Made In Noakhailla

Made In Noakhailla Noakhali,Chatkhil,BANGLADESH

[১০৭:৪] আল মাঊনفَوَيلٌ لِلمُصَلّينَবায়ান ফাউন্ডেশন:অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,[১০৭:৫] আল মাঊনالَّذينَ هُم ع...
08/10/2024

[১০৭:৪] আল মাঊন

فَوَيلٌ لِلمُصَلّينَ

বায়ান ফাউন্ডেশন:
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
[১০৭:৫] আল মাঊন

الَّذينَ هُم عَن صَلاتِهِم ساهونَ

বায়ান ফাউন্ডেশন:
যারা নিজদের সালাতে অমনোযোগী,
[১০৭:৬] আল মাঊন

الَّذينَ هُم يُراءونَ

বায়ান ফাউন্ডেশন:
যারা লোক দেখানোর জন্য তা করে,

01/11/2023

[৮৭:১৬] আল আ'লা

بَل تُؤثِرونَ الحَياةَ الدُّنيا

বায়ান ফাউন্ডেশন:
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।
[৮৭:১৭] আল আ'লা

وَالآخِرَةُ خَيرٌ وَأَبقى

বায়ান ফাউন্ডেশন:
অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।
[৮৭:১৮] আল আ'লা

إِنَّ هذا لَفِي الصُّحُفِ الأولى

বায়ান ফাউন্ডেশন:
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।
[৮৭:১৯] আল আ'লা

صُحُفِ إِبراهيمَ وَموسى

বায়ান ফাউন্ডেশন:
ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।

31/10/2023

[২:২৮৬] আল বাকারা

لا يُكَلِّفُ اللَّهُ نَفسًا إِلّا وُسعَها لَها ما كَسَبَت وَعَلَيها مَا اكتَسَبَت رَبَّنا لا تُؤاخِذنا إِن نَسينا أَو أَخطَأنا رَبَّنا وَلا تَحمِل عَلَينا إِصرًا كَما حَمَلتَهُ عَلَى الَّذينَ مِن قَبلِنا رَبَّنا وَلا تُحَمِّلنا ما لا طاقَةَ لَنا بِهِ وَاعفُ عَنّا وَاغفِر لَنا وَارحَمنا أَنتَ مَولانا فَانصُرنا عَلَى القَومِ الكافِرينَ

বায়ান ফাউন্ডেশন:
আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।

17/09/2023
খুব বোরিং একটা সময় পার কোরছি।আর কত মোবাইল এর উপর নির্যাতন করা যায়।এমন একটা সময় যে কাহারো সাথে যে সময় কাটাবো সেই সুযোগটি ...
15/07/2023

খুব বোরিং একটা সময় পার কোরছি।আর কত মোবাইল এর উপর নির্যাতন করা যায়।এমন একটা সময় যে কাহারো সাথে যে সময় কাটাবো সেই সুযোগটি ও নেই।😔😔😔😔😔

11/07/2023

বিয়ের পরে কিছু মেয়ে সত্যি এমন হয়।

সবাই বলে স্বপ্ন কখনো সত্য হয় না।তবুও স্বপ্ন দেখা শেষ কোরছি না।আমার মতে স্বপ্ন দেখি বলেই সুখ দুঃখ টা পূর্ণতা পায়।সামনে এগ...
30/06/2023

সবাই বলে স্বপ্ন কখনো সত্য হয় না।তবুও স্বপ্ন দেখা শেষ কোরছি না।আমার মতে স্বপ্ন দেখি বলেই সুখ দুঃখ টা পূর্ণতা পায়।সামনে এগিয়ে চলার সাহস পাই।তাই স্বপ্নই এখন আল্লার পরে আমার সব পূর্ণতার একমাত্র আশা ও ভরশার নাম।ইনশাআল্লাহ একদিন আমিও আমার কাংখিত লক্ষে পৌছাবো।

09/06/2023

মাশা আল্লাহ।আমার ছোট আব্বাজান একটু একটু করে বড় হচ্ছে আর দুষ্টামি কোরছে।

সৌদি আরবের নাম করা একটি শফিংমলে কিছু সময়।সবাই ভাল থাকবেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন।মা কে বেশি ভালোবাসবেন।
07/06/2023

সৌদি আরবের নাম করা একটি শফিংমলে কিছু সময়।সবাই ভাল থাকবেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন।মা কে বেশি ভালোবাসবেন।

27/05/2023

I've received 13,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

I've just reached 3K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
24/05/2023

I've just reached 3K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

14/05/2023

আজ বিশ্ব মা দিবস।আজকে অনেকে এই দিবসটিকে অনেকভাবে অনুভব করছে।কিন্তু আমি আমার মাকে সব সময় একি ভাবে ভালোবাসি।আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমার বাবা ও মা এখনো পৃথিবীতে আমাদের আগলে রাখছে।হয়ত আমি দূর প্রবাসে কিন্তু মায়ের ভালোবাসা আমার জন্য এক ফোটা ও কম নয়।দিন শেষে আমি মাকে ফোন দেওয়ার আগে মা আমাকে ফোন দেয়।জানিনা প্রবাস থেকে বাড়ীগেলে আমার মা ও বাবাকে পাবো কিনা। তাদের থেকে যে আমাকে মাফ চেয়ে নিতে হবে।আমি যে শত অন্যায় করেছি তাদের সাথে।সব শেষ আল্লাহর কাছে চাওয়া আল্লাহ যেনো আমার বাবা ও মাকে হাজার বছর হায়াত দান করে।
I LOVE YOU MA
I LOVE YOU BABA.

08/05/2023

জায়গাটির নাম হচ্ছে সৌইদি।রিয়াদ শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা।সবাই শেয়ার করবেন অবশ্যই।

04/05/2023

নতুন গন্তব্য স্থলে যাওয়ার সময়ের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার কোরলাম।

03/05/2023

সৌদিয়ান ইয়াং স্টার দের সাথে বিনদনের কিছু মূহর্ত।সবাই আমার ফেইজটাকে ফলো করে দিয়েন।

Address

Riyadh

Telephone

+966571379311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Made In Noakhailla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Made In Noakhailla:

Videos

Share