F e e l i n g -অনুভূতি

F e e l i n g -অনুভূতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from F e e l i n g -অনুভূতি, Digital creator, Saudi Arabia Riyadh, Riyadh.

06/04/2025

মনে রাখা হবে, পাকিস্তান ছিল একটি পার*মাণ*বিক শক্তিধর দেশ, তবুও সে ফিলিস্তান কে সাহায্য করতে পারেনি। মিশরের ছিল নীল নদ, কিন্তু গাজা তৃষ্ণায় মারা গেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ছিল তেলের সমুদ্র, অথচ গাজার হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে ছিল না এক ফোঁটা জ্বালানি। মনে রাখা হবে, মুসলমানদের ছিল ৫০ লক্ষেরও বেশি সৈন্য, ভারী অ*স্ত্রশ*স্ত্র, ক্ষে*প*ণাস্ত্র, যু*দ্ধ*বি*মা*ন—তবুও এসবের কিছুই গা+জা+য় পৌঁছায়নি সাহায্য দিতে।😥সব মনে রাখা হবে ইনশাআল্লাহ ☝️

🥰🥰🥰
04/04/2025

🥰🥰🥰

টাকা, যশ, খ্যাতি থাকলে অন্যের গার্লফ্রেন্ড ও আপনাকে বিয়ে করার জন্য পা''গল থাকবে! 😅💔বাস্তবতা এটাই।
05/01/2025

টাকা, যশ, খ্যাতি থাকলে অন্যের গার্লফ্রেন্ড ও আপনাকে বিয়ে করার জন্য পা''গল থাকবে! 😅💔

বাস্তবতা এটাই।

আলহামদুলিল্লাহ...  আল্লাহ আপনার পক্ষ থেকে তার ব্যাথা বাড়িয়ে দিন এবং এই ক্যান্সার তার প্রতিটি অঙ্গে বিকশিত করুন, এবং তা...
02/01/2025

আলহামদুলিল্লাহ...
আল্লাহ আপনার পক্ষ থেকে তার ব্যাথা বাড়িয়ে দিন এবং এই ক্যান্সার তার প্রতিটি অঙ্গে বিকশিত করুন, এবং তার ব্যথা এমন একটি বিন্দুতে বাড়িয়ে দিন, যখন সে মৃত্যু চাইবে তখন আপনি তাকে মৃত্যু দিবেন না...
🤲হে আল্লাহ! আপনি তাকে সহজ মৃত্যু দিয়েন নাহ্!..
ধুঁকে ধুঁকে, কষ্টে-দুঃখে, যাতনায়, পঁচে পঁচে মৃত্যু দিন। আর তার জন্য প্রস্তুত রাখুন, যন্ত্রণাদায়ক আগুন ও কঠিন আযাব। ইয়া আল্লাহ আপনি ছাড়া কোন সত্য ইলাহ নেই।আপনি আমাদের দোয়া কবুল করে নিন ইয়া আল্লাহ।
آمين يا رب العالمين....
২০২৫ সালের প্রথম দোয়া হে প্রভু আপনি লাখ লাখ মুসলিমের পক্ষ থেকে দোয়াটাকে কবুল করে নিন।আমিন।

07/11/2024

Apni kunta Ami ❤️..
07/11/2024

Apni kunta
Ami ❤️..

06/11/2024

কারণে অকারণে কাওকে ইচ্ছাকৃত ভাবে ছোট করলে নিজের অজান্তেই আপনি আপনার চারপাশের লোকজনের কাছে একজন ছোটলোক হিসেবে বিবেচিত হন।

জেনে রাখুন, তারা আপনাকে করুণা করে বিধায় মুখের উপরে ছোটলোক বলতে পারে না।

14/09/2024

ঘুমাও! যে সারাদিন তোমার খোঁজ নেইনি, সে রাতে তোমাকে বিয়ে করতে আসবেনা

15/08/2024

জনে জনে খবর দে,
শোক দিবসের কবর দে...
১৫ই আগস্ট বেরোইস না,
নিজের কপাল পুড়াইস না...✊

🇧🇩🇧🇩🇧🇩মনে হয় গরিবের বউ এখন আর ভাবি নয়🇧🇩🇧🇩🇧🇩ভারতীয় এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন:"বাংলাদেশকে যদি কোনভ...
15/08/2024

🇧🇩🇧🇩🇧🇩মনে হয় গরিবের বউ এখন আর ভাবি নয়🇧🇩🇧🇩🇧🇩

ভারতীয় এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন:

"বাংলাদেশকে যদি কোনভাবে আনস্টেবল করা হয়, তাহলে কেউ স্ট্যাবল থাকবে না। মায়ানমার, ভারত, সেভেন সিস্টার কেউই না।

আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, তাহলে সবকিছুই স্থিতিশীল থাকবে।"

শেখ মুুজিবের ছবি এবং মুর্তি পাবলিক কেনো নামাচ্ছে, এটা তার মেয়েকে জিজ্ঞেস করেন। উনি কী কী করেছেন, সেটা তিনিই ভালো জানেন।

দেশে যে হানাহানি হচ্ছে, এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়াজনিত। শীঘ্রই থেমে যাবে।

** এই বক্তব্যে বুঝা যাচ্ছে উনি কত বড় মাপের আন্তর্জাতিক খেলোয়াড়।

14/08/2024

নানী আবারও প্রমান করলো মেয়েরা ছেড়ে চলে গেলেও আবার ফিরে আসার জন্য ছটফট করে!

14/08/2024

কিছু মানুষ বহু বছরের স্বৈরাচার সহ্য করবে , কিন্তু ভাল পরিবর্তনের জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে না ... !!

10/08/2024

পারিবারিক চাপের কারণে আমার গো'পালগঞ্জের ভাইদের পাশে দাড়াতে পারলাম না!

05/08/2024

নৌকা ডুবে গেছে, এখন ধান চাষ করবেন এই কথা ভাইবেন না।

Address

Saudi Arabia Riyadh
Riyadh
2345

Telephone

+966506372592

Website

Alerts

Be the first to know and let us send you an email when F e e l i n g -অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F e e l i n g -অনুভূতি:

Share