Probasi Entertainment - প্রবাসীদের বিনোদন

Probasi Entertainment - প্রবাসীদের বিনোদন আসসালামু আলাইকুম, প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রবাসীদের পাশে থাকাই আমা..

শান্তি, সৌহার্দ আর আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ। আজ সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। ত্যাগের মহিমায় ...
06/06/2025

শান্তি, সৌহার্দ আর আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ। আজ সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক ঈদ উৎসব।

সবাইকে ঈদ মোবারক!

Assalamu Alaikum Eid Mubarak
05/06/2025

Assalamu Alaikum
Eid Mubarak

03/06/2025

বোন,
আমি একজন পুরুষ হিসেবে বলছি। ধরুন আমি আপনার just friend,best friend বা এমন কিছু। আপনি আমার উপর দৃঢ় বিশ্বাস রেখে চলাফেরা করেন।

কোনো এক যাত্রায় হয়তো আমি আপনার পিঠের বা ঘাড়ের কালো তিল টা দেখে ফেলতে পারি। আর আপনার পিঠের তিল আমার অন্তরে গেঁথে থাকতে পারে আজীবন। হয়তো কোনো একদিন স্ত্রীর সাথে মনোমালিন্যের পর মনে পড়ে যেতে পারে just friend এর সেই পিঠের তিল এর কথা। কিন্তু আমার প্রতি আপনার অগাধ বিশ্বাস। আমি আপনার দিকে বদনজর দিব না।

কথাবার্তার মাঝে আপনার দেওয়া মুচকি হাসি আমার আমাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারে। চোখ বন্ধ করলেই ভেসে উঠতে পারে আপনার সেই মুচকি হাসি।

কোনো এক আড্ডার আসরে হঠাৎ আপনার বুকের ওড়না সরে গেলে আমার চোখ পড়তে পারে আপনার বক্ষদেশে। আমি হয়তো দেখেও না দেখার ভান করে থাকব। সেটা আপনি বুঝবেনই না। আমি তো ছেলে ভাল। আমি আপনার দিকে খারাপ দৃষ্টি দিব না। এটা আপনার বিশ্বাস। কিন্তু সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে আমার মনে পড়তে পারে আপনার ওড়না সরে যাওয়ার দৃশ্যটা।

একসাথে চলার মাঝে আপনার হাত পা বা মুখমন্ডলের সৌন্দর্য আমার মনে গেঁথে যেতে পারে। আপনাকে বিদায় জানানোর পর আমি দেখে ফেলতে পারি পিছন থেকে আপনার হাঁটার দৃশ্য। আমি একাকী থাকলে বার বার চিন্তায় আসতে পারে আপনার পিছনের দৃশ্যটা।

আমরা পুরুষ জাতি খুব বেশি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে থাকি। না চাইতেও আপনার সম্পর্কে অনেক চিন্তা চলে আসে। হয়তো আপনার কোনো ক্ষতি করি না। কিন্তু মাঝে মাঝে এসব খন্ডচিত্রগুলো অন্তরে উঁকি দেয়। আর এখান থেকেই কু-প্রবৃত্তির জন্ম হয়। এখন আপনি ঠিক করেন কি করবেন। আমার সাথে মিশে আমার নফস কে আপনার ছবিগুলো উপহার দিবেন নাকি একান্ত প্রয়োজন ছাড়া আমার থেকে দূরে থেকে নিজেকে আমার কল্পনা থেকে নিরাপদ রাখবেন। সিদ্ধান্ত আপনার,

বোন সবশেষে একটি কথা। কখনো কোনো পুরুষ এর উপর অগাধ বিশ্বাস রাখবেন না। বিশেষ করে নন মাহরাম এর উপর। মনে রাখবেন, যেই পুরুষ আপনাকে নীল শাড়ী তে কল্পনা করতে পারে, সেই পুরুষ আপনাকে পোশাক ছাড়াও কল্পনা করতে পারে।

উপরের কথাগুলো বিশ্বাস না হলে মেন'স সাইকোলজি নিয়ে, এই বিষয়ক সার্ভে গুলো নিয়ে স্টাডি করতে পারেন। আপনার কলিজার বন্ধুটিকেও জিজ্ঞেস করতে পারেন (যদি সে সত্যবাদী হয়)।

রবের দিকে ফিরে আসুন তিনিই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন।

Inspire of Islam 🌸

27/05/2025
25/05/2025

🥰 সেভ করে রাখুন কাজে লাগবে 🥰
পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০টি শব্দের অর্থের তালিকা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

শেষ কথা:
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

17/05/2025

বিদেশে কর্মী (শ্রমিক) হিসাবে যেতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি, যাতে আপনি প্রতারণার শিকার না হন এবং নিরাপদে ও বৈধভাবে কাজ করতে পারেন। নিচে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তুলে ধরা হলো:



✅ ১. বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান
• বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান।
• প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (MOEWOE) বা BMET (www.bmet.gov.bd) ওয়েবসাইটে এজেন্সির লাইসেন্স যাচাই করুন।



✅ ২. চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ে দেখুন
• আপনার বেতন, কাজের ধরণ, কর্মঘণ্টা, ছুটি, থাকা-খাওয়ার ব্যবস্থা ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ আছে কি না, তা যাচাই করুন।
• নিজের কপি সংরক্ষণ করুন এবং সন্দেহজনক কিছু থাকলে স্বাক্ষর করবেন না।



✅ ৩. সঠিক ভিসা যাচাই করুন
• কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা না হয়ে পর্যটক (ট্যুরিস্ট) বা অন্য কোনো ভিসা হলে তা বেআইনি হতে পারে।
• ভিসার মেয়াদ ও শর্তসমূহ খেয়াল করুন।



✅ ৪. BMET থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিন
• বিদেশে যাওয়ার আগে BMET থেকে Smart Card ও ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক।
• এটি আপনাকে সরকারিভাবে রেজিস্ট্রার হিসেবে নিশ্চিত করে এবং ভবিষ্যতে আইনি সহায়তা পেতে সহায়তা করে।



✅ ৫. প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করুন
• সরকার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন বা ভাষা প্রশিক্ষণ গ্রহণ করুন।
• বিশেষ করে যারা গৃহকর্মী বা নির্মাণশ্রমিক হিসেবে যাচ্ছেন, তাদের জন্য প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।



✅ ৬. কোথায় যাচ্ছেন, তা পরিবারকে জানান
• আপনি কোন দেশে যাচ্ছেন, কাদের মাধ্যমে যাচ্ছেন, কাজ কোথায় করবেন — এসব তথ্য পরিবারের সাথে ভাগ করে রাখুন।
• আপনার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের কপি একজন বিশ্বস্ত আত্মীয় বা বন্ধুর কাছে রাখুন।



✅ ৭. বিদেশে অবস্থানকালে সতর্কতা
• কখনোই পাসপোর্ট বা আইডি অন্য কারও হাতে তুলে দেবেন না (অফিস কর্তৃপক্ষ ছাড়া)।
• সমস্যা হলে দূতাবাস বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
• স্থানীয় আইন মেনে চলুন এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।



✅ ৮. খরচ সম্পর্কে সচেতন থাকুন
• সরকার নির্ধারিত সীমার মধ্যে এজেন্সিকে টাকা প্রদান করুন।
• অতিরিক্ত বা অস্বাভাবিক অর্থ দাবি করলে তা প্রতারণার ইঙ্গিত হতে পারে।



✅ ৯. প্রয়োজনে সাহায্যের জন্য কোথায় যোগাযোগ করবেন
• প্রবাসী কল্যাণ ডেস্ক (এয়ারপোর্টে)
• MOEWOE: 08000 111 555 (টোল-ফ্রি হেল্পলাইন)
• বাংলাদেশ দূতাবাস (যে দেশে যাচ্ছেন)
• BOESL (সরকারি রিক্রুটিং সংস্থা): www.boesl.gov.bd

যারা রিয়াদে দূতাবাসে আসতে চান।তাদের জন্য সুখবর।রিয়াদের যে কোন জায়গা থেকে ট্রেনে করে। ৪ রিয়েল দিয়ে সোজা  কিং সাউদ ইউনিভার...
31/03/2025

যারা রিয়াদে দূতাবাসে আসতে চান।তাদের জন্য সুখবর।
রিয়াদের যে কোন জায়গা থেকে ট্রেনে করে। ৪ রিয়েল দিয়ে সোজা কিং সাউদ ইউনিভার্সিটি স্টেশনে নামলে রয়েছে সবুজ কালারের বাস গুলো।। বাস নিবে ৪ রিয়েল সোজা দূতাবাসের ভিতরে নিয়ে আসে।।কোন চেকিং করে না বাস কে।ট্রেনে সারা দিন ৪ রিয়েল।আর বাস দিয়ে ২ ঘন্টায় ৪ রিয়েল।
প্রতি ১৫ মিনিট পর পরে কিং সাউদ ইউনিভার্সিটি স্টেশনে থেকে বাস আসে দূতাবাসের ভিতরে।।।।১০০/২০০ রিয়েল ভাড়া আর লাগবে না।।

আসসালামু আলাইকুম ঈদ মোবারক।তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙
29/03/2025

আসসালামু আলাইকুম
ঈদ মোবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙

BREAKING NEWS: The   Crescent has been SEEN in Saudi Arabia.Subsequently,  Saturday, 1st March 2025 is the beginning of ...
28/02/2025

BREAKING NEWS: The Crescent has been SEEN in Saudi Arabia.

Subsequently,

Saturday, 1st March 2025 is the beginning of the month of Ramadan

এই মানুষ খানা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়ার পর,বিমান টিকেটের দাম অন্তত ৬০/৭০ ভাগ বেড়েছে।সাম্প্রতিক সময়ে ব...
03/02/2025

এই মানুষ খানা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হওয়ার পর,বিমান টিকেটের দাম অন্তত ৬০/৭০ ভাগ বেড়েছে।
সাম্প্রতিক সময়ে বিমানের রিপোর্ট অনুযায়ী,বিমান ২০২৪ সালে ১০ হাজার কোটি টাকা লাভ করেছে,এটা শুনে চমকে যাওয়া বা বাহবা দেওয়ার কিছু নেই,এই টাকা প্রবাসীদের গলা কে*টে কামিয়েছে।
দেশ থেকে আসার টিকেট লাখ টাকা ছাড়িয়েছে,এইবার ভেবে দেখেন আমার লেখার যুক্তি আছে কি?

🟢বিমান টিকেট সিন্ডিকেটর মূল হোতা বিমান কর্মকর্তারা,ফ্লাইটের সিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করছে তারাই।
আর এতে যাত্রীদের হাই রেটে টিকেট কিনতে বাধ্য করা হচ্ছে।
উদাহরণ: বিমানের ২৮ জানুয়ারির দাম্মাম টু ঢাকার ফ্লাইট।
এই ফ্লাইটের লিমা ক্লাস লো ক্লাসের সিট,এই ক্লাসের টিকেট কিছুটা কমে কেনার সুযোগ থাকলেও অথচ বিমান লিমা ক্লাসের সিট বল্ক করে রেখেছিল যাতে মানুষ হাই রেটে হাই ক্লাসের টিকেট কিনে।

ঠিক গতকাল ২৬ জানুয়ারি ফ্লাইটের ঠিক ২ দিন আগে লিমা ক্লাস উম্মুক্ত করে,লো ক্লাসের টিকেট হাই রেটে বিক্রি করা হচ্ছে।

এখন অনেকেই বলবে অন্য বিমানেও বেশি! হ্যাঁ অন্য বিমানে বেশি তবে সেটাও বিমানের কারনেই,বিমান যখন সাধ্যের মধ্যে রাখবে তখন অন্য বিমানও কম রেটে বিক্রি করতে বাধ্য হবে।
কথা এমন ঘরের মানুষ সিন্ডিকেট করলে বাহিরে মানুষ কি চেয়ে চেয়ে দেখবে?

বয়কট বিমান বললে দেশের ক্ষতি হবে তাই চুপ থাকি,অথচ বিমান আমাদের ক্ষতি করতে একটুও পিছপা হচ্ছে না।
বন্ধ করা হউক বিমানের সি*ন্ডিকেট।

This content Published by Bin Mishal 2.0

Address

King Abdullah Branch Road
Riyadh
67321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probasi Entertainment - প্রবাসীদের বিনোদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share