
01/08/2025
🌍 প্রবাসে বসে দেশে ব্যবসা শুরু করার পরামর্শ
১. পণ্য বা সেবা নির্ধারণ:
যে পণ্যে আপনি বিশ্বাস করেন বা দেশের বাজারে চাহিদা রয়েছে, এমন কিছু বেছে নিন। হতে পারে —
হস্তশিল্প
ফ্যাশন ও পোশাক
কৃষিপণ্য
ঘরোয়া খাবার/মসলার ব্র্যান্ড
অনলাইন ডেলিভারি সার্ভিস ইত্যাদি।
২. বিশ্বস্ত লোক নির্বাচন:
দেশে একজন বিশ্বস্ত ও দক্ষ ব্যক্তি লাগবে যিনি দৈনন্দিন কার্যক্রম তদারকি করতে পারবেন। এটা হতে পারে পরিবার, বন্ধু, বা নিয়োগকৃত কেউ।
৩. অনলাইন ভিত্তিক ব্যবসা দিয়ে শুরু করুন:
প্রথম দিকে ফিজিক্যাল দোকান না নিয়ে ফেইসবুক, ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অর্ডার নিয়ে কাজ শুরু করুন।
৪. ডিজিটাল পেমেন্ট ও ডেলিভারি:
Nagad, bKash, অথবা COD ব্যবহার করুন। দেশের লোকাল কুরিয়ার সার্ভিস (যেমন: SA Paribahan, Sundarban, RedX, Steadfast, Patao) বেছে নিন।
৫. খরচ কমিয়ে লাভ বাড়ানো:
নিজেই সোর্সিং করুন, থার্ড পার্টি ছাড়া পণ্য সংগ্রহ করুন — এতে লাভ বাড়বে এবং মানও ঠিক থাকবে।
৬. নিয়মিত যোগাযোগ ও তদারকি:
ভিডিও কলে ম্যানেজার বা সহকর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখুন। Google Sheets বা Trello ব্যবহার করে অগ্রগতি ট্র্যাক করুন।
৭. মার্কেটিং ও ব্র্যান্ডিং:
দেশে থাকা কাউকে দিয়ে কনটেন্ট বানান বা পেইজ চালান। আপনি চাইলে প্রবাস থেকে কনটেন্ট রেকর্ড করে পাঠাতে পারেন।
৮. ছোট থেকে শুরু, ধাপে ধাপে বাড়ান:
একবারেই বড় কিছু করার চেষ্টা না করে ছোট স্কেলে শুরু করে ধীরে ধীরে প্রসার ঘটান।