Anik Al Mahbub opu

Anik Al Mahbub opu আমি আমার নিজস্ব মতামত এবং দেশ-বিদেশের সাধারণ মানুষের মতামত গুলোই সবার সামনে ভিডিও আকারে প্রকাশ করি। মানুষের জীবন জীবিকা এবং অধিকার আদায়ের কথা বলি।

09/09/2025

ক্ষমা করো হে বটবৃক্ষ! ক্ষমা করো মোদের।🙏

আপনি যা ভাবছেন আমিও সেটাি ভাবছি🐸
08/09/2025

আপনি যা ভাবছেন আমিও সেটাি ভাবছি🐸

পুরুষের সমস্ত অসুখ টাকায়,তামাম দুনিয়ায় পুরুষ মানুষের টাকার চেয়ে বড় অসুখ নেই! পুরুষের সমস্ত ক্ষুধা টাকায়,তামাম দুনিয়ায় পু...
06/09/2025

পুরুষের সমস্ত অসুখ টাকায়,তামাম দুনিয়ায় পুরুষ মানুষের টাকার চেয়ে বড় অসুখ নেই! পুরুষের সমস্ত ক্ষুধা টাকায়,
তামাম দুনিয়ায় পুরুষ মানুষের স্বপ্নও টাকার খাঁচায় বন্দি! যতই প্রেম, যতই মায়া হোক, শেষমেষ হিসাবটা দাঁড়ায় মানিব্যাগের পাতায়!

বুক ভাঙা কান্না হোক,অথবা ঘরে মায়ের অসুখ,সব জায়গায় টাকা হয়ে দাঁড়ায় চাবির মতো, দরজার মতো, শ্বাসের মতো!

কেউ বলে পুরুষ শক্তির প্রতীক,
আসলে পুরুষ দুর্বলতার আরেক নাম,
যদি মানিব্যাগ খালি থাকে!

তামাম দুনিয়ায় পুরুষের ইজ্জত,আদর, ভালোবাসা, এমনকি তার চোখের পানি সব মাপা হয় টাকার দাঁড়িপাল্লায়!

পুরুষের সবচেয়ে বড় অভিশাপ হলো,
সে কাঁদতে পারে না, সে ভাঙতে পারে না,‌তবুও ভেতরে ভেতরে পচে যায় টাকার অভাবে!!

05/09/2025

বিয়ের ঘটকালি যে লোক গুলো করে আমার মনে হয় না এরা শুধু টাকার জন্য ঘটকালি করে।এরা আবার বেশিরভাগই বিবাহিত।
এদের উদ্দেশ্যটা এমন,আমি যখন টুপকি ম্রা খাইছি তখন কোনো শা/লার ছাড় নাই।

04/09/2025

আমরা যাদের ভালোবাসি তাদের হারানোর চিন্তা করাটাও ভয়ানক এবং ভয়ংকর।

Done✅
26/08/2025

Done✅

12/12/2024

সিলেট যেতে ইংরেজি শিখতে হবে।

27/10/2024

কত কথাই তো বলে ছিলো কিন্তু ছেড়েই তো গেসে💔

শুভ জন্মদিন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। 🙏তিনি কতোটা সরল জীবনযাপন করতেন তার প্রমাণ এই ছবি।  পিছনে সামান্য আলনা, খাটের...
27/10/2024

শুভ জন্মদিন
শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। 🙏
তিনি কতোটা সরল জীবনযাপন করতেন তার প্রমাণ এই ছবি। পিছনে সামান্য আলনা, খাটের পাশে রাখা চেয়ারে বসে রয়েছেন তিনি। অথচ তাঁকে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদেরাও বলতেন বাংলার বাঘ। বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদরা বলতো 'শেরে বাংলা'।
সত্যিকার অর্থেই তিনি ছিলেন গণমানুষের। আজকের দিনে যেখানে দলের সামান্য নেতা হতে পারলেই পা পড়েনা মাটিতে, আর এমপি হলে তো নিজেকে বাদশাই ভাবে সেখানে তিনি ছিলেন ১৯১৮ সালে ছিলেন অখণ্ড ভারতের জাতীয় কংগ্রেসের সাধারন সম্পাদক, ১৯২৪ সালে শিক্ষা মন্ত্রী, ১৯৩৫ সালে কলকাতার প্রথম মুসলমান মেয়র, ১৯৩৭ থেকে ১৯৪৩ পর্যন্ত ছিলেন অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রী, ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, ১৯৪৭ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ছিলেন আইন প্রশাসক, ১৯৫৫ থেকে ৫৬ সাল অব্দি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ১৯৫৬ থেকে ৫৮ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর, ১৯৫৮ সাল থেকে ৬১ সাল অব্দি পাকিস্তানের খাদ্য ও কৃষি মন্ত্রী।
বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন
'একদিনের কথা মনে আছে, আমি ও আব্বা রাত দুইটা পর্যন্ত রাজনীতির আলোচনা করি। আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন। শুধু বললেন, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের বিরুদ্ধে কোন ব্যক্তিগত আক্রমণ না করতে। একদিন আমার মা’ও আমাকে বলেছিনে, বাবা যাহাই করো, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না। শেরে বাংলা মিছিমিছিই ‘শেরে বাংলা’ হন নাই। বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিলো। যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি তখনই বাধা পেয়েছি। একদিন আমার মনে আছে একটা সভা করেছিলাম আমার নিজের ইউনিয়নে হক সাহেব কেন লীগ ত্যাগ করলেন, কেন পাকিস্তান চান না এখন? কেন তিনি শেমাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রীসভা গঠন করছেন। এই সমস্ত আলোচনা করছিলাম।
হঠাৎ একজন বৃদ্ধ লোক তিনি আমার দাদার খুব ভক্ত, আমাদের বাড়িতে সকল সময়ই আসতেন, আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন. তিনি দাঁড়িয়ে বললেন, ‘’যাহা কিছু বলার বলেন, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না। তিনি যদি পাকিস্তান না চান তাইলে আমরাও চাই না। জিন্নাহ কে? তার নামওতো শুনি নাই। আমাদের গরীবের বন্ধু হক সাহেব।'
আজ কিংবদন্তি এই রাজনীতিবিদের জন্মদিন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি বাংলার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হককে।

©

আহা মৃত্যু!!!মেয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য ঢাবি কেন্দ্রে আসে মাকে নিয়ে। মেয়ের যেমন চিন্তা বিশ্ববিদ্যালয়ের চা...
25/10/2024

আহা মৃত্যু!!!
মেয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য ঢাবি কেন্দ্রে আসে মাকে নিয়ে। মেয়ের যেমন চিন্তা বিশ্ববিদ্যালয়ের চান্স নিয়ে, মায়েরও তেমন চিন্তা। মায়েরা আসলে এমনই হয়। মা মেয়েকে কতো শান্তনা দিয়ে হলে পাঠিয়েছেন। কতো দোয়া জপতে লাগলেন। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ মা স্ট্রোক করে পরপারে চলে যায়। মেয়েটি জানেও না, তার‌ মা আর নেই। পরীক্ষা শেষে বের হয়ে দেখে তার জান্নাত আর নেই........💔

তুমি চলে যাওয়ার পরে কত কিছু হইলো। নিয়ম করে বৃষ্টি হয়,কত গুলো ভালো দিন আমার খারাপ গেলো। কত গুলো ভোর হইলো আমি দেখলাম না,গো...
24/10/2024

তুমি চলে যাওয়ার পরে কত কিছু হইলো। নিয়ম করে বৃষ্টি হয়,কত গুলো ভালো দিন আমার খারাপ গেলো। কত গুলো ভোর হইলো আমি দেখলাম না,গোধূলি বিকেলে তোমার সাথে কথা হইলো না। বিষাদে ভরা রাত কাটলো। তোমারে বারবার মনে হইলো। আমার কান্না পাইলো,আমার ভালো থাকা মন খারাপ হইলো। তুমি যাওয়ার পরে দিন বদলাইলো,নিজেকে চেনা গেলো। সহ্য শক্তি জানা হইলো,আজকাল শুধু শুধু মন খারাপ হয় কান্না পায়। সবকিছু তুমি চলে যাওয়ার পরেই হইলো।
©Md Musa
ক্লিক বাই Shafyee

এশ হাদা? কুল্লু তাবান কাতির। ওল্লাহি কসম বিল্লা কাতির মুশকিল।ওয়াদ্দি জুবালা।হুয়া নফর আলাতুল দুকদুক।
23/10/2024

এশ হাদা? কুল্লু তাবান কাতির। ওল্লাহি কসম বিল্লা কাতির মুশকিল।ওয়াদ্দি জুবালা।হুয়া নফর আলাতুল দুকদুক।

Address

Riyadh
14231

Telephone

+8801737314676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik Al Mahbub opu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik Al Mahbub opu:

Share