নাসিহাহ্' -نصيحه

নাসিহাহ্' -نصيحه ❝প্রচার করো
যদি একটিমাত্র আয়াতও হয়❞
-বুখারী:৩৪৬১

❝উপদেশ তারাই গ্রহণ করে
যারা জ্ঞানবান❞
-বাকারা:২৬৯

16/11/2025
15/11/2025

শিক্ষার্থী ও সুধী সমাবেশ ┇প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব┇আল্লামা ইবতিসাম ইলাহী যহীর ┇আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

15/11/2025
Like this page
12/11/2025

Like this page

12/11/2025

🔰 নেতা সাহেবের কান্ড দেখুন ‼
🔰 বর্তমান রাজনীতির আসল চেহারা বনাম ইসলামী খেলাফত 🔰
◾ বাস্তবমুখী ইসলামী নাটক ◾

🌸"সোনামণি" কেন্দ্রীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার ২০২৫
নাটকের নাম : শান্তি ও ন্যায়ের পথ ইসলামী খেলাফত

🍁 সোনামণি (একটি আদর্শ জাতীয় শিশু-কিশোর সংগঠন)🌸

🌸 সভাপতি :
🎙মুহাম্মাদ রবীউল ইসলাম
▪কেন্দ্রীয় পরিচালক, সোনামণি সংগঠন।
🔴 প্রধান অতিথি :
🔰🎙প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
▪ আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
▪প্রধান পৃষ্ঠপোষক, সোনামণি সংগঠন।
🗓 তারিখ : ১০ই অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার ।
📌 স্থান : আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, পূর্ব পার্শস্থ ময়দান, নওদাপাড়া, রাজশাহী।
🌸আয়োজনে : সোনামণি
(একটি আদর্শ জাতীয় শিশু-কিশোর সংগঠন
🔴 অভিনয়ে 🔴
১. মুতাসিম বিল্লাহ (দাওরা ফারেগ মারকায়)
২. মোস্তাক আহমাদ (৯ম)
৩.হোসাইন আহমাদ হিমেল (অষ্টম )
৪.মুনাইম বিল্লাহ (নবম )
৫.সাদমান ইসলাম (অষ্টম )
৬.আব্দুর রহমান (অষ্টম )
৭.রাফিউল ইসলাম (অষ্টম )
৮.রিয়াদ হাসান (নবম )
৯.আসমাউল ইসলাম (নবম )
১০.রেজওয়ান (৯ম)
১১.আব্দুল্লাহ জাসিম (৮ম)
১২.আব্দুল মুমিত(৬ষ্ট)
১৩. আল সাবিল(৮ম)
১৪.মুস্তাক (নবম)
১৫. আব্দুল আজিজ (৫ম)

08/11/2025

৯ম বার্ষিক সালাফী কনফারেন্স পুনঃপ্রচার ২য় দিনের ২য় অধিবেশন। Al-Itisam TV

• ৯ম বার্ষিক সালাফী কনফারেন্স-২০২৫
তারিখ: ৬ ও ৭ নভেম্বর ২০২৫
স্থান: আল-জামি'আহ আস-সালফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
এবারের প্রতিপাদ্য: ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ। | Al-Itisam TV

07/11/2025
06/11/2025
06/11/2025
03/11/2025
02/11/2025
গল্পটি ভালো লাগলো, শেয়ার করলাম…এক ব্যক্তি বিবাহ করল। বিয়ের প্রথম দিন সে, তার মা ও তার নববধূ একসাথে খাবার টেবিলে বসল।সে ...
01/11/2025

গল্পটি ভালো লাগলো, শেয়ার করলাম…

এক ব্যক্তি বিবাহ করল। বিয়ের প্রথম দিন সে, তার মা ও তার নববধূ একসাথে খাবার টেবিলে বসল।
সে খাবারের বড় অংশ ও যত্নের আচরণ নববধূর প্রতি করল—এই ভেবে যে, আজ তার জীবনের প্রথম দিন, তাই তাকে খুশি রাখা দরকার।
আর তার মায়ের জন্য দিল সামান্য খাবার, কোনো যত্ন বা মনোযোগ ছাড়াই।

