People are for people

People are for people I love you all friend, please follow new friend

30/11/2025

মিথ্যে যতদিন সত্য রূপান্তরিত হয় ,,, সত্য ঠিকই প্রকাশ হয়ে যায়

29/11/2025

আপনার পরিকল্পনা না থাকলে মিনত করে ইনকাম করতে হবে,, বসে ইনকাম করতে চান পরিকল্পনা করুন,, সাকসেস হিস্টোরি

28/11/2025
28/11/2025

যারা সফলতার পরিশ্রমী আপনারা সারাদিন

28/11/2025

স্বপ্ন তারাই পূরণ করে যারা পরিশ্রমী এবং লেগে থাকে
পরিশ্রমের যোগ্যতা আছে

28/11/2025

রিস এবং এনগেজমেন্ট পোস্টে লাইক দিয়ে বাড়িয়ে নিন

28/11/2025

Let's go back to back

26/11/2025

Everyone friend how are you
আমাকে কেমন লাগছে

25/11/2025

যে কেউ যে কোনো দেশের থেকে যুক্ত হতে পারেন,, বিনা পুঁজিতে ব্যবসা
কারো সাথে লেনদেন নাই,, আপনি যোগাযোগ করুন

22/11/2025

‘সকালের ভূমিকম্পে ব্যাপক ভয়ে আছিলাম। এর মাঝে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। দৌড়াইয়া গিয়া দেখি পাশের বাড়ির উঁচু দেয়াল ভাইঙ্গা গেছে। দেয়ালের নিচ থেকে ছোট্ট দুইটা হাত বাইর হইয়া আছে। ইট সরাইতে সরাইতে ছোট্ট মাইয়ারে বাইর করলাম। কিন্তু বাঁচাইতে পারলাম না। এ সময় দেখি আমাগোর ছোট্ট ফাতেমার সঙ্গে তার মা কুলসুমও চাপা পড়ছে। পরে তারেও বাইর করলাম।’ শুক্রবার সকালে ভূমিকম্পের ঘটনার এমন বিষাদ অভিজ্ঞতার বর্ণনা দেন রূপগঞ্জের ক্যানেলপাড়ার বাসিন্দা ইমতিয়াজ।

প্রতিবেশী ইমতিয়াজ বলেন, ‘মা কুলসুমের সঙ্গে নানাবাড়ি যাচ্ছিল দশ মাস বয়সী ফাতেমা। এ সময় এই ঘটনা ঘটে। এক মুহূর্তের ভূমিকম্প থামিয়ে দিলো তাদের সেই যাত্রা।’

আক্ষেপের সুরে তিনি বলেন, ‘ছোট্ট মাইয়াডা শেষ বিদায়েও বাবা মার সঙ্গ পাইলো না। তার মাকে হাসপাতালে ভর্তির জন্য দৌড়াচ্ছেন বাবা আব্দুল হক। তিনটা হাসপাতাল থেকে ফিরাইয়ে দিছে। এদিকে আমরা ফাতেমার দাফন কাজ সম্পন্ন করেছি।’

ফাতেমার খালু মোহাম্মদ হোসেন বলেন, ‘কুলসুমকে নিয়ে আমি ও আব্দুল হক এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুঁটছি। ইউএস বাংলা, ঢামেক, ন্যাশনাল- কোথাও কোনো সিট নেই। মাথায় আঘাত লইয়া মানুষ অচেতন, তাও ভর্তি নেবে না কয়। কেমন করে বাড়ি নেব?’

Address

Riyadh
12211

Alerts

Be the first to know and let us send you an email when People are for people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share