নাসিহাহ্' -نصيحه

  • Home
  • নাসিহাহ্' -نصيحه

নাসিহাহ্' -نصيحه ❝প্রচার করো
যদি একটিমাত্র আয়াতও হয়❞
-বুখারী:৩৪৬১

❝উপদেশ তারাই গ্রহণ করে
যারা জ্ঞানবান❞
-বাকারা:২৬৯

11/07/2025

চাঁদা না দেওয়ায় পা*থর মে %রে হ|| ত্যা করা ব্যবসায়ী বাবার জন্য অবুঝ সন্তানের আহাজারি!

নিহত ব্যবসায়ী সোহাগ — যাঁর ম-র্মান্তিক ঘটনার ভিডিও দু’দিন পর আজ আমরা দেখতে পেলাম! যেখানে তাকে পা-থর মে*রে হ ত্যার পর, শ...
11/07/2025

নিহত ব্যবসায়ী সোহাগ — যাঁর ম-র্মান্তিক ঘটনার ভিডিও দু’দিন পর আজ আমরা দেখতে পেলাম! যেখানে তাকে পা-থর মে*রে হ ত্যার পর, শরীরের উপর দাঁড়িয়ে উল্লাস করেছে বিএনপি সন্ত্রা-সীরা।

এই দুনিয়ায় আপনি যে কষ্ট সহ্য করেছেন, সেই সব কষ্টের বিনিময়ে আল্লাহ তায়ালা যেন আপনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। (আমিন)

বর্তমান আব্রাহাম লিঙ্কনের রাজনৈতিক ধোঁকার একটি চিত্র। নেতারা নির্বাচন আসলে যা বলে তা কেবল ফাঁকা বুলি, বরং মিথ‍্যা আর ধোঁ...
07/07/2025

বর্তমান আব্রাহাম লিঙ্কনের রাজনৈতিক ধোঁকার একটি চিত্র।
নেতারা নির্বাচন আসলে যা বলে তা কেবল ফাঁকা বুলি, বরং মিথ‍্যা আর ধোঁকায় পরিপূর্ণ। আমরা যারা তাদের নির্বাচিত করি তারা সবসময়েই নেতাদের বক্তব্য শুনেই কুপোকাত। নীচের সিংহ যেমন ছাগল-ভেড়াদের বলছে, আমাকে নির্বাচিত করলে আমি একেবারেই তৃণভোজী হয়ে যাবো। কিন্তু যেমনটা প্রবাদে বলে, “যে যায় লঙ্কা সে হয় রাবণ” আমরা শুধু দেখেই চলেছি যে রাজনৈতিক নেতারা ক্ষমতায় যাওয়ার পরে আগের চেহারায় থাকে না। অনেক সময় তাদের আগের সীরাতও আমাদের জানা। তারপরেও আমরা যেন কিসের বাঁশির স্বরে মোহিত হয়ে আবারো প্রতারিত হই।
আমাদেরকে এসব নিয়ে নতুন করে ভাবতে হবে। নেতা নির্বাচনের এসব পদ্ধতির বিকল্প নিয়ে চিন্তা করতে হবে। নেতাদের দীনের জ্ঞান, তাকওয়ার মান, শরীয়তের প্রতি টান, ওয়াদা-অঙ্গীকারের মূল‍্যায়ন, এসব কিছুর নিশ্চয়তা কীভাবে করা যাবে সে সংস্কার নিয়ে কাজ করা জরুরি।
© ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিয্বাহুল্লাহ

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেত...
06/07/2025

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেতন। তার জন্মের পূর্বেই নিয়ত করে রেখেছিলেন—'আমাদের যদি কোন সন্তান হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই তাকে বিয়ে দিয়ে দেব।'

আল্লাহ তাদের ঘরে এই সন্তান দান করলেন। আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়ে সে বড় হলো। বয়স যখন ১৭ তে পৌঁছাল, মা-বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন। আজ রবিবার তার বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।

মা-বাবা কতটা সচেতন, ভাবুন। তারা সমাজের এই অভি'শ'প্ত রীতিনীতি ভেঙ্গে, ইসলামের রীতিকে প্রাধান্য দিয়েছে। তারা জানে, এই ফেতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। তাই তারা তাদের সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই হালাল সম্পর্কে বেঁধে দিয়েছে।

সেলুট জানাই এই মা-বাবাকে। প্রতিটি ঘরে ঘরে এমন মা-বাবা থাকুক। এই সমাজ থেকে অভি'শ'প্ত রীতিনীতি বিলুপ্ত হোক, বিয়েকে সহজ হোক।

এই ছোট্ট ভাইটার দাম্পত্য জীবন সুখকর হোক। দু’আ করি মন থেকে।
#নাসিহাহ্

ইন্না-লিল্লাহ ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সৌদি প্রবাসী  রুবেল লাশবাহী অ্যাম্বুলেন্স মর্মান্তিক  সড়ক দুর্ঘটনার কবলে ...
05/07/2025

ইন্না-লিল্লাহ
ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সৌদি প্রবাসী রুবেল লাশবাহী অ্যাম্বুলেন্স মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ২ জন নিহত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কুমিল্লাতে এই ঘটনা ঘটে।
©

দোয়ার আবেদন #উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আহলুল হাদীসদের দুর্দিনের  কান্ডারী, আপোষহীন ত্যাগী নেতৃত্ব, পিস টিভি বাংলার...
02/07/2025

দোয়ার আবেদন

#উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আহলুল হাদীসদের দুর্দিনের কান্ডারী, আপোষহীন ত্যাগী নেতৃত্ব, পিস টিভি বাংলার সম্মানিত আলোচক, প্রখ্যাত বাগ্মী, কওমের দূরদর্শী নেতা, আহলেহাদীসদের অভিভাবক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্বনামধন্য প্রফেসর ও বাংলাদেশ আহলেহাদীস জামা'আত এর মুহতারাম আমির অধ্যাপক ড. মুহাম্মদ মুসলেহ উদ্দীন স্যার গুরুতর অসুস্থ (হার্ট অ্যাটাক) হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল এ ভর্তি আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন-আমীন!

