নাসিহাহ্' -نصيحه

নাসিহাহ্' -نصيحه ❝প্রচার করো
যদি একটিমাত্র আয়াতও হয়❞
-বুখারী:৩৪৬১

❝উপদেশ তারাই গ্রহণ করে
যারা জ্ঞানবান❞
-বাকারা:২৬৯

22/08/2025

রুকইয়াহর সময় শরীরে থাকা জ্বিনের রিয়াকশন।

[ভিডিও : রাক্বী ইব্রাহিম হাজিমী আল-মাগরিবী]

রুকইয়াহ শারীয়াহ চিকিৎসা নিতে যোগাযোগ করুন
Md. Shahin Mulla
☎️01773028642 (WhatsApp)
⛳শাহ মাখদুম থানার মোড় রাজশাহী।

তাওহীদের দেশের চিত্র🇸🇦পবিত্র মাসজিদুন নববীতে❤️
21/08/2025

তাওহীদের দেশের চিত্র🇸🇦
পবিত্র মাসজিদুন নববীতে❤️

21/08/2025
19/08/2025

তিনি আল্লাহ, যিনি কোন প্রার্থনাকারীকে খালি হাতে ফিরিয়ে দেন না এবং তাঁর সাথে নীরবে কথা বলা কাউকে বিমুখ করেন না। তিনিই সবকিছুর একচ্ছত্র মালিক।
কিন্তু আমরা দূআবিমুখ।
আর সে দিনের ভয় কর, যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং কারও পক্ষে কোন সুপারিশও কবুল হবে না; কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং তারা কোন রকম সাহায্যও পাবে না। -[সূরা বাকারাহ, আয়াত: ৪৮]

এখানে যে সময়টির কথা বলা হয়েছে তা হচ্ছে বিচার দিবস। যেদিন সবাই নিজ নিজ আমল অনুযায়ী ফলাফল পেয়ে যাবে। আর সে মুহূর্তটা যা কতোটা চিন্তার হবে তা এই মুহূর্তে আমরা বুঝতে সক্ষম হবোনা। কারণ সেদিন মা তার আপন সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। অর্থাৎ সবাই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে যাবে। কেউ কারো জন্য সুপারিশ করারও সাহস করবেনা, কেউ কারো জন্য উপকার করতেও আসবেনা। কারণ সবাই তখন নিজেকে নিয়েই চিন্তিত থাকবে।

আর যারা ঈমান আনে নাই তাদের জন্য কোন সুপারিশই কাজ করবে না। তাদের প্রিয়জনরাও তাদেরকে বাঁচাতে এগিয়ে আসবেনা। তারা তাদের দুনিয়া সমান সম্পদ দিয়ে বাঁচতে চাইলেও তা কবুল করা হবেনা। অর্থাৎ তারা তখন ফলাফল লাভের চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। তাই তাদের কোন চেষ্টাই আর কাজে আসবে না। আর এ বিষয়ে আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআ'লা কুরআনুল কারীমে অনেক আয়াত নাযিল করেছেন।

আল্লাহ্ তা'আলা বলেন:
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে কেউ তা বহন করবে না- যদি সে নিকটবর্তী আত্মীয়ও হয়। -(কুরআন, ৩৫:১৮)
সেদিন তারা প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। -(কুরআন, ৮০:৩৭)
হে মানব জাতি! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে, যখন পিতা পুত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। -(কুরআন, ৩১:৩৩)
#নাসিহাহ্

এক ব্যক্তি একজন জ্ঞানীকে বললো: আমাকে শেখান কিভাবে আমার সন্তানকে বড় করব…তিনি বললেন: তার বয়স কত?উত্তরে বললো: সাত মাস।তিন...
19/08/2025

এক ব্যক্তি একজন জ্ঞানীকে বললো: আমাকে শেখান কিভাবে আমার সন্তানকে বড় করব…

তিনি বললেন: তার বয়স কত?

