Robiul.vlogs.-33

Robiul.vlogs.-33 আপনার প্রিয় গানগুলো শুনতে পেইজ টি লাইক ফলো দিয়ে সাথে থাকুন "! ধন্যবাদ 🥰

21/04/2025

💔🥲

16/12/2024

এককার আমি তুই আর না চোখ ফিরিয়ে

30/10/2024

এটাই ভালোবাসা
প্রতি দিন আমি তোমাকে মনে করি
আমি জানিনা
তুমি কেমন আছো?
কোথায় আছো?
কি করছো বা কিভাবে আছো
আমি জানিনা
"তুমি আমাকে মনে রেখেছো কি না কিন্তু তবুও -প্রতি দিন আমি তোমাকে মনে করি
আসলে আমি তোমাকে
মনে না করে থাকতে পারি না
মানুষ বলে এইটা পাগলামি
কিন্তু আমি বলি এইটাই ভালোবাসা

30/10/2024

যারা রবীন্দ্রনাথ পড়েছে, যারা শরৎচন্দ্র পড়েছে তারা জানে ভালোবাসা কি গভীর মনস্তাত্ত্বিক একটা অনুভুতি! না পাবার আকাঙ্ক্ষার তীব্রতা ঠিক কতখানি!! একতরফা ভালোবাসার কি অদ্ভুত সৌন্দর্য!
হুমায়ূন যারা পড়েছে তারাও জানে, শরীর কাছে পেয়েও মন ছুঁতে না পারার কষ্ট কি রকম? বাবা মায়ের কড়া শাসনে থাকা মেয়েটাও যদি কোনোদিন তার প্রেমিককে বিয়ে করতে পারে সে ভালোবাসায় কি প্রচন্ড রকম আত্নহারা হতে পারে!
আজকাল আমাদের পছন্দ রগরগে যৌন বর্ণনায় ভরা উপন্যাস, সিনেমা, সিরিজ। কাউকে দেখলাম, ভালো লাগলো, ডেট করলাম টাইপ।
প্রথমে শরীরকে জেনে তারপর মনকে জানার গল্প‌ই এখন আমাদের প্রিয়। বাট মনকে কি আমরা আসলেই জানতে পারছি? মন বোঝা কি এত‌ই সহজ!

বলিউড একটা সিনেমা আছে 'Bajirao Mastani'.... ভালোবাসা যে কত তীব্র হতে পারে, শুধুমাত্র একবার চোখের দেখাতেই তা কত প্রতিবাদী হয়ে উঠতে পারে তার জন্য কত অপমান যে সহ্য করা যায়! ভালোবাসাই পৃথিবীর একমাত্র জিনিস যা হেরে গেলেও জিতে যায়।

একটা সিনেমা আছে 'Raanjhanaa'..... একতরফা ভালোবাসার যে কি প্রচন্ড জোর! বোকাসোকা একটা মানুষকে দিয়েও সেই ভালোবাসা বিরাট কিছু করিয়ে ফেলতে সক্ষম, ভালোবাসা মৃতকেও জাগাতে পারে। কিন্তু তারজন্য এমন তীব্র ভালোবাসা অপরজনের থাকা লাগবে।

একটা হলিউড মুভি আছে 'La La Land' যেটা দেখলেই নজরুলের একটা কথা আমার মনে পড়ে, "তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কতটা কঠিন।"

ভালোবাসা কি সেটা জিজ্ঞেস করেন‌ শেষের কবিতার লাবণ্যকে, কেন সে অমিতকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করলো শুধুমাত্র ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য? ভালোবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে, কিসের শক্তিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট সয়ে বুকে পুষে সহ্য করলো সমাজের অদৃশ্য সব চাবুকের আঘাত! ভালোবাসা জানতে হলে বিভূতিভূষনের অপু-অপর্ণা জুটিকে দুচোখ ভরে দেখতে হবে, কিভাবে অতবড় বাড়ির একটা মেয়ে পরম আদরে অপুর ভাঙ্গাচোরা ছোট্ট মাটির ঘরে গোবর লেপে দিতে পেরেছিলো, মাসের পর মাস তাকে না দেখে একটা চিঠির অপেক্ষায় কাটিয়ে দিতে পেরেছিলো একাকী বিকালগুলো। পুতুল নাচের ইতিকথাতে শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিলো,"শরীর, শরীর, শরীর! তোমার মন নাই কুসুম?" মনকে ছুঁয়ে দেবার প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিলো প্রেমের অতল সাগরে, তাও তল খুঁজে পায়নি।

ভালোবাসা স্বর্গীয়,

13/10/2024

পুরোনো ক্যালেন্ডারের মতো মতো অহেতুক ঝুলে আছি পৃথিবীর দেওয়ালে 💔🥺

30/08/2024

ভালোবাসার জন্য যোগ্যতার নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয়, যে বিশ্বাসের মর্যাদা দেবে, কথা দিয়ে কথা রাখবে..!❤️🌼

03/08/2024

আমরা সবসময় বেটার কাউকে খুঁজতে গিয়ে পারফেক্ট মানুষটাকে হারিয়ে ফেলি, কিন্তু বেটার কাউকে খুঁজতে গিয়ে আমরা পারফেক্ট মানুষটাকে কষ্ট দিয়ে ফেলি আর যখন আমরা সেই বেটার মানুষটাকে চিনতে পারি তখন অনেক দেরি হয়ে যায়, তাই যে যাকে পেয়েছো তাকেই

02/08/2024

এমনভাবে তোমাকে নিয়ে আসবো যা তোমার কল্পনার বাইরে💚😃

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Robiul.vlogs.-33 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robiul.vlogs.-33:

Share

Category