23/02/2024
আমায় যদি গো মনে পড়ে কভু,ফুল দিয়ো সমাধিতে ,,এই জনমে বুঝাতে পারি নি আমার এই ভালবাসা আ, বুঝাবো কেমনে ভাবিনি তো আগে ছিলো তোমার মায়া,হয়তো সেদিন আর আসবে না ফিরে ,,হয়তো সেদিন আর আসবে না ফিরে ,এ মাটির পৃথীবিতে ,,ফুল দিয়ো সমাধিতে ,,আমায় যদি গো মনে পড়ে কভু ফুল দিয়ো সমাধি তে এএএ,,ভুল করে আমি তোমারে দিয়েছি মালা ,,কে জানিতো আগে এ মালার এতো জ্বালা আ আ (২)এই আধারে চিনিতে যে পারি নি ছিলো তোমার ছায়া আ,,চিনিবো কেমনে ভাবিনি তো আগে ছিলো তোমার মায়া ,,হয়তো সেদিন আর আসবে না ফিরে ,,,,হয়তো সেদিন আর আসবে না ফিরে ,এ মাটির পৃথিবীতে ,,এ এ এ ফুল দিয়ো সমাধি তে ,,