Kazi Torikul islam

Kazi Torikul islam ╭────༒────╮
╰───𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞…🌸
🌺লা༅༎ইলা’হা༅༎ইল্লালাহু༅༎মুহাম্মাদু’র༅༎রাসুল’উল্লাহ (সঃ)🥰╭────

03/07/2025

#সূরা আল বাক্বারা প্রথম পাঁচ #আয়াত

17/04/2025

#আয়াতুল #কুরসি 🥰

শুয়ো-পোকা দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন বা মনে না করতে পারেন তাহলে ছবিটার একেবারে সর্ব বামের প্রাণীটাকে দেখুন। এটাই শু...
15/07/2024

শুয়ো-পোকা দেখেছেন কখনো? যদি না দেখে থাকেন বা মনে না করতে পারেন তাহলে ছবিটার একেবারে সর্ব বামের প্রাণীটাকে দেখুন। এটাই শুয়ো-পোকা। দেখতে বিতিকিচ্ছিরি এবং খানিকটা ভয়-জাগানিয়া এই প্রাণীকে পছন্দ করবে এমন লোক অত্যন্ত বিরল।

তবে—আপনি হয়তো জানেন যে, শুয়ো-পোকা তার জীবনের একটা পর্যায়ে গিয়ে আর শুয়ো-পোকা থাকে না। সেই বিতিকিচ্ছিরি প্রাণীটা একদিন পরিণত হয় জগতের সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর একটিতে! অনিন্দ্য সুন্দর ডানার যে প্রজাপতিকে একটু ছুঁয়ে দিতে আপনাদের ভীষণ ইচ্ছে করে, সেই প্রজাপতি কিন্তু শুয়ো-পোকারই পরিবর্তিত রূপ মাত্র!

প্রজাপতির জীবনচক্রের মতো হতে পারে আপনার জীবনটাও। কখনো আপনাকে থাকতে হতে পারে শুয়ো-পোকার পর্যায়ে। চারপাশের কেউই তখন হয়তো আপনাকে পছন্দ করবে না, ঘৃণা করবে, দেখলেই দূরে সরে যাবে।

কিন্তু, মানুষের এমন প্রতিক্রিয়ায় হতোদ্যম না হয়ে যদি আপনি আপনার জীবনচক্রটাকে পূর্ণতা দিতে পারেন, সর্বোচ্চটা দিয়ে যদি নিজেকে বিকশিত করে শুয়ো-পোকার স্তর থেকে আপনি প্রজাপতির স্তরে উন্নীত করতে পারেন নিজেকে, দেখবেন চারপাশে তখন আপনাকে ভালোবাসার মানুষের আর অভাব হবে না।

জেনে রাখুন—প্রজাপতির মতো একটা সুন্দর জীবন পেতে হলে শুয়ো-পোকার মতো একটা সংগ্রাম-মুখর জীবনের ভেতর দিয়ে আসতে হয়।
প্রিয় লেখক✍ আরিফ আজাদ বারাকাল্লাহু ফি হায়াতি।

26/04/2024

❤️জুমআর দিনের অন্যতম আমল হলো প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়া। রাসূল (স:) বলেন.. যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি ১০টি রহমত নাজিল করেন।তাই আমরা সবাই বেশি বেশি দুরুদ পাঠ করার চেষ্টা করবো
اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।🥀

11/03/2024

বছর ঘুরে এসেছে মাগফিরাত ও নাজাতের মাস রমজান। হিজরি সনের নবম মাসের নাম রমজান। পুরো মাসজুড়ে সিয়াম পালন মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য।রমজানের রোজা পালনের জন্য কিছু আমল গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই রোজার নিয়ত:
😊আহলান সাহলান মাহে রমাদান🥰😊
রোজার নিয়ত
রোজা পালনে সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ। পাশাপাশি রোজার নিয়তও জরুরি। তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত।
বস্তুত মনের ইচ্ছাই হলো- নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজা
গুলো আদায় হয়ে যাবে।
আরবি নিয়ত
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

09/10/2023

✊রুখে দাঁড়িয়েছে ফিলিস্তিন হে আল্লাহ আপনি মুসলমানদেরকে রক্ষা করুন জালিমদের ধ্বংস করুন আমিন 🤲

Address

Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Torikul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Torikul islam:

Share

Nearby media companies