30/06/2025

❝তাঁদের সাথে বন্ধুত্ব করো, যারা সকাল-সন্ধ্যা মানুষকে আল্লাহর পথে ডাকে।❞
(সূরা ইব্রাহীম : ২৭)

সতর্কতা! প্রতারণার ফাঁদে পা দেবেন না!"bKash থেকে ২০০০ টাকা পুরস্কার"এমন লোভনীয় মেসেজ বা বিজ্ঞাপন দিয়ে ভুয়া লিংকে ক্লিক ক...
29/06/2025

সতর্কতা! প্রতারণার ফাঁদে পা দেবেন না!

"bKash থেকে ২০০০ টাকা পুরস্কার"

এমন লোভনীয় মেসেজ বা বিজ্ঞাপন দিয়ে ভুয়া লিংকে ক্লিক করিয়ে আপনার একাউন্ট ও ব্যক্তিগত তথ্য চু-রি করা হচ্ছে!

▲ এই ধরনের লিংক সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

শুধুমাত্র bKash-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন।

কখনোই আপনার PIN, OTP বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করবেন না।

নিজে সচেতন থাকুন, পরিবার ও বন্ধুদেরও সতর্ক করুন।

প্রতিটি শেয়ার একেকটি সতর্কতা!

এখনই শেয়ার করুন, যাতে সবাই সুরক্ষিত থাকতে পারে।

#প্রতারণা_থেকে_সতর্ক




#নাসিহাহ্

28/06/2025

আমি মনে করি, বাংলাদেশে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ রাজনৈতিক দলের সাথে নিজেকে জড়িয়ে নিতে পারে না। কেননা রাজনীতি করা মানে ক্ষনিকের ক্ষমতার প্রভাব, প্রতিপত্তি ছাড়া কিছুই নয়!
এক্টু পিছনের দিকে খেয়াল করলেই হিসাবটি ক্লিয়ার হবার কথা। বিগত প্রায় ১৬ বছর যারা রাজনৈতিক দলের ক্ষমতার গদিতে ছিলো, কতই না আরামে বিলাসবহুল জীবন কাটালেন! অথচ আজকে নিজের জন্মস্থানে থাকারও কিঞ্চিৎ সুযোগ হচ্ছে না, জন্মস্থান তো দূরের কথা নিজ দেশেও তাদের ঠাঁই হয়নি!
অথচ একটা সময় ছিলো তাদের ঈশারায় যেন মাঠ কাঁপত! রাজত্ব ছিলো তাদের! শতসহস্র অন্যায় করলেও তাদের বিরুদ্ধে কিছু বলা তো দূরে থাক! দেশের মিডিয়াগুলো যেন পা চাটাতেই ব্যস্থ থাকতো।
একদল ক্ষমতার অপব্যবহারের কারণেই আজ নিজ জন্মভূমি এবং দেশ ছাড়া! দলের উচ্চপদস্থ ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহারের কারণে দেশের মাঝে আজ এই নাজেহাল অবস্থা। তাদের এসব কর্মকাণ্ডের জন্য নিজ দলের নেতাকর্মীরাও আজ অতি দুর্বিষহ জীবন কাটাচ্ছেন! এমনকি শুধুমাত্র দল করার কারণে বিনা অপরাধে মামলা হয়রানিসহ বিভিন্নভাবে ভোগান্তির স্বীকার হচ্ছে! অবশ্য তারা এসবের প্রাপ্য ছিলো, কেননা তারা নিঃসন্দেহে স্বৈরশাসকের দোসর। কিন্তু শুধুমাত্র এতটুকু কারণেই তাদের সাজা পোহাতে হচ্ছে অনেক বড় বড়! যেগুলো অপরাধের সাথে অনেকেই জরিত ছিলো না। ঢালাওভাবে এসব মামলায় পড়ার কারণ রাজনীতি করা। তাহলে এখন একটু হিসাব মিলান, ধরুন আপনি হাসিনার আমলে বিরাট একটা উচ্চপদস্থ নেতা ছিলেন, আপনার দাপটে কাটতো পুরো এলাকা! অথচ আপনার সেই ক্ষমতার ০.০১% ভেল্যুও এখন নেই! শুধুমাত্র আপনার রাজনীতির কারণে আপনার পুরো পরিবার এখন নানাবিধ ভোগান্তির স্বীকার! ক্ষনিকের ক্ষমতার জন্য আপনি নিজেও ক্ষমতা হারিয়ে নিঃস্ব, সাথে আপনার পরিবারও। অথচ আপনি চাইলেই সুন্দরভাবে জীবন কাটাতে পারতেন।

আজ আওয়ামিলীগের নেতাকর্মীদের যেমন দুর্দশা, তেমনি দুদিন পরে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরও তেমন দুর্দশা হবে! এটা ক্লিয়ার। দোষ থাক বা না থাক।
অতএব এসব নোংরা রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনের সাথেসাথে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলে দিবেন না।
#নাসিহাহ্

28/06/2025

যে ব্যক্তি (অফলাইনে গোপনে) যত বউ বা জামাই পাগল,
সে তত চরিত্রবান।✅

27/06/2025

দু’আ বিহীন প্রশংসা বদ নজর!
আর বদ নজরের বিষয়টি শতভাগ সত্য।

Address


Telephone

+966542741890

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসিহাহ্' -نصيحه posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসিহাহ্' -نصيحه:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share