30/05/2025
একদিন বাড়ি ছাড়লাম, তারপর আর ওইভাবে বাড়ি ফেরা হয় না। দীর্ঘদিন যাবো যাবো করে আর ঘরে ফেরা হয় না, কর্মজীবন, শত ব্যস্ততা, দায়িত্ব রেখে আর বাড়ি ফেরা হয় না। বাড়ির কথা ভীষণ মনে পড়ে। ওই যে কারা জানি বলতো, একবার বাড়ি থেকে বের হলে ওইভাবে আর বাড়িতে ফেরা হয় না।