উত্তরে বললো: সাত মাস।

তিনি বললেন, 'দেরি হয়ে গেছে, শিশুদের লালন-পালন শুরু হয় তাদের 'মা' নির্বাচন থেকে।'
#নাসিহাহ্

পাকিস্তানের জন্য সবাই দো'আ করুন।💔
17/08/2025

পাকিস্তানের জন্য সবাই দো'আ করুন।💔

15/08/2025

এ কথা অনস্বীকার্য যে মুজিব একজন মুসলিম হয়েও সেকুলারিজম, লিবারিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এর মতো কুফরি তন্ত্রের প্রতিষ্ঠাতা ।
কেউ ইসলামের শরিআ শাসন বাদ দিয়ে এগুলো প্রতিষ্ঠা করলে তাকে মুসলিম বলা দুস্কর।
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহ.বলেন:-
“এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে,যে ব্যাক্তি আল্লাহর বিধান অনু্যায়ী ফয়সলা করা ওয়াজিব মনে করে না,এমন ব্যাক্তি কাফের।সুতরাং,আল্লাহর বিধান ব্যতীত অন্য কোন ব্যবস্থাকে ন্যায় সংগত এবং ইনসাফপূর্ণ বলে লোকদের মামলা মুকাদ্দামায় সে অনু্যায়ী ফয়সালা করাকে সাংবিধানিক বা বৈধ মনে করে তাহলে সে কাফের।”

(মিনহাজুস সুন্নাহ,৫/১৩০)
#নাসিহাহ্

‎উত্তম মুসলিম।আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, 🟢 রাসূলুল্লাহ (সাঃ) কে প্রশ্ন করা হলো, সবচেয়ে ভাল মুসলিম কে? তিনি বল...
15/08/2025

‎উত্তম মুসলিম।

আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন,
🟢 রাসূলুল্লাহ (সাঃ) কে প্রশ্ন করা হলো,
সবচেয়ে ভাল মুসলিম কে?
তিনি বললেন,
যে ব্যক্তির জিহ্বা (কথাবার্তা) ও হাত (কাজ) হতে মুসলিমগণ নির্বিঘ্ন থাকে।

সহীহঃ বুখারী, মুসলিম।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫০৪
হাদিসের মান: সহিহ হাদিস
#নাসিহাহ্

এ যেন পুরাই বাংলা সিনেমার শেষ অংশ।মা|রামা|রি, লো|ট ও খু|ন হওয়ার পর পুলিশ আসতো।আর পর্যাপ্ত প্রমাণ থাকার পরও আ|সামি কে ধরা...
13/08/2025

এ যেন পুরাই বাংলা সিনেমার শেষ অংশ।
মা|রামা|রি, লো|ট ও খু|ন হওয়ার পর পুলিশ আসতো।
আর পর্যাপ্ত প্রমাণ থাকার পরও আ|সামি কে ধরা হতো না, বাস্তবেও ব্যতিক্রম নয়।
same to same.

13/08/2025

বয়স অনুযায়ী জান্নাতী ১০ জন সাহাবীর ইসলাম গ্রহণের ক্রম
• ১০ বছর — আলী ইবনু আবী তালিব
• ১৫ বছর — ত্বালহাহ ইবনু উবাইদুল্লাহ
• ১৬ বছর — যুবাইর ইবনুল-আওয়াম
• ১৭ বছর — সা‘দ ইবনু আবী ওয়াক্কাস
• ১৯ বছর — সাঈদ ইবনু যায়েদ
• ২০ বছর — উসমান ইবনু আফফান
• ২৬ বছর — উমার ইবনু আল-খাত্তাব
• ২৭ বছর — আবূ উবাইদাহ ইবনুল-জাররাহ
• ৩০ বছর — আব্দুর রহমান ইবন আওফ
• ৩৮ বছর — আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু

~প্রফেসর ড.আবু বকর মুহাম্মাদ জাকারিয়া
হাফিজাহুল্লাহ

নাম-লিমনসে পেশায় একজন ভ্যান চালকসে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্ম...
13/08/2025

নাম-লিমন
সে পেশায় একজন ভ্যান চালক
সে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতো।

কে জানতো যে তার ইনকামের একমাত্র মাধ্যম ভ্যান তার জীবন টাই কেড়ে নিবে!
কে বা কারা তাকে হত্যা করে রেখে ভ্যান নিয়ে চলে যায়।
অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে গত রাতে তার লাশ পাওয়া যায়।

জাতি হিসেবে কতই না জঘন্য নির্লজ্জ মোরা।

কিয়ামতের পূর্বে হ ত্যা বৃদ্ধি পাবে।

যে ব্যক্তি অন্যায় ভাবে কাউকে হ ত্যা করল সে যেন সমস্ত মানব জাতিকে হ ত্যা করল।
(সূরা মায়িদাহ আয়াত ৩২)

11/08/2025

আপনি মানুষের কয়টা অপরাধ গোপন রাখছেন?
🎙️ শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিয্বাহুল্লাহ
#নাসিহাহ্

Address

Riyadh

Telephone

+966542741890

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসিহাহ্' -نصيحه posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসিহাহ্' -نصيحه:

Share

Category