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি।

আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনিত হলেন সিনিরয় আলেম প্রিয় মানুষ ড. আ ফ ম খালেদ হোসেন। অভিনন্দন তাঁকে। মহান আল্লাহ তাঁর কাজ সহজ করে দিন এবং তাঁকে সঠিক পথে পরিচালিত করুন।

আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দু'দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত আমি ছিলাম না—তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন।

নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দীন ও ঈমান।

✍️শায়েখ আহমাদুল্লাহ

02/08/2024

Address

Riyadh

Website

https://youtube.com/@rokibulhasan945?si=tmUvvGza-loGBs-y, http

Alerts

Be the first to know and let us send you an email when Rokibul Hasan Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share