নববধূ বিষয়টি লক্ষ্য করল। সে ছিল জ্ঞানী ও বংশে মহীয়সী নারী।
তখনই সে স্বামীকে বলল:
“আমাকে এখনই তালাক দাও।”

স্বামী অবাক হয়ে অনুরোধ করল, “তুমি এমন কথা কেন বলছ? কী হয়েছে?”
সে উত্তর দিল:
“কারণ রক্তের বৈশিষ্ট্য বংশে বহমান হয়, আমি চাই না আমার সন্তান এমন একজনের রক্ত বহন করুক, যে নিজের মাকে এমনভাবে অপমান করে।”

দুঃখজনকভাবে অনেক নারী মনে করে—যখন স্বামী তাকে মায়ের ওপরে প্রাধান্য দেয়, তখন সে জয়ী হয়েছে, এখন তার জীবন নিশ্চিন্ত!
কিন্তু সে ভুলে যায় — “যেমন করবে, তেমনই প্রতিদান পাবে (كما تدين تدان)”।

নারীটি তার থেকে তালাক নিল।
এরপর আল্লাহ তাকে এমন এক স্বামী দান করলেন, যে তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত ও সদাচারী।
এরপর অনেক বছর কেটে গেল, সে সন্তান-সন্ততি পেল।

একদিন সে উটের হাওদায় (পর্দাযুক্ত আসন) চড়ে সফরে ছিল।
তার সন্তানরা মায়ের হাওদার যত্ন নিচ্ছিল, যেন মা ক্লান্ত না হন।
পথে তারা এক কাফেলা দেখতে পেল, যার পেছনে এক বৃদ্ধ খালি পায়ে হেঁটে চলেছে, কেউ তার খেয়াল রাখছে না।

সে তার সন্তানদের বলল:
“ওই মানুষটিকে আমার কাছে নিয়ে এসো।”
তারা নিয়ে এলো।
দেখে সে বলল, “তুমি কি আমাকে চিনতে পেরেছ?”
বৃদ্ধ বলল, “না।”
সে বলল, “আমি তোমার সেই আগের স্ত্রী — মনে আছে আমি বলেছিলাম, ‘العرق دساس’ — রক্তের স্বভাব বংশে বহমান হয়।”
“দেখো, আজ আমার সন্তানরা কত অনুগত, কীভাবে আমার যত্ন নেয়; আর তুমি দেখো তোমার অবস্থা — কোথায় তোমার সন্তানরা?
কারণ তুমি তোমার মাকে অপমান করেছিলে — এটাই তোমার প্রতিফল।”

তারপর সে সন্তানদের বলল:
“ওনার যত্ন নাও, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।”

উপদেশ:
প্রত্যেক স্ত্রী যেন মনে রাখে —
যেমন করবে, তেমনই প্রতিদান পাবে (كما تدين تدان)।
এবং হে স্বামী! এ কথাটি তোমার জন্যও প্রযোজ্য।

তোমাদের মায়েদের ও পিতাদের প্রতি কোমল হও, তাদের অবহেলা কোরো না, কষ্ট দিয়ো না।
হে স্ত্রী, তোমার স্বামীকে তার মায়ের প্রতি অনুগত হতে দাও, বরং তাকে সহায়তা করো।
আর হে স্বামী, তোমার স্ত্রীকে তার মায়ের প্রতি অনুগত হতে দাও, তাকেও সহায়তা করো।

কারণ জীবন খুবই সংক্ষিপ্ত, আর একদিন তোমারও তোমার কাজের প্রতিদান পেতে হবে।
✒️ Professor Dr. Abubakar Muhammad Zakaria hafizahullah
#নাসিহাহ্

Address

Riyadh

Telephone

+966542741890

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসিহাহ্' -نصيحه posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসিহাহ্' -نصيحه:

Share

Category