Rahmatvai2

Rahmatvai2 সবাই আমার পেইজকে ফলো করে সাথে থাকবেন প্রতিদিনের প্রতিবাদি নিউজ পেতে আমার পেইজের সাথে থাকবেন ভিডিও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ
(1)

24/11/2025

নতুন জাতীয় ইমাম জনাব তারেক রহমান আর ভূমিকম্প হবে না বাংলাদেশে মনে হয় এইসব নেতা পাগল হয়ে গেছে। Rahmatvai2

মারুফ হোসাইন।  গত সোমবার ওমরার উদ্দেশ্য রিয়াদ থেকে  রওনা দেয়। মঙ্গলবার শেষ যোগাযোগ হয় তার পর থেকে তার সাথে সব ধরনের যোগা...
24/11/2025

মারুফ হোসাইন। গত সোমবার ওমরার উদ্দেশ্য রিয়াদ থেকে রওনা দেয়। মঙ্গলবার শেষ যোগাযোগ হয় তার পর থেকে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। সে নতুন সৌদি প্রবাসী। তার জন্য তার পরিবারের সবাই চিন্তিত। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন।তা হলে দয়া করে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ নাম্বার: 0572594466

23/11/2025

হেতের মাথা কি খারাপ হয়ে গেছে জামাতের নাম শুনতে পারে না

এই বিষয়টা একটু ভাবতে হবে
21/11/2025

এই বিষয়টা একটু ভাবতে হবে

21/11/2025

শুধু বলেছিলাম আগে নির্বাচন তার পর ডাক্তার যা শুরু করছে ভিডিওটা দেখেন। Rahmatvai2

ভূমিকম্পে তিন জনের মূ*ত্যু*র খবর পাওয়া গেছে
21/11/2025

ভূমিকম্পে তিন জনের মূ*ত্যু*র খবর পাওয়া গেছে

21/11/2025

তেজগাঁওয়ে ভূমিকম্পে হেলে পড়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়!!

21/11/2025

আল্লাহ সিসিটিভি ফুটেজ আজকের ভূমিকম্প ভিডিওটা দেখেন। Rahmatvai2

🔥১০ নভেম্বর ২০২৫ রিয়াদের বাতা মার্কেট থেকে অ'প'হ'র'ণ হয়েছিলেন একই কোম্পানিতে চাকরিরত দুই বাংলাদেশী রাকিব ও শিহাব। যথারীত...
19/11/2025

🔥১০ নভেম্বর ২০২৫ রিয়াদের বাতা মার্কেট থেকে অ'প'হ'র'ণ হয়েছিলেন একই কোম্পানিতে চাকরিরত দুই বাংলাদেশী রাকিব ও শিহাব।

যথারীতি অ'প'হ'র'ণকারীরা দুই পরিবারের কাছেই মু'ক্তিপ'ণ দাবি করেন,শিহাবের পরিবার দিয়েছেন ১ লক্ষ টাকা,রাকিবের পরিবার ১ লাখ ৪০ হাজার টাকা।

কিন্তু কথা ছিল টাকা দেয়ার পর তাদের মুক্ত করে দেয়া হবে।

টাকা পেয়ে ১৪ তারিখে শিহাবকে ছেড়ে দেন অ'পহ'ণকা'রীরা,কিন্তু টাকা পেয়ে ও রাকিব কে ছাড়েনি তারা।

রাকিবের মায়ের বক্তব্য ১২ তারিখ পর্যন্ত রাকিবের সাথে কথা বলতে পেরেছিলেন,কিন্তু এরপর থেকে রাকিব কে আর দেখায়নি,শুধু মা'রধ'রের সাউন্ড শুনাতো।

১৩,১৪ তারিখ থেকে রাকিবের মেসেঞ্জার বন্ধ হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শুরু থেকে থানায় মা'ম'লা থাকলে ও গতকাল রাত থেকে সৌদি পুলিশ বিশেষ গুরুত্বের সাথে অভিযান শুরু করে।

তদন্তের স্বার্থে আজ সন্ধ্যায় শিহাব কে থানায় ডাকা হয়,প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদে শিহাব জানায় : রাকিব কে ১২ তারিখ রাত ১ টার দিকে মে'রে ফেলা হয়।

শিহাব কে দিয়ে রাকিব কে গোসল দেয়া হয় এবং একটি কালো ব্যাগে ঢুকানো হয়,এরপর কই নিয়ে গেছে শিহাব আর কিছু জানে না।

রাকিব কে মেরে ফেলার একদিন পর শিহাব মুক্ত হলে ও সে থানায় গিয়ে এই তথ্য জানায়নি,আজ জিজ্ঞাসাবাদে সে এই চাঞ্চল্যকর তথ্য জানালো।

রাকিবের লা'শ এখনো পাওয়া যায়নি,অ'প'হর'ণকারীদের ধরতে অ'ভিযা'ন অব্যাহত আছে।

আমরা রাকিবের মা কে এই দু:সংবাদটি জানিয়েছি,তিনি অধিক শোকে পাথর,তিনি বললেন আমার ছেলের লা'শ'টা কই?

পরিবারের একমাত্র সন্তান ছিলেন রাকিব,তার মা ও সৌদি প্রবাসী মক্কায় থাকেন।

😆😆😆😆😆😆
16/11/2025

😆😆😆😆😆😆

14/11/2025

মায়ের সপ্ন পুরণ করতে 200 কুটি টাকার বাড়ি এক প্রবাসী ভাইয়ের।Rahmatvai2

একটি হারানো বিজ্ঞপ্তিছেলেটির নাম ইয়াসিন আজ দুপুর ২:৩০ থেকে ২৩নং বসুবাজার নারিন্দা ঢাকা   থেকে হারিয়ে গেছে। কেউ খুঁজে প...
14/11/2025

একটি হারানো বিজ্ঞপ্তি
ছেলেটির নাম ইয়াসিন
আজ দুপুর ২:৩০ থেকে ২৩নং বসুবাজার নারিন্দা ঢাকা থেকে হারিয়ে গেছে। কেউ খুঁজে পেলে দয়া করে যোগাযোগ করুন ০১৭৮০৭৩৫২৯২ দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর বিরামপুর ইউনিয়ন সুলতানপুর

Address

Aziziah
Riyadh
23243

Alerts

Be the first to know and let us send you an email when Rahmatvai2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share