Nizam On The Go

Nizam On The Go আমার পেজটিতে স্বাগতম সবাইকে,পেজটিতে ফলো এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ পাশে পাবেন।
(7)

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
27/06/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

27/06/2025

এত সস্তায় নাস্তা কি খেয়েছেন সৌদি আরবে?


এটি হচ্ছে Nissan Sunny Car এর জেনুইন গিয়ার অয়েল, আপনার গাড়ির ভালো মাইলেজ পেতে হলে এবং গিয়ার ভালো রাখতে হলে প্রতি ৪০ থেকে...
26/06/2025

এটি হচ্ছে Nissan Sunny Car এর জেনুইন গিয়ার অয়েল, আপনার গাড়ির ভালো মাইলেজ পেতে হলে এবং গিয়ার ভালো রাখতে হলে প্রতি ৪০ থেকে ৫০ হাজার কিলোমিটার পর পর গিয়ার অয়েল পরিবর্তন করুন ।

শুধু রাইস কুকার না যেকোনো মেটাল বডির ইলেকট্রিক এপ্লাইয়েন্সের বডিকে প্রপারলি আর্থিং করা জরুরী। ইলেকট্রিক কাজের জন্য আমাদে...
26/06/2025

শুধু রাইস কুকার না যেকোনো মেটাল বডির ইলেকট্রিক এপ্লাইয়েন্সের বডিকে প্রপারলি আর্থিং করা জরুরী। ইলেকট্রিক কাজের জন্য আমাদের দেশে ৯৫% ক্ষেত্রেই কোন ইঞ্জিনিয়ারদের থেকে পরামর্শ নেয়া হয়না, এই কাজ করে মিস্ত্রিরা আর মালিকও খুব খুশী হয় যদি শুনে বাসার অয়ারিং থেকে একটা তার না দিলেও সব ঠিক মত চলবে তার গ্যারান্টি মিস্ত্রি দেয়। চলা আর নিরাপদে চলা এক জিনিশ না। যে মিস্ত্রি আপনার বাসায় ইলেকট্রিক লাইনে গ্রাউন্ডীং বা আর্থিং ছাড়াই কানেকশন দিয়ে চলে গেল আর আপনিও খুশী কিন্তু যখন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটবে তখন কি মিস্ত্রিকে খুঁজে পাবেন? সে দায়িত্ব নিবে?

ভারি লোডের জন্য ৩ পিনের প্লাগ এবং সকেট ব্যাবহারের বিধান রাখা হয়েছে আপনার নিরাপত্তার কথা চিন্তা করেই। কোন কারনে ফেজ থেকে লিকেজ কারেন্ট বা ফেজ যদি অ্যাপ্লায়েন্স এর বডিতে টাচ লেগে থাকে যদি প্রপার গ্রাউন্ডিং করা থাকতো তাহলে বাসার ফিউজ বা সার্কিট ব্রেকার ট্রিপ করতো আর আপনি নিরাপদ থাকতেন। আর্থিং না থাকায় আপনি সারাজীবনের জন্য ঝুঁকিতে থাকবেন, আপনি না হলে অন্য কেউ যে এই অ্যাপ্লায়েন্স ব্যাবহার করবে সেও ঝুঁকিতে থাকবেন।

এর বাইরে সারা দেশে একটা মারাত্মক ভুল করে থাকে আমাদের মিস্ত্রি সমাজ সেটা হচ্ছে শুধু ফেজ দিয়ে অর্থাৎ ১ তারে IPS এর কানেকশন করে এবং এটা যেকোনো সময় বাড়ির যেকোনো অ্যাপ্লায়েন্স থেকেই বৈদ্যুতিক শক পাবার সম্ভাবনা থাকে। অনেকেই বলবেন এতদিন ধরে চালাচ্ছি সমস্যা তো হয়নি- সমস্যা হয়নি তার মানেই এই না যে এটা রাইট, এটা ভুল এবং এর কারনে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে। এর সমাধানের জন্য এমন না যে আপনার অনেক টাকা খরচ হবে। এর জন্য দরকার হবে ১/২ গজ এক্সট্রা তার যা দিয়ে ফেজ এর সাথে সাথে নিউট্রাল এবং আর্থিং ও কানেকশন করবেন।

১ তার দিয়ে IPS এর লাইন যার যার বাসায় আছে আপনারাও সাবধান হয়ে জান এবং সম্ভব হলে আজ থেকেই IPS এর বডি আর্থিং করুন। অনেকের বাসায়তো আর্থিংই থিক মত করা থাকে না এবং এগুলি নিয়ে যেহেতু প্রপার ইন্সপেকশনেরও কোন নিয়ম আমাদের দেশে নেই (কাগজে আছে বাস্তবে নেই) তাই নিজের নিরাপত্তার খাতিরে নিজেই সচেষ্ট হউন।

⚠️⚠️⚠️ IPS এর জন্য ১ তারে লাইন করা মোটেও নিরাপদ না। IPS এর জন্য ৩ তারেই লাইন ইন এবং আউট করা উচিৎ IPS থেকে। অর্থাৎ শুধু ফেজ না তার সাথে নিউট্রাল এবং গ্রাউন্ডও কানেক্ট করা উচিৎ আপনার নিরাপত্তার জন্যই। মাত্র ২/৩ মিটার তারের দাম অবশ্যই আপনি দিতে কার্পণ্য করতেন না যদি টেকনিশিয়ান আপনাকে সঠিক গাইডলাইন দিত অথবা ৩ তারেই লাইন নিলে কি কি সুবিধা এবং নিরাপত্তা পেতেন সেটা বুঝিয়ে বলত। জানি এবার এটা যেই মিস্ত্রিই দেখবে পারলে ফেইসবুকেই আমার ছাল তুলে নেবে কিন্তু আমি জানি আমি রাইট!

১ তারের লাইন এর কারনে আপনার IPS এর বডি থেকে যেকোনো সময় মারাত্মক বৈদ্যুতিক শক পেতে পারেন। তারমধ্যে যাদের IPS এর বডি মেটাল এর তাদের জন্য একটা একদম বাধ্যতামূলকভাবে বডি গ্রাউন্ডিং করা উচিৎ- আপনি অলরেডি রিস্কে কিনা সেটা জানতে একটা ইলেকট্রিক টেস্টার আপনার IPS এর বডিতে টাচ করে দেখুন জ্বলে কিনা। যাদের বাসায় ১ তারে লাইন করা আছে, দয়া করে চেষ্টা করুন ৩ তারের লাইন করতে্। সেটি একান্তই সম্ভব না হলে অন্তত গ্রাউন্ডিং বা আর্থিং কেবল IPS এর বডিতে ভালো করে লাগিয়ে দিন যাতে লিকেজ কারেন্টও গ্রাউন্ড হয়ে যায়। ⚠️⚠️⚠️

22/09/2024

03/09/2024

ইয়াবা সম্রাট বদির অবৈধ টাকার হিসাব রক্ষক কট👍


Address

Riyadh Ksa
Riyadh

Telephone

+966553609327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nizam On The Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nizam On The Go:

Share