নাসিহাহ্' -نصيحه

নাসিহাহ্' -نصيحه ❝প্রচার করো
যদি একটিমাত্র আয়াতও হয়❞
-বুখারী:৩৪৬১

❝উপদেশ তারাই গ্রহণ করে
যারা জ্ঞানবান❞
-বাকারা:২৬৯

02/12/2025

ইন্না-লিল্লাহ! সৌদি আরবে এক রাকিবের ম'র'দে'হ খুঁজতে গিয়ে ৩ জনের ম'র'দে'হ পেয়েছে সৌদি পুলিশ, তারাও বাংলাদেশী!

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (ﷺ)তাঁর মতো শ্রেষ্ঠ কোন মানব তাঁর জন্মের পূর্বে আসেনিকিয়ামত পর্যন্ত আসবেনা ইনশ...
02/12/2025

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (ﷺ)
তাঁর মতো শ্রেষ্ঠ কোন মানব তাঁর জন্মের পূর্বে আসেনি
কিয়ামত পর্যন্ত আসবেনা ইনশাআল্লাহ।
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
#নাসিহাহ্

02/12/2025

জীবনসঙ্গী যেমন আশা করেছিলেন তেমন পেয়েছেন তো?

মানুষ হবো কবে?আচ্ছা, এ ভিডিওটা কেউ দেখেছেন? মানুষকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়—কিন্তু কখনও কখনও মনে হয়, কিছু মানুষ সে...
02/12/2025

মানুষ হবো কবে?

আচ্ছা, এ ভিডিওটা কেউ দেখেছেন? মানুষকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়—
কিন্তু কখনও কখনও মনে হয়, কিছু মানুষ সেই মর্যাদাকে কালিমালিপ্ত করছে!

আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
আল্লাহ, এটা আপনার কেমন ইচ্ছা…?
ওর জীবনটা কি সত্যিই এভাবেই কবজ হয়ে যাওয়ার কথা ছিল?

আমি বিশ্বাস করি—
আপনি অসহায়দের উপর রহম করেন, আর জালিমদের শাস্তি দেন।

এই ছোট্ট বিড়ালটি তো আপনার নবীর প্রিয় প্রাণীদের অন্যতম।
কিন্তু যারা এ নিষ্ঠুর কাজটি করেছে—
আল্লাহ, আপনি তাদেরকে সারা দুনিয়ার সামনে এর চেয়েও শতগুণ কঠিন কষ্ট দিয়ে জান কবজ করুন।
আমীন 🤲

’ইকরিমাহ্ (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি বলেন: একদা ’আলী (রা.) কিছু মুরতাদ্কে আগুনে পুড়িয়ে মারলেন। খবরটি আব্দুল্লাহ্ বিন্ ’আববাস্ (রাযিয়াল্লাহু ’আনহুমা) এর নিকট পৌঁছুলে তিনি বলেন: আমি যদি উক্ত স্থানে হতাম তাহলে আমি তাদেরকে হত্যা করতাম। কারণ, রাসূল (সা.) বলেছেন:

مَنْ بَدَّلَ دِيْنَهُ فَاقْتُلُوْهُ

‘‘যে ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে তাকে তোমরা হত্যা করো’’।

আমি তাদেরকে আগুনে পুড়িয়ে মারতাম না। কারণ, রাসূল (সা.) বলেন:

لاَ تُعَذِّبُوْا بِعَذَابِ اللهِ

‘‘তোমরা আল্লাহ্ তা’আলার শাস্তি তথা আগুন দিয়ে কাউকে শাস্তি দিও না’’।[1]

ব্যাপারটি ’আলী (রা.) এর নিকট পৌঁছুলে তিনি বলেন: ’আব্দুল্লাহ্ বিন্ ’আববাস্ সত্য বলেছে।

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) আমাদেরকে একদা একটি প্রনিনিধি দলে পাঠিয়ে বললেন:

إِنْ وَجَدْتُمْ فُلاَنًا وَفُلاَنًا فَأَحْرِقُوْهُمَا بِالنَّارِ

‘‘তোমরা যদি অমুক অমুককে পাও তা হলে তোমরা তাদেরকে আগুনে পুড়িয়ে মারবে’’।

অতঃপর আমরা যখন গন্তব্যের পথে রওয়ানা হলাম তখন তিনি আমাদেরকে ডেকে বললেন:

إِنِّيْ أَمَرْتُكُمْ أَنْ تُحْرِقُوْا فُلاَنًا وَفُلاَنًا ، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللهُ ، فَإِنْ وَجَدْتُمُوْهُمَا فَاقْتُلُوْهُمَا

‘‘আমি তোমাদেরকে ইতিপূর্বে আদেশ করেছিলাম অমুক অমুককে আগুনে পুড়িয়ে মারতে ; অথচ আগুন দিয়ে শাস্তি দেয়ার অধিকার একমাত্র আল্লাহ্ তা’আলাই রাখেন। তাই তোমরা ওদেরকে পেলে হত্যা করবে’’।[2]

>
[1] (তিরমিযী, হাদীস ১৪৫৮ আবু দাউদ, হাদীস ৪৩৫১)

[2] (বুখারী, হাদীস ৩০১৬)
#নাসিহাহ্

02/12/2025

খিলাফতের জন্য গণতন্ত্র
বিয়ের জন্য প্রেম
দু'টাই সেম টু সেম
বিলকুল হারাম❎

02/12/2025

স্বামী গরিব হোক তবুও দ্বীনদারিতাকে প্রাধান্য দেন,
ইহকাল পরকাল দুটাই পাবেন ইনশাআল্লাহ ❤️‍🩹🤲

02/12/2025

রাসূল ﷺ বলেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে।
সব দলই জাহান্নামে যাবে, একটি দল ছাড়া।”
জিজ্ঞেস করা হলো, “হে আল্লাহর রাসূল! সে দল কোনটি?”
তিনি বললেনঃ “যারা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করে।”

01/12/2025

ক্ষমতা দেখাবেন না || দল করবেন না || শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিয্বাহুল্লাহ
#নাসিহাহ্

পাবনার ঈশ্বরদীতে একটা কুকুর ৮টা বাচ্চা জন্ম দিয়েছিল। ওই এলাকার এক ব্যক্তি এই ৮টা বাচ্চাকে কুকুরটার সামনেই বস্তায় ভোরে পা...
01/12/2025

পাবনার ঈশ্বরদীতে একটা কুকুর ৮টা বাচ্চা জন্ম দিয়েছিল। ওই এলাকার এক ব্যক্তি এই ৮টা বাচ্চাকে কুকুরটার সামনেই বস্তায় ভোরে পানিতে ফেলে মেরে ফেলেছে (ছবিতে দেখুন।) স্রেফ এই ঘটনাটুকুকে কেইস হিসেবে নিন। এবার চিন্তা করুন।

এই ব্যক্তি মা কুকুরটাকে কেন মেরে ফেলেনি? কারন মা কুকুর ওই বাচ্চাদের মত দুর্বল না। যেহেতু বাচ্চাগুলো প্রতিরোধ করতে পারবে না। তাই স্রেফ আনন্দ করার জন্য বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। আমি সমাজ বিজ্ঞানের শিক্ষক। এবার না হয় সমাজ বিশ্লেষণ করি।

ব্যাপারটা কুকুর বলে না। এটিই আমাদের সমাজ। মানুষের বেলায়ও এটি প্রযোজ্য। আপনি যদি দুর্বল হন। সবাই আপনার উপর চড়ে বসবে। এই সমাজ দুর্বলকে সেল্টার দেয় না বরং পদে পদে মেরে ফেলে। তাই দিন শেষে সবাই দা*নব হতে চায়।
©

যত্নশীল জীবনসঙ্গী পাওয়া আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ রিযিক্ব,যা পুরো জীবন জুড়ে শান্তি ছড়িয়ে দেয়❤️‍🩹
01/12/2025

যত্নশীল জীবনসঙ্গী পাওয়া আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ রিযিক্ব,
যা পুরো জীবন জুড়ে শান্তি ছড়িয়ে দেয়❤️‍🩹

01/12/2025

স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়!

01/12/2025

স্ত্রী হিসেবে
মেয়েরা সবচেয়ে বেশি মর্যাদা পায় দ্বীনদার স্বামীর কাছে❤️🤲

Address

Riyadh

Telephone

+966542741890

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসিহাহ্' -نصيحه posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসিহাহ্' -نصيحه:

Share

Category