06/04/2025
প্রিয় ইরান প্রথমেই কেটে পড়লো।।।
ইরানের হুঙ্কারের কারণ ❓ ইজরায়েলের সাথে কী নিয়ে দ্বন্দ ? সৌদি আরব কেনো অসহায় ❓
ইরান, হিজবুল্লাহ যতই হুঙ্কার দিক ইজরাইল ভালো করেই জানে মুলধারার ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই ,,,,
খেলা তো হবে তখনই যখন সৌদি,মিশর , পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়বে , জিওপলিটিক্স বুঝলে কি আর ওরা ইরান নিয়া মাতামাতি করতো ??
ইরানের মুল টার্গেট মধ্যপ্রাচ্যের সুন্নী দেশগুলো ভঙ্গুর করে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়া।
ইরানের মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা (লেবানন,ইরাক, ইয়েমেন) দখল করার মুল কারণ সৌদি আরব দখল করার ভিত্তি স্থাপন । মক্কায় পৌত্তলিক ধর্ম প্রতিষ্ঠা করা , সাহাবীদের কবর ধ্বংস করা । ইতিমধ্যেই তারা সফল ( সাদ্দাম কে সরিয়ে দিয়ে ইরাক , হুথিদের দ্বারা ইয়েমেন দখল )কিন্তু এ বছর আসাদ নিয়ন্ত্রিত সিরিয়া হাতছাড়া হওয়ায় তাদের মাথায় হাত । ইজরায়েলের সাথে তাদের দ্বন্দ্বের মুল কারন ধর্মীয় নয় , মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্য দু'দেশের লড়াই ।
সৌদি আরব এখন বড়ই একা , সৌদির যে কোনো ভুল সিদ্ধান্তে আমরা পবিত্র কাবাকে হারিয়ে ফেলবো এক মুহূর্তে। সৌদি আরব যদি ইজরাইল আক্রমণ করে তবে সঙ্গে সঙ্গে (ইরান, হিজবুল্লাহ,হুথিরা) কাবা আক্রমণ করে বসবে । হুথিরা নিয়মিত রকেট হামলা করেছে মক্কায় ।
সৌদি সরকার দু'টি মসজিদ হেফাজত করে আসছে, কিন্তু শামের সরকার কেনো আল আকসার কর্তৃত্ব হারালো?
সৌদি আরব যদি ইজরায়েলে হামলা করে, তাহলে আটলান্টিকের ওপার থেকে আমেরিকা আসার আগেই ইরান সৌদি আরবে হামলা করবে। সিরিয়ায় আসাদ সরকার পতনের ফলে ইজ,রা,য়েলের চেয়ে বেশি দুঃখ পেয়েছে ইরান।
ইরানের হুমকি প্রধানত দুটি কারণে,
★ এক. মুসলিম বিশ্বের সহানুভূতি অর্জন যা মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিন ও সাধারণ আমজনতা যাদের কোনো জ্ঞান নেই তাদের থেকে পেয়ে থাকে।
★ দুই. হুমকির মাধ্যমে ইজরাইল আমেরিকাকে উত্তেজিত করে যুদ্ধ বাধিয়ে দেওয়া! এতে সুন্নী দেশে আক্রমণ করে দূর্বল হয়ে পড়লে তা কব্জা করতে সহজ যেমন ইরাক, সিরিয়া নিয়েছে।
১ বছরে ৫০ হাজার ফিলিস্তিনি হত্যা করেছে, কোই ইরানতো কিছুই করলো না বরং, এই ইরানের উস্কানির কারণেই এতো গুলো মুসলমান শহীদ হতে হয়েছে,। যুদ্ধ লাগিয়ে পালিয়ে যাওয়ার নীতী ইরানের শত বছরের ঐতিহ্য। সুন্নী হত্যা দেখা যে তাদের নেশা
সর্বশেষ টার্গেট, মক্কা মদিনা দখল।
আল্লাহ ওদের মুখে আগুন দ