Abuhena islam Hanif

Abuhena islam Hanif Dear brothers and sisters, do good things, live with good things, prayers for you, Allah Hafeez.
(3)

14/09/2025

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।

13/09/2025

- রিলেশন করলে নামাযের
সাথে করুন....!!☺️🥀♥️
-ইনশাআল্লাহ কোনদিন ও ঠকবেন না....!! 🥀🖤

13/09/2025

আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। -[ড. বিলাল ফিল...
10/09/2025

আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। -[ড. বিলাল ফিলিপ্স]

আম্মাজান #আম্মাজান
31/08/2025

আম্মাজান
#আম্মাজান

18/08/2025

🌺🥀Crush তো তার উপর খাওয়া
উচিত""😘🥰
যে কিনা পাঁচ ওয়াক্ত নামাজ
পড়ে!!❤️❤️

_🌻••ছিঁড়ে ফেলুন অতীতের সকল পাপের                    অধ্যায় ।_ফিরে আসুন রবের ভালোবাসায়••🖤🥀
18/08/2025

_🌻••ছিঁড়ে ফেলুন অতীতের
সকল পাপের
অধ্যায় ।
_ফিরে আসুন রবের ভালোবাসায়••🖤🥀

18/08/2025

🌼 এত অহংকার করে লাভ নেই! 🌺
মৃত্যুটা নিশ্চিত,, শুধু সময়টা
অ'নিশ্চিত।🖤🙂

পাপের ইচ্ছা জাগার পরেও বিরত থাকলে আল্লাহ যে পুরস্কার দেবেনপাপের ইচ্ছা জাগার পরেও বিরত থাকলে আল্লাহ যে পুরস্কার দেবেনপ্রত...
22/05/2025

পাপের ইচ্ছা জাগার পরেও বিরত থাকলে আল্লাহ যে পুরস্কার দেবেন

পাপের ইচ্ছা জাগার পরেও বিরত থাকলে আল্লাহ যে পুরস্কার দেবেন
প্রতীকী ছবি

প্রবৃত্তি মানুষকে অন্যায় ও পাপাচারের দিকে ধাপিত করে। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলে করিম সা. বলেছেন, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আকর্ষণীয় কাজকর্ম দিয়ে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে নিরস কাজকর্ম দিয়ে। (বুখারি, হাদিস : ৭/২৪৫৫)

নফস বা প্রবৃত্তির চাহিদা দমন করে চলতে পারা প্রকৃত মুমিনের পরিচয়। প্রবৃত্তির চাহিদাকে দমন করতে পারা ব্যক্তির জন্য পরকালে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তায়ালা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,

বিজ্ঞাপন

‘আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে; জান্নাতই হবে তার আবাস।’ (সূরা আন-নাজিয়াত, আয়াত : ৪০-৪১)

আরও পড়ুন

পাপের প্রতি আগ্রহ তৈরি হলে যেভাবে বিরত থাকবেন
তওবার নামাজ পড়ার নিয়ম
তওবার পর নিজের ভেতর পরিবর্তন আনবেন যেভাবে
আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ভয়ে নিজেকে পুতঃপবিত্র রাখে। মনের ইচ্ছা ও চাহিদার বিরুদ্ধে গিয়ে পাপকাজ থেকে মুক্ত থাকে তার জন্য হাদিসে নেকি লাভের সুসংবাদ দেওয়া হয়েছে।

এক হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ।

আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে, তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখ। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখ। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখ। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন নেকি করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি যতক্ষণ সে না করে, যখন সে করে আমি তার দশগুণ লিখি।

আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি যতক্ষণ সে না করে, অতঃপর যখন সে তা করে তখন আমি তার সমান লিখি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা বলে, হে আমার রব আপনার এ বান্দা পাপ করার ইচ্ছা করে, -যদিও আল্লাহ তাকে বেশী জানেন- তিনি বলেন, তাকে পর্যবেক্ষণ কর যদি সে করে তার জন্য সমান পাপ লিখ, যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখ, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে ।

(সহিহ মুসলিম)

গুনাহ
ক্ষমা
জান্নাত
জাহান্নাম
আমল
ইবাদত
সওয়াব
ফজিলত


Allah Hu Akbar
09/05/2025

Allah Hu Akbar

أعلنت كتائب القسام، تنفيذها عملية عسكرية وصفتها بـ"الكمين المركب"، استهدفت خلالها قوة تابعة للجيش الإسرائيلي قرب مفترق المشروع شرق مدينة رفح، جنوبي قطاع غزة....

07/05/2025

পাকিস্তানের পাল্টা জবাব এ ভারত কাঁপছে 😁

24/04/2025

Today...
Enjoy my bast friends...
Single life's/ #

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abuhena islam Hanif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abuhena islam Hanif:

Share