Moin Bhai

Moin Bhai লোভী মানুষ ক্রেতাকে একবার ঠকাতে পারেl কিন্তু প্রকৃত বিক্রেতা বারবার সেবা দেয়ার জন্য ক্রেতার সাথে মুনাফা নয় সুসম্পর্ক গড়ে তুলে l
আমি পণ্য নয় সেল করি বিশ্বাস l

🌍 প্রবাসে বসে দেশে ব্যবসা শুরু করার পরামর্শ১. পণ্য বা সেবা নির্ধারণ:যে পণ্যে আপনি বিশ্বাস করেন বা দেশের বাজারে চাহিদা রয়...
01/08/2025

🌍 প্রবাসে বসে দেশে ব্যবসা শুরু করার পরামর্শ
১. পণ্য বা সেবা নির্ধারণ:
যে পণ্যে আপনি বিশ্বাস করেন বা দেশের বাজারে চাহিদা রয়েছে, এমন কিছু বেছে নিন। হতে পারে —

হস্তশিল্প

ফ্যাশন ও পোশাক

কৃষিপণ্য

ঘরোয়া খাবার/মসলার ব্র্যান্ড

অনলাইন ডেলিভারি সার্ভিস ইত্যাদি।

২. বিশ্বস্ত লোক নির্বাচন:
দেশে একজন বিশ্বস্ত ও দক্ষ ব্যক্তি লাগবে যিনি দৈনন্দিন কার্যক্রম তদারকি করতে পারবেন। এটা হতে পারে পরিবার, বন্ধু, বা নিয়োগকৃত কেউ।

৩. অনলাইন ভিত্তিক ব্যবসা দিয়ে শুরু করুন:
প্রথম দিকে ফিজিক্যাল দোকান না নিয়ে ফেইসবুক, ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অর্ডার নিয়ে কাজ শুরু করুন।

৪. ডিজিটাল পেমেন্ট ও ডেলিভারি:
Nagad, bKash, অথবা COD ব্যবহার করুন। দেশের লোকাল কুরিয়ার সার্ভিস (যেমন: SA Paribahan, Sundarban, RedX, Steadfast, Patao) বেছে নিন।

৫. খরচ কমিয়ে লাভ বাড়ানো:
নিজেই সোর্সিং করুন, থার্ড পার্টি ছাড়া পণ্য সংগ্রহ করুন — এতে লাভ বাড়বে এবং মানও ঠিক থাকবে।

৬. নিয়মিত যোগাযোগ ও তদারকি:
ভিডিও কলে ম্যানেজার বা সহকর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখুন। Google Sheets বা Trello ব্যবহার করে অগ্রগতি ট্র্যাক করুন।

৭. মার্কেটিং ও ব্র্যান্ডিং:
দেশে থাকা কাউকে দিয়ে কনটেন্ট বানান বা পেইজ চালান। আপনি চাইলে প্রবাস থেকে কনটেন্ট রেকর্ড করে পাঠাতে পারেন।

৮. ছোট থেকে শুরু, ধাপে ধাপে বাড়ান:
একবারেই বড় কিছু করার চেষ্টা না করে ছোট স্কেলে শুরু করে ধীরে ধীরে প্রসার ঘটান।

🌱 আজকের ভাবনা: শুরু করো এখনইসবাই সফল হতে চায়, কিন্তু শুরু করতে ভয় পায়।আসলেই কি অপেক্ষা করছো ‘সঠিক সময়’-এর জন্য?জানো তো, ...
31/07/2025

🌱 আজকের ভাবনা: শুরু করো এখনই
সবাই সফল হতে চায়, কিন্তু শুরু করতে ভয় পায়।
আসলেই কি অপেক্ষা করছো ‘সঠিক সময়’-এর জন্য?
জানো তো, "সঠিক সময়" বলে কিছু নেই — সময়কে সঠিক বানাতে হয় তোমার সিদ্ধান্ত আর কাজের মাধ্যমে।

আজকে তুমি যতটুকু পারো, ঠিক সেখান থেকেই শুরু করো।
একটি ছোট পদক্ষেপও তোমাকে গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে।
ভুল করবে? নিশ্চয়ই করবে।
কিন্তু ভুলের মধ্যেই আছে শেখার সবচেয়ে বড় সুযোগ।

🎯 তাই ভাবা বন্ধ করো, কাজ শুরু করো।
আজকের ছোট শুরুই হতে পারে তোমার আগামীর বিশাল জয়।

তুমি আজ শিক্ষিত, সচেতন, আধুনিক চিন্তাধারার একজন মানুষ। তোমার চারপাশের অনেক কিছু তুমি বিশ্লেষণ করতে পারো, যুক্তি দিতে পার...
30/07/2025

তুমি আজ শিক্ষিত, সচেতন, আধুনিক চিন্তাধারার একজন মানুষ। তোমার চারপাশের অনেক কিছু তুমি বিশ্লেষণ করতে পারো, যুক্তি দিতে পারো, অনেক কিছু নিয়েই প্রশ্ন তুলতে পারো, এমনকি নিজের বাবার সিদ্ধান্ত, কাজকর্ম কিংবা অতীতের কিছু ভুল নিয়েও। তোমার মনে হতে পারে, তিনি এসব বুঝতেন না, হয়তো অনেক কিছুই না জেনেই করেছেন। কখনো কখনো তার কিছু আচরণ বা মতামত তোমার কাছে হাস্যকর বা অযৌক্তিক মনে হতে পারে।

কিন্তু তুমি কি ভেবেছো, তুমি এখনো তোমার পিতার বয়সে পৌঁছাওনি? তুমি হয়তো জ্ঞানে এগিয়ে, কিন্তু সেই বয়সের অভিজ্ঞতা এখনো তোমার জীবনে আসেনি। তুমি এখনো জানো না জীবন চলতে চলতে কী কী পরিবর্তন আনে, কীভাবে মানুষ নিজের অনেক চাওয়া, পাওয়াকে বিসর্জন দেয়, কতটা চাপ সহ্য করে শুধু সংসার চালাতে গিয়ে, কিংবা কতটা আত্মত্যাগ করতে হয় সন্তানদের ভবিষ্যতের জন্য।

তোমার বাবা হয়তো ভুল করেছেন, হয়তো অনেক সিদ্ধান্তে তিনি ঠিক ছিলেন না। কিন্তু সেটাই কি প্রমাণ করে যে তিনি কিছুই বুঝতেন না? ভুল করা মানেই কি মূর্খতা? নাকি জীবনসংগ্রামে লড়াই করতে গিয়ে মানুষ নিজের সীমাবদ্ধতা মেনে নিয়েও এগিয়ে যায়?

তোমার কাছে আজ যেটা তুচ্ছ মনে হচ্ছে, একদিন সেই একই সিদ্ধান্ত তোমাকেও নিতে হতে পারে। আজ যেসব কথার জবাব তুমি সহজে দিতে পারো, ভবিষ্যতে বাস্তবতা হয়তো সেই জবাবগুলোকে চুপ করিয়ে দেবে। তখন তুমি বুঝবে, মানুষ সব সময় সঠিক হতে পারে না, কিন্তু যে জীবনটা সে পেরিয়ে এসেছে, সেখানে প্রতিটা ভুলের পেছনেও ছিলো একটা কারণ, একটা প্রয়োজন, একটা সময়ের চাপ।

তাই বাবার ভুল নিয়ে হাসার আগে, তার জীবনের পুরোটা না জেনে তাকে ছোট করে দেখা থেকে বিরত থাকো। কারণ সময়ের পথ কারও জন্য থেমে থাকে না। একদিন তোমাকেও হেঁটে যেতে হবে সেই পথ, যেটা তিনি অনেক আগেই পেরিয়ে এসেছেন।

একজন উদ্যোক্তা সফল হতে হলে নিচের বিষয়গুলো তার মধ্যে থাকা প্রয়োজন — সংক্ষেপে উপস্থাপন করা হলো:স্পষ্ট লক্ষ্য ও ভিশন – কী ক...
30/07/2025

একজন উদ্যোক্তা সফল হতে হলে নিচের বিষয়গুলো তার মধ্যে থাকা প্রয়োজন — সংক্ষেপে উপস্থাপন করা হলো:

স্পষ্ট লক্ষ্য ও ভিশন – কী করতে চান এবং কোথায় পৌঁছাতে চান, তা পরিষ্কারভাবে জানা থাকতে হবে।

ঝুঁকি নেওয়ার সাহস – অনিশ্চয়তাকে মেনে নিয়ে সাহসী সিদ্ধান্ত নিতে জানতে হবে।

সমস্যা সমাধানের দক্ষতা – যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ও কার্যকর সমাধান বের করতে পারা।

পরিশ্রম ও ধৈর্য – সাফল্য সময় নেয়; নিয়মিত পরিশ্রম ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়।

নেতৃত্ব ও টিম ম্যানেজমেন্ট – একটি দলকে পরিচালনা ও উৎসাহিত করার সক্ষমতা।

বাজার বুঝে চলা – গ্রাহকের চাহিদা, প্রতিযোগিতা ও ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকা।

আর্থিক জ্ঞান – বাজেট, বিনিয়োগ ও খরচ নিয়ন্ত্রণে দক্ষতা।

কমিউনিকেশন স্কিল – অন্যদের বোঝানো, বোঝা ও সম্পর্ক গড়ার ক্ষমতা।

টেকনোলজি ও ডিজিটাল দক্ষতা – আধুনিক ব্যবসার জন্য প্রয়োজনীয় ডিজিটাল টুলস ও প্ল্যাটফর্ম বোঝা।

নতুন কিছু শেখার আগ্রহ – পরিবর্তিত বাস্তবতায় নিজেকে আপডেট রাখার ইচ্ছা ও সক্ষমতা।

এই গুণাবলিগুলো যদি একজন উদ্যোক্তার মধ্যে থাকে এবং সঠিকভাবে ব্যবহার করেন, তবে তিনি সফলতার পথে অনেকটাই এগিয়ে থাকবেন।

আসলেই কি তাই?
22/07/2025

আসলেই কি তাই?

12/06/2025

মেয়েদের আংটি প্রতিপিস ৮৫০ রিয়াল ২১ কেরেট গোল্ড

12/06/2025

২১ কেরেটের সৌদি গোল্ড এই নেকলেসটির দাম ১৩,৯৫০ রিয়াল

12/06/2025

২১ কেরেটের এই সেটটি ৭৪০০ রিয়াল

12/06/2025

21 Carat Saudi Gold

11/06/2025

কথা গুলো বুঝতে পারতে অনেক মুল্যভান কথা।

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Moin Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moin Bhai:

Share