Naim আল্লাহ আমার রব,এই রবই আমার সব,দমে দমে তনু মনে তারই অনুভব❤️

16/09/2025
🤎
05/09/2025

🤎

03/09/2025

ছোট মেয়েটার অনেক বুদ্ধিমতি 🤎

28/08/2025
27/07/2025

আপনার নেয়া প্রতিটা সিদ্ধান্তই সঠিক হবে যদি আপনি সফল হতে পারেন...

আল্লাহুম্মাগফিরলি
27/07/2025

আল্লাহুম্মাগফিরলি

আমি NCP-এর কেউ না—শুধু তাদের সাম্প্রতিক কাজের জন্য প্রশংসা করছি।মাত্র মাস দেড়েক আগে তাদের একটি প্রোগ্রামে মাঠ ছিলো ফাঁকা...
18/07/2025

আমি NCP-এর কেউ না—শুধু তাদের সাম্প্রতিক কাজের জন্য প্রশংসা করছি।
মাত্র মাস দেড়েক আগে তাদের একটি প্রোগ্রামে মাঠ ছিলো ফাঁকা, খালি চেয়ারেই ভরপুর। অথচ এখন, মাত্র ৩-৪ মাসের ব্যবধানে, তাদের জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে।

প্রশ্ন জাগে—এটা কীভাবে সম্ভব?
সম্ভব, কারণ মানুষ কাজ দেখে। হয়তো অন্য অনেক দল নিজেদের কর্মকাণ্ডের কারণে জনসমর্থন হারাচ্ছে। এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন কি—২৪-এর অভ্যন্তরের পর কোন দলের প্রতি আপনার আস্থা সবচেয়ে বেশি?

আজকের বাস্তবতায় বলা যায়, NCP মানে এখন জনতা—আর জনতাই আসল ক্ষমতা।
মাত্র চার মাসে যদি এতটা জনপ্রিয়তা তৈরি করতে পারে, তাহলে সময় পেলে তারা আরও কী করতে পারে, সেটা ভেবে দেখার বিষয়।

আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নেতার কাছে জনগণ যাবে না, বরং নেতা আসবে জনগণের কাছে।
নির্বাচনে যেই জিতুক, দেশের মঙ্গল হোক—এটাই চাওয়া।

সচেতন নাগরিক হিসেবে যা ভালো লাগে, সেটার প্রশংসা করাই দায়িত্ব।
NCP-এর বর্তমান কাজ প্রশংসার যোগ্য—এ কথা বললেই কেউ NCP হয়ে যায় না।

🕊️ একটি মানবিক সমাজের রূপরেখা | কোরআনের আলোকে 🕊️আমরা সবাই এমন একটি সমাজ চাই— যেখানে থাকবে না হিংসা, লোভ, অন্যায় বা বৈষম্...
12/07/2025

🕊️ একটি মানবিক সমাজের রূপরেখা | কোরআনের আলোকে 🕊️

আমরা সবাই এমন একটি সমাজ চাই— যেখানে থাকবে না হিংসা, লোভ, অন্যায় বা বৈষম্য। কিন্তু সেই সমাজ কেমন হতে পারে? কোরআন আমাদের দেখিয়ে দিয়েছে সেই মানবিক সমাজের পথনির্দেশ।

✨ ১. আল্লাহভীতি ও ইমানের ভিত্তি
একটি ন্যায়ের সমাজ গঠনের জন্য দরকার আল্লাহর প্রতি বিশ্বাস ও তাকওয়া।
📖 “তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাশীল সে-ই, যে সর্বাধিক পরহেজগার।” (সূরা হুজুরাত ৪৯:১৩)

⚖️ ২. ন্যায়বিচার ও সমতা
নিরপেক্ষ বিচার, সত্যের পক্ষে অবস্থান— এটাই ইসলামের মূল শিক্ষা।
📖 “ন্যায়বিচার করো, তা যদি নিজের বিরুদ্ধেও হয়।” (সূরা নিসা ৪:১৩৫)

❤️ ৩. দয়া ও সহানুভূতি
মানবিক সমাজে দরিদ্র, এতিম, অসহায়দের পাশে দাঁড়ানো ফরজ।
📖 “তারা খাদ্য দান করে আল্লাহর ভালোবাসায়— মিসকিন, ইয়াতীম ও বন্দিকে।” (সূরা দাহর ৭৬:৮)

☮️ ৪. শান্তিপূর্ণ সহাবস্থান
ভিন্ন ধর্ম, মত ও চিন্তাকে সম্মান করাই মানবিকতা।
📖 “তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য।” (সূরা কাফিরুন ১০৯:৬)

👨‍👩‍👧‍👦 ৫. পারিবারিক বন্ধন ও সামাজিক দায়িত্ব
আত্মীয়স্বজন ও প্রতিবেশীর হক আদায় করাও ঈমানের অংশ।
📖 “আত্মীয়দের হক দাও।” (সূরা ইসরা ১৭:২৬)

💰 ৬. সম্পদের সুষম বণ্টন (জাকাত/দান)
ধনী-গরিবের ব্যবধান কমিয়ে সমাজে ভারসাম্য আনে।
📖 “তাদের সম্পদে নির্দিষ্ট হক আছে— ভিখারি ও বঞ্চিতের জন্য।” (সূরা জারিয়াত ৫১:১৯)

📚 ৭. জ্ঞান ও শিক্ষার প্রসার
শিক্ষাই সমাজকে গড়ে তোলে— কোরআন জানার উপর জোর দেয়।
📖 “যারা জানে ও যারা জানে না— তারা কি সমান?” (সূরা জুমার ৩৯:৯)

🚫 ৮. অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো
নীরব থাকা নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানের দাবি।
📖 “সত্য ও ন্যায়ের জন্য সাক্ষ্য দাও, যদিও তা নিজের বিরুদ্ধে হয়।” (সূরা নিসা ৪:১৩৫)



📌 শেষ কথা:
একটি মানবিক সমাজ গড়তে হলে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোরআনের এই দিকনির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। মানবিকতা শুরু হোক নিজের ভেতর থেকে।

🤲 আসুন, আমরা আগে মানুষ হই। তারপর মুসলমান, তারপর কিছু আর নয়…

#মানবিকতা #ইসলাম #কোরআনেরআলোকে #সমাজ_গঠনের_পথ
#মানুষ_হয়ে_উঠি

09/07/2025

আলহামদুলিল্লাহ # Naim Sarker